টিকটক চক্রের খপ্পরে পড়ে ঢাকা থেকে অপহৃত অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ময়মনসিংহের গফরগাঁও থেকে উদ্ধার করেছে র্যাব। এ সময় অপহরণকারী চক্রের অন্যতম হোতা রায়হান হোসেনকে গ্রেফতার করা হয়। এই টিকটক গ্রুপের দুজন সদস্য রবিন ও খোকন পলাতক রয়েছেন। শনিবার রাত থেকে গতকাল পর্যন্ত টানা অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। গতকাল র্যাব-৪-এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ১২ সেপ্টেম্বর রাজধানীর কাফরুলে ৮ম শ্রেণির এক ছাত্রী বাসা থেকে স্কুলে যাওয়ার কথা বলে বের হয়। এরপর ওই ছাত্রী আর বাসায় না ফেরায় তার বাবা কাফরুল থানায় জিডি করেন। কয়েক দিন পরও ওই ছাত্রী বাসায় না আসায় পরে ভুক্তভোগীর বাবা র্যাব-৪ বরাবর একটি অভিযোগ করেন। এরই পরিপ্রেক্ষিতে র্যাবের একটি দল ছায়া তদন্ত শুরু করে। পরে ছাত্রীকে উদ্ধারসহ অপহরণকারী রায়হানকে গ্রেফতার করা হয়। র্যাব-৪-এর অধিনায়ক বলেন, অপহরণকারীরা একটি টিকটক গ্রুপের সদস্য। এই গ্রুপে ৭-৮ জন সদস্য রয়েছে। যারা ঘন ঘন লাইভে এসে একে অন্যের সঙ্গে বিভিন্ন তথ্য আদান-প্রদান করে। ওই গ্রুপের অন্যতম সদস্য রাজধানীর নর্দার আজিজ সড়কে বসবাসকারী গ্রেফতার রায়হান। এ গ্রুপের আরও দুজন সদস্য রবিন ও খোকন পলাতক রয়েছে। রায়হান একটি প্রাইভেট কোম্পানিতে গাড়ি চালাতেন। তার স্ত্রী ও সন্তান নারায়ণগঞ্জে থাকেন। খোকন অন্য একটি বেসরকারি কোম্পানিতে কাজ করেন আর রবিন নর্দায় একটি সেলুনে কাজ করেন। এই টিকটক গ্রুপের অন্যতম দুজন সদস্য মধ্যপ্রাচ্য প্রবাসী বলে গ্রেফতার রায়হানকে জিজ্ঞাসাবাদে জানা গেছে। এই টিকটক গ্রুপের সদস্যরা স্কুলপড়ুয়া উঠতি বয়সী মেয়েদের প্রেমের প্রলোভন দেখিয়ে বিপথে পরিচালিত করত। টিকটক গ্রুপের সদস্যরা নানা অপকর্মে লিপ্ত রয়েছে বলেও জানা গেছে। তারা টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেনামি পরিচয় ব্যবহার করত। অপহৃত ভুক্তভোগী বেশ কিছুদিন ধরে এই টিকটক গ্রুপের সঙ্গে যুক্ত ছিল। নিখোঁজ হওয়ার দিন অপহৃত ভুক্তভোগী বাসা থেকে স্কুলে যাওয়ার কথা বলে বের হয়। গ্রেফতার রায়হান বিভিন্ন প্রলোভনে ওই ছাত্রীকে নর্দায় আজিজ রোডের একটি ভাড়া বাসায় আটকে রাখে। এরপর ওই ছাত্রীর পরিবার তাকে খুঁজে পেতে পুলিশের শরণাপন্ন হয়েছে জানতে পেরে কৌশলে ওই বাসা থেকে ময়মনসিংহের গফরগাঁওয়ে পাঠিয়ে দেয় রায়হান।
শিরোনাম
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতির তথ্য চেয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে চিঠি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
- সিডনিতে সাবেক এআইইউবিয়ানদের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
- জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন
- বাউফলে জাল দলিল তৈরির দায়ে যুবকের কারাদণ্ড
- ৪৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
- অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে: পরিবেশ উপদেষ্টা
- কানাডা সহজ করেছে নাগরিকত্ব পাওয়ার নিয়ম
- বাংলাদেশি চিকিৎসক-নার্স নিয়োগে জিটুজি ফ্রেমওয়ার্ক প্রস্তাব সৌদির
- জাতীয় নির্বাচনে ভোট দিতে ২০ হাজার ৮৬২ প্রবাসীর নিবন্ধন
- মাত্র ১৬ বাসে ঠাঁই মিলল না জবির অধিকাংশ শিক্ষার্থীর
- অল্প সময়ের মধ্যে চার ভূমিকম্প কী ইঙ্গিত দিচ্ছে
- মুন্সীগঞ্জে ৩৯ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
- ই-পারিবারিক আদালত দুর্নীতি কমাবে, সময়ও বাঁচাবে: আইন উপদেষ্টা
- পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা, নিহত ৬
- কাক দিয়ে শহর পরিষ্কার? সুইডিশ প্রকল্পের ভবিষ্যৎ কী?
- ফকির-বাউলদের ওপর জুলুম বন্ধের আহ্বান তথ্য উপদেষ্টার
- শ্রবণ সমস্যা সমাধানে ইয়ারবাডের ব্যবহার বাড়ছে বিশ্বজুড়ে
টিকটক চক্রের খপ্পরে ঢাকায় অপহৃত ছাত্রী ময়মনসিংহে উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর