টিকটক চক্রের খপ্পরে পড়ে ঢাকা থেকে অপহৃত অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ময়মনসিংহের গফরগাঁও থেকে উদ্ধার করেছে র্যাব। এ সময় অপহরণকারী চক্রের অন্যতম হোতা রায়হান হোসেনকে গ্রেফতার করা হয়। এই টিকটক গ্রুপের দুজন সদস্য রবিন ও খোকন পলাতক রয়েছেন। শনিবার রাত থেকে গতকাল পর্যন্ত টানা অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। গতকাল র্যাব-৪-এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ১২ সেপ্টেম্বর রাজধানীর কাফরুলে ৮ম শ্রেণির এক ছাত্রী বাসা থেকে স্কুলে যাওয়ার কথা বলে বের হয়। এরপর ওই ছাত্রী আর বাসায় না ফেরায় তার বাবা কাফরুল থানায় জিডি করেন। কয়েক দিন পরও ওই ছাত্রী বাসায় না আসায় পরে ভুক্তভোগীর বাবা র্যাব-৪ বরাবর একটি অভিযোগ করেন। এরই পরিপ্রেক্ষিতে র্যাবের একটি দল ছায়া তদন্ত শুরু করে। পরে ছাত্রীকে উদ্ধারসহ অপহরণকারী রায়হানকে গ্রেফতার করা হয়। র্যাব-৪-এর অধিনায়ক বলেন, অপহরণকারীরা একটি টিকটক গ্রুপের সদস্য। এই গ্রুপে ৭-৮ জন সদস্য রয়েছে। যারা ঘন ঘন লাইভে এসে একে অন্যের সঙ্গে বিভিন্ন তথ্য আদান-প্রদান করে। ওই গ্রুপের অন্যতম সদস্য রাজধানীর নর্দার আজিজ সড়কে বসবাসকারী গ্রেফতার রায়হান। এ গ্রুপের আরও দুজন সদস্য রবিন ও খোকন পলাতক রয়েছে। রায়হান একটি প্রাইভেট কোম্পানিতে গাড়ি চালাতেন। তার স্ত্রী ও সন্তান নারায়ণগঞ্জে থাকেন। খোকন অন্য একটি বেসরকারি কোম্পানিতে কাজ করেন আর রবিন নর্দায় একটি সেলুনে কাজ করেন। এই টিকটক গ্রুপের অন্যতম দুজন সদস্য মধ্যপ্রাচ্য প্রবাসী বলে গ্রেফতার রায়হানকে জিজ্ঞাসাবাদে জানা গেছে। এই টিকটক গ্রুপের সদস্যরা স্কুলপড়ুয়া উঠতি বয়সী মেয়েদের প্রেমের প্রলোভন দেখিয়ে বিপথে পরিচালিত করত। টিকটক গ্রুপের সদস্যরা নানা অপকর্মে লিপ্ত রয়েছে বলেও জানা গেছে। তারা টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেনামি পরিচয় ব্যবহার করত। অপহৃত ভুক্তভোগী বেশ কিছুদিন ধরে এই টিকটক গ্রুপের সঙ্গে যুক্ত ছিল। নিখোঁজ হওয়ার দিন অপহৃত ভুক্তভোগী বাসা থেকে স্কুলে যাওয়ার কথা বলে বের হয়। গ্রেফতার রায়হান বিভিন্ন প্রলোভনে ওই ছাত্রীকে নর্দায় আজিজ রোডের একটি ভাড়া বাসায় আটকে রাখে। এরপর ওই ছাত্রীর পরিবার তাকে খুঁজে পেতে পুলিশের শরণাপন্ন হয়েছে জানতে পেরে কৌশলে ওই বাসা থেকে ময়মনসিংহের গফরগাঁওয়ে পাঠিয়ে দেয় রায়হান।
শিরোনাম
- ট্রাইব্যুনালে আনা হয়েছে সাবেক আইজিপি মামুনকে
- মোহাম্মদপুরে বিদেশি রিভলভারসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার
- পুলিশের ঊর্ধ্বতন ২৩ কর্মকর্তা বদলি
- নভেম্বরের প্রধমার্ধে প্রবাসী আয় ২৩.১ শতাংশ বেড়েছে
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ঢাকার বাতাসে কতটা দূষণ?
- তিতুমীর কলেজের সামনে ও আমতলীতে ককটেল বিস্ফোরণ
- রাজধানীতে অপরিবর্তিত থাকবে তাপমাত্রা
- রায়ের আগে ট্রাইব্যুনালে নিরাপত্তা জোরদার
- কঙ্গোয় তামা–কোবাল্ট খনিতে সেতু ধসে নিহত ৩২ শ্রমিক
- ভারতকে লজ্জায় ফেলে পাকিস্তানের সহজ জয়
- লেবাননে ইসরায়েলের ড্রোন হামলা : নিহত ১
- ভেনেজুয়েলায় সামরিক হামলা নিয়ে মনস্থির করে ফেলেছি: ট্রাম্প
- ইউক্রেনের আরও দুটি গ্রাম দখলের দাবি রাশিয়ার
- জলবায়ু অর্থায়নের নামে ভয়াবহ ঋণের ফাঁদ
- চায়ের আড্ডায় টুকুর গণসংযোগ
- মোংলায় লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭০০
- বরিশালের তিন অসহায় নারীর স্বামীকে রিকশা বিতরণ
- নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা