মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১ ০০:০০ টা
প্রকৃতি

ফরিদপুরে বিরল কচ্ছপ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে বিরল কচ্ছপ উদ্ধার

ফরিদপুরে বিরল প্রজাতির হলুদ রঙের একটি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের বিশ্বাসডাঙ্গী গ্রামের একটি খাল থেকে এ কচ্ছপটি ধরা হয়। স্থানীয়রা জানান, বন্যার পানিতে জনৈক রিয়াদ নামের এক যুবক রবিবার দুপুরে খালে মাছ ধরতে জাল ফেললে বিরল প্রজাতির   এ কচ্ছপটি ধরা পড়ে। হলুদ রঙের এ কচ্ছপটি দেখতে মুহূর্তের মধ্যেই ভিড় জমে যায়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে কচ্ছপের ছবিটি ছড়িয়ে পড়ে। পরে বনবিভাগের কর্মকর্তাদের কাছে খবর পাঠানো হয়। ফরিদপুর সামাজিক বনবিভাগের কর্মকর্তা মো. কবির হোসেন জানান, কচ্ছপটি বিরল প্রজাতির। এমন রংয়ের কচ্ছপ আগে কখনো দেখতে পাওয়া যায়নি। তিনি বলেন, কচ্ছপটির ওজন দেড় কেজি। ব্যাসার্ধ ৮ ইঞ্চি। কচ্ছপটির ছবি তুলে খুলনায় অবস্থিত প্রাণী সম্প্রসারণ ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তাকে জানানো হয়েছে। আপাতত কচ্ছপটি ফরিদপুর সামাজিক বনবিভাগের জলাধারে রাখা হয়েছে। 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর