বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

ঋণের কিস্তির বোঝা, ব্যবসায়ীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের মীরবাগ বাজারে ঋণের কিস্তির বোঝা বইতে না পেরে সুমন মিয়া (২৯) নামে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার রাতে তিনি গলায় ফাঁস নেন। তিনি মহেশা গ্রামের মোস্তাফিজার রহমানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ফার্নিচার ব্যবসার জন্য সুমন মিয়া একাধিক এনজিও থেকে কয়েক লাখ টাকা ঋণ নিয়েছিলেন। এজন্য প্রতি মাসে তাকে প্রায় ৪০ হাজার টাকা কিস্তি পরিশোধ করতে হতো। করোনা পরিস্থিতিতে ব্যবসায় মন্দার কারণে কিস্তি পরিশোধের চাপ বেড়ে যায়। ফলে হতাশায় ভুগছিলেন। মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে সুমন মীরবাগ বাজারে তার দোকানের পেছনের গোডাউনে গলায় ফাঁস নেন। দোকানের কর্মচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় এক পল্লীচিকিৎসকের কাছে নিয়ে যান। তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিলে পথেই সুমন মারা যান। কাউনিয়া থানার ওসি (তদন্ত) সেলিমুর রহমান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। অভিযোগ না থাকায় লাশ পরিবারে হস্তান্তর করা হয়েছে। ঋণ ও কিস্তির বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ খবর