বুধবার, ৯ জুন, ২০২১ ০০:০০ টা

দেশজুড়ে লকডাউন দেওয়ার বিজ্ঞানসম্মত যুক্তি নেই

-অধ্যাপক ডা. মোজাহেরুল হক

দেশজুড়ে লকডাউন দেওয়ার বিজ্ঞানসম্মত যুক্তি নেই

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার সাবেক আঞ্চলিক উপদেষ্টা অধ্যাপক ডা. মোজাহেরুল হক বলেন, যেভাবে এখন দেশজুড়ে লকডাউন (বিধি নিষেধ) দেওয়া হচ্ছে তার বিজ্ঞানসম্মত কোনো যুক্তি নেই। যেই এলাকায় সংক্রমণ, সেই এলাকায় লকডাউন থাকা উচিত। সরকার এতদিন পর সেই পথেই যাচ্ছে। মনে রাখতে হবে লকডাউন মানেই লকডাউন। নির্দিষ্ট এলাকায় লকডাউন করতে হবে, লকডাউনের মতো করেই। সেই এলাকায় কাউকে ঢুকতে দেওয়া হবে না, বের হতে দেওয়া হবে না। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে ফোনে আলাপচারিতায় তিনি এ কথা বলেন।

আলাপকালে অধ্যাপক মোজাহেরুল হক বলেন, এখন আবার সংক্রমণের হার বাড়ছে বিশেষ করে সীমান্ত এলাকায়। এর দুইটি কারণ আছে। প্রথমত, ঢাকা থেকে ঈদের ছুটিতে মানুষ বাড়ি যায়, তখন সংক্রমণ ছড়ানোর ঝুঁকি নিয়ে গেছে। দ্বিতীয়ত, ভারতের সঙ্গে স্থলবন্দরগুলোতে পণ্যসহ সীমিত পরিসরে মানুষের যাতায়াত আছে। আবার অবৈধভাবেও মানুষ যাতায়াত করছে। এটা সম্পূর্ণভাবে বন্ধ করতে পারছে না সরকার। মালামাল আনা নেওয়ার ক্ষেত্রে যারা গাড়ি চালক বা এর সঙ্গে সংশ্লিষ্ট তাদের ব্যাপারে তারা ঠিকমতো কোয়ারেন্টাইন করছে কি না তার নজরদারি বাড়াতে হবে। এটা করতে না পারলে সংক্রমণের ঝুঁকি বাড়বেই।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সীমান্তে যারা সংক্রমিত তাদের চিকিৎসা জোরদার করতে হবে। দেশের প্রতিটি উপজেলাগুলোতে করোনার প্রাথমিক চিকিৎসা দেওয়া নিশ্চিত করতে হবে। জেলা হাসপাতালগুলোতে আইসিইউ থাকতে হবে। বিশেষ করে এখন সীমান্তবর্তী জেলাগুলোতে আইসিইউ নিশ্চিত করতে হবে।’

সর্বশেষ খবর