এক বছর থেকে সঙ্গী হারিয়ে নিঃসঙ্গ রয়েছে উটপাখিটি। রংপুর চিড়িয়াখানার একটি খাঁচায় অধিকাংশ সময়ই কাটছে বিষণ্ণভাবে পাখিটির। সঙ্গী ছাড়া বংশ বিস্তারও সম্ভব হচ্ছে না। অনেকেই মনে করছেন, উটপাখিটির বংশ বিস্তারের জন্য খুব দ্রুত একটি পুরুষ সঙ্গী আনা প্রয়োজন। রংপুর চিড়িয়াখানা সূত্রে জানা গেছে, আড়াই বছর আগে ঢাকা চিড়িয়াখানা থেকে ৬ মাস বয়সী দুটি উটপাখি আনা হয়। দেড় বছর এক সঙ্গে থাকার পর পুরুষ সঙ্গীটি ১ বছর আগে মারা যায়। তখন থেকেই বিষণ্ণ মনে খাঁচায় একা একা দিন কাটছে পাখিটির। সম্প্রতি ডিম দিলেও পুরুষ সঙ্গী না থাকায় বাচ্চা ফুটেনি। জানা গেছে, মূলত সাহারা মরুভূমির দক্ষিণের তৃণভূমি উটপাখির মূল বিচরণস্থল। বিশ্বের অনেকস্থানে উটপাখি পালন একটি লাভজনক ব্যবসা। বিশ্ববাজারে এর চামড়া, মাংস, পালক ইত্যাদির ব্যাপক চাহিদা রয়েছে। এই পাখি পোকা-মাকড় খায়। উড়তে না পারলেও ৭০ কিলোমিটার বেগে দৌঁড়াতে পারে। অঞ্চলভেদে প্রজননে ভিন্নতা রয়েছে। তবে অধিকাংশ ক্ষেত্রে একটি পুরুষ দুই থেকে সাতটি স্ত্রী উটপাখির সঙ্গে থাকে এবং বংশ বিস্তার করে। উটপাখির গড় উচ্চতা প্রায় তিন মিটার। দেহের ওজন ১৫০ কেজিরও বেশি হতে পারে। এদের আছে বিশাল দুটি পাখা। পুরোটা মেলে ধরলে এর দৈর্ঘ্য হয় প্রায় ৭ ফুট। পুরুষ উটপাখির পাখার রং কালো হয় এবং সঙ্গে থাকে সাদা লেজ। স্ত্রী উটপাখির পাখার রং ধূসর বাদামি। উটপাখির ৫০ থেকে ৭০ বছর উৎপাদনক্ষম থাকে। রংপুর চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর আম্বার আলী জানান, পাখিটি ডিম দিয়েছিল। কিন্তু পুরুষ সঙ্গী না থাকায় ডিমগুলো ফুটেনি। তিনি বলেন, ঢাকা চিড়িয়াখানার একটি পুরুষ উটপাখির জন্য চাহিদা দেওয়া হয়েছে।
শিরোনাম
- দুই শিশুকে হত্যায় পাঁচজনকে মৃত্যুদণ্ড, চারজনকে যাবজ্জীবন
- সাইবার আইনের মামলায় বগুড়ার সাবেক সমন্বয়ক গ্রেপ্তার
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৮৪৬ মামলা
- উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে রংপুরে র্যালি ও আলোচনা সভা
- সরকারি অর্থে বিলাসবহুল বিমান ক্রয়, তোপের মুখে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী
- জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন সানায়ে তাকাইচি
- নোয়াখালী বিভাগের দাবিতে সোনাইমুড়ীতে মানববন্ধন
- চট্টগ্রামে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু
- কুলাউড়ায় গোগালি ছড়ার ব্রিজে মেরামত কাজ শুরু
- বিশ্বে প্রথম, রোবটের হাতে ব্রেন টিউমার সার্জারি সৌদিতে
- চাঁদপুরে ভোক্তার অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭৪৮
- শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচি চূড়ান্ত
- গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করছে ইসরায়েল, অভিযোগ কাতারের
- মোংলায় শ্যামা পূজা উপলক্ষে সনাতনীদের সঙ্গে বিএনপির মতবিনিময়
- রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৬
- নারায়ণগঞ্জে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ
- নটিংহ্যাম ফরেস্টের নতুন কোচ শন ডাইচ, প্রথম ম্যাচে মুখোমুখি হবেন পোর্তোর
- রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২০
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৭৯ মামলা
এক বছর নিঃসঙ্গ উটপাখিটি
নিজস্ব প্রতিবেদক, রংপুর
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর