রবিবার, ৪ জুলাই, ২০২১ ০০:০০ টা
প্রকৃতি

সাফারি পার্কে জেব্রা ও ওয়াইল্ডবিস্টের বাচ্চা প্রসব

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সাফারি পার্কে জেব্রা ও ওয়াইল্ডবিস্টের বাচ্চা প্রসব

শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জেব্রা ও ওয়াইল্ডবিস্টের পরিবারে নতুন অতিথি এসেছে। শুক্রবার সকালে জেব্রা পরিবারে এবং গতকাল দুপুরে ওয়াইল্ডবিস্ট পরিবারে এ অতিথির জন্ম। উভয় শাবক দুটি মায়ের সঙ্গে ঘোরাফেরা করছে, মায়ের দুধ পান করছে। বাচ্চা ও মা সুস্থ রয়েছে।

বিকালে পার্কটির ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান জানান, করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে প্রায় চার মাস ধরে এ পার্ক বন্ধ। এর মধ্যে জেব্রার পালে এ বছর পাঁচটি বাচ্চার জন্ম হয়েছে। পার্ক বন্ধ থাকায় পর্যটক নেই। একদম নির্জন সাফারি পার্কে জেব্রা তাদের অনুকূল পরিবেশ পেয়ে বাচ্চা জন্ম দিচ্ছে। সদ্যোজাত বাচ্চাটি পুরুষ। এ নিয়ে পার্কে জেব্রার সংখ্যা দাঁড়াল ২৮-এ। তিনি আরও জানান, ওয়াইল্ডবিস্টের প্রজননে পার্কে আশার সঞ্চার হয়েছে। এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে দেশের চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশ থেকে ওয়াইল্ডবিস্টের আমদানিনির্ভরতা কমে আসবে। এরা তৃণভূমিতে একসঙ্গে পালে চলাফেরা করে। প্রতিটি বাচ্চার ওজন হয় সাধারণত ১৯ কেজির মতো। প্রথমে বাচ্চার গায়ের রং ধূসর (টনি ব্রাউন) আর পূর্ণবয়স্ক হলে বর্ণ হয় নীলাভ ধূসর। প্রসবের কয়েক মিনিট পর শাবকটি উঠে দাঁড়ায় এবং দৌড়ানো শুরু করে। নতুন শাবকটি নিয়ে এ পার্কে ওয়াইল্ডবিস্টের সংখ্যা দাঁড়াল ১৮-তে। তবে নতুন শাবকটি মাদি না পুরুষ জানা যায়নি।

সর্বশেষ খবর