শনিবার, ২৯ মে, ২০২১ ০০:০০ টা

রাজধানীতে সৎমায়ের আঘাতে শিশু মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পল্লবীতে সোহানা (৯) নামে এক শিশু মাথায় আঘাত পেয়ে মারা গেছে। এ ঘটনায় শিশুটির সৎমা পারভীন ও বাবা সোহেলকে (৩০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তবে এটি হত্যা না দুর্ঘটনা পুলিশ নিশ্চিত হতে পারেনি। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে পল্লবী আদর্শনগর দুই প্লট চার নম্বর গলিতে এ ঘটনা ঘটে।

লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম জানান, শিশুটি তার সৎমায়ের কাছে থাকত। ওই মা তাকে নিয়মিত মারধর করতেন। সোহানা কয়েক মাস আগে গাছ থেকে পড়ে মাথায় আঘাত পেয়েছিল। সে আঘাতের জায়গায় তার মায়ের মারের আঘাত লেগে রক্তক্ষরণ হয়ে তার মৃত্যু হতে পারে। আর শিশুটির মামা নূর হোসেন এটা হত্যা বলে তাদের কাছে অভিযোগ করেছেন। তার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। জানা গেছে, সোহানা স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা সোহেল পেশায় ভ্যানচালক। আর মা কুলসুম। কুলসুমের সঙ্গে চার বছর আগে ছাড়াছাড়ি হয় সোহেলের। বিচ্ছেদের পর কুলসুম মেয়েকে নিজের কাছে রাখেন। পরে সোহেল নিজের কাছে নিয়ে আসেন। এর পর থেকে সৎমার কাছেই থাকত। সোহানার মামা নূর হোসেনের অভিযোগ, সোহানাকে দিয়ে ঘরের কাজ করাতেন পারভীন। কাজ না করলে তাকে মারধর করা হতো। সোহানা এমন অত্যাচারের কথা বারবার তাকে জানিয়েছে। নূর হোসেন সেসব সোহেলকে জানিয়ে কোনো সুরাহা পাননি। সোহানাকে গতকাল সকালে পারভীন মণিপুরে নিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছেন। হত্যার পর তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

 

সর্বশেষ খবর