বুধবার, ৩০ জুন, ২০২১ ০০:০০ টা

১১ মাসে সর্বোচ্চ শনাক্তের হার

শনাক্ত ছাড়াল ৯ লাখ ২৪ ঘণ্টায় শনাক্ত ৭৬৬৬, মৃত্যু ১১২

নিজস্ব প্রতিবেদক

জুনের শুরু থেকেই দেশে হু হু করে বাড়ছে করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যু। গতকাল টানা তৃতীয় দিনের মতো দেশে শতাধিক মৃত্যুর খবর এসেছে। জুনের ২৯ দিনেই দেশে লক্ষাধিক মানুষের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এতে শনাক্ত রোগীর মোট সংখ্যা ছাড়িয়েছে ৯ লাখ। গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৬৬৬ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। শনাক্তের হার ২৩.৯৭ শতাংশ, যা গত ৩২৯ দিনের মধ্যে সর্বোচ্চ। এর চেয়ে বেশি ২৪.৮৭ শতাংশ শনাক্তের হারের তথ্য জানানো হয়েছিল গত বছরের ৪ আগস্ট। স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩১ হাজার ৯৮২টি নমুনা পরীক্ষায় ৭ হাজার ৬৬৬ জনের দেহে করোনা শনাক্ত হয়। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯ লাখ ৪ হাজার ৪৩৬। গত এক দিনে মৃত্যু হয়েছে আরও ১১২ জনের। মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩৮৮। গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ২৭ জন করোনা রোগী সুস্থ হয়ে ওঠায় মোট সুস্থ হলেন ৮ লাখ ১১ হাজার ৭০০।

আগের দিনের ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায়ও সর্বাধিক মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। নমুনা পরীক্ষায় সর্বোচ্চ শনাক্তের হারও ছিল খুলনায়। এ সময়ে খুলনা বিভাগে ৩৫, ঢাকা বিভাগে ২২, রাজশাহী বিভাগে ২১, চট্টগ্রাম বিভাগে ১৬, রংপুর বিভাগে ১০, ময়মনসিংহ বিভাগে চার, বরিশাল বিভাগে তিন ও সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে। আগের দিনও খুলনা বিভাগে ৩৫ জনের মৃত্যু হয়। এ ছাড়া গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিল যথাক্রমে খুলনা বিভাগে ৪০.৫৫, রংপুর বিভাগে ৪০.৪৩, বরিশাল বিভাগে ৩৫.৪৮, সিলেট বিভাগে ২৯.৪৯, চট্টগ্রাম বিভাগে ২৩.১৬, রাজশাহী বিভাগে ২১.৭৭, ময়মনসিংহ বিভাগে ২০.৯৭ ও ঢাকা বিভাগে ১৯.৬২ শতাংশ। অথচ, চলতি মাসের প্রথমার্ধ্বেও ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগে শনাক্তের হার ছিল ১০ শতাংশের নিচে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১২ জনের মধ্যে ৬৭ জন ছিলেন পুরুষ ও ৪৫ জন নারী। হাসপাতালে ৯৮ জন ও বাড়িতে ১৩ জনের মৃত্যু হয়েছে। মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয় একজনকে। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ৬১ জন ষাটোর্ধ্ব, ২৪ জন পঞ্চাশোর্ধ্ব, একজন চল্লিশোর্ধ্ব, ১৪ জন ত্রিশোর্ধ্ব, দুজন বিশোর্ধ্ব ও একজনের বয়স ছিল ১১ থেকে ২০ বছরের মধ্যে। স্থানীয় পর্যায়ে করোনা পরিস্থিতি নিয়ে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো আরও তথ্য- রাজশাহী : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে এক দিনে এ পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে। গেল ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৫ জন। এর মধ্যে ৯ জন করোনা পজিটিভ ছিলেন। বাকিরা ভর্তি ছিলেন করোনার উপসর্গ নিয়ে। এ নিয়ে চলতি মাসের ২৯ দিনে (১ জুন সকাল ৮টা থেকে ২৯ জুন সকাল ৮টা পর্যন্ত) এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেলেন ৩৪৩ জন। রামেক হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ জন। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ৪০৫টি শয্যার বিপরীতে এ হাসপাতালে ভর্তি ছিলেন ৪৫৯ জন। বরিশাল : গত সোমবার দুপুর ১টা থেকে গতকাল দুপুর ১টা পর্যন্ত ২৪ ঘণ্টায় শেরেবাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে ১০ জন রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম জানান, গতকাল হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৪০ জন রোগী চিকিৎসাধীন ছিলেন, যা এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ। গত সোমবার রাতে প্রকাশিত রিপোর্টে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৭.৩৭ ভাগ। এর আগের দিন শনাক্তের হার ছিল ৪৮.৮০ ভাগ। খুলনা : খুলনা বিভাগে করোনায় এক দিনে দ্বিতীয়বারের মতো সর্বোচ্চ ৩৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় যশোরে সর্বোচ্চ ৯ জন করোনায় মারা গেছেন। ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩৭১টি নমুনা পরীক্ষায় নতুন করে ১ হাজার ৩৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম : গত ২৪ ঘণ্টায় জেলায় ৩৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৪.৪৩ শতাংশ। এর মধ্যে নগরীতে ২২৬ জন এবং উপজেলার ১৪২ জন। বিভাগে শনাক্ত হয়েছেন ১ হাজার ১২ জন। ময়মনসিংহ : গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন করোনা পজিটিভ ছিলেন, বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন। চারজনই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন বলে নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান। তিনি বলেন, বর্তমানে করোনা ইউনিটের আইসিইউতে ১৩টি আসনের সবগুলোতেই রোগী রয়েছেন। ২১০ সাধারণ শয্যার মধ্যে মাত্র একটি শয্যা খালি রয়েছে। সিলেট : গত এক সপ্তাহে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা শনাক্ত হয়েছে ২৫৮ জনের। মারা গেছেন একজন। গত ২১ জুন সিলেট বিভাগে শনাক্তের হার ছিল ১৩ দশমিক ১৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সেটা ২৯ শতাংশ ছাড়িয়েছে। ঝিনাইদহ : গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহে করোনায় তিনজন ও উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ১৪৪টি নমুনার ফলাফলে ৯৩ জনের করোনা পজিটিভ এসেছে। শনাক্তের হার ৬৪.৫৮ ভাগ।  সাতক্ষীরা : সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১২০ জনের নমুনা পরীক্ষায় ৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

সর্বশেষ খবর