বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী বলেছেন, কুমিল্লার দিঘীরপাড়ের ঘটনা পরিকল্পিত। যারা কোরআন অবমাননার ঘটনা ঘটিয়েছে তারা ধর্মীয় বিদ্বেষের কারণে নয়, এদের উদ্দেশ্য দেশকে অস্থিতিশীল করে সরকারকে বেকায়দায় ফেলা। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা। কিন্তু হাজার বছরের সম্প্রীতি মতলববাজদের একটি বিচ্ছিন্ন ঘটনায় বিনষ্ট হওয়ার কোনো আশঙ্কা নেই। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে একথা বলেন তিনি। মিছবাহুর রহমান চৌধুরী বলেন, কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষতিগ্রস্ত হওয়ার প্রশ্নই ওঠে না। বাংলাদেশ সম্প্রীতির দেশ। ইসলামের দ্বিতীয় খলিফা ওমর (রা.)-এর সময় থেকে এদেশে মুসলমানরা আসা-যাওয়া শুরু করেন। পরবর্তীতে বিভিন্ন সময় অলি-বুজুর্গরা এসে ইসলামের সুমহান শান্তির বাণী প্রচার শুরু করেন। তাদের চরিত্র, অসাম্প্রদায়িক আচরণ মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা ইত্যাদি গুণাবলিতে আকৃষ্ট হয়ে ঝাঁকে ঝাঁকে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেন। সেই হাজার বছরের সম্প্রীতি মতলববাজদের একটি বিচ্ছিন্ন ঘটনায় বিনষ্ট হওয়ার কোনো আশঙ্কা নেই। মিছবাহুর রহমান চৌধুরী বলেন, অপরাধীদের ধরার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিভিন্ন বাহিনী হন্যে হয়ে দোষীদের শনাক্ত করে গ্রেফতার করার চেষ্টা করছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, শিগগিরই চক্রান্তকারীরা ধরা পড়বে। প্রধানমন্ত্রী বলেছেন, এদের এমন কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে যাতে ভবিষ্যতে কেউ এমন ঘটনা ঘটানোর সাহস না পায়। তিনি বলেন, মহাগ্রন্থ আল কোরআন অবমাননা পৃথিবীর কোনো মুসলমান সহ্য করতে পারেন না। এমনকি কোনো বিবেকবান মানুষ অন্য ধর্মে আঘাত আনতে পারেন না। ঘটনার দিন সকাল থেকেই যারা সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানি দিয়েছে এতে বোঝা যায় এটি পরিকল্পিত। নোয়াখালী ও কুমিল্লাসহ কয়েক জায়গায় হিন্দুদের পূজামন্ডপে ও তাদের দেবী বিসর্জনের সময় মিছিলে হামলা প্রসঙ্গে বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই তিনি ভারতকে সতর্ক করেছেন। ভারতে উগ্র সাম্প্রদায়িক নেতাদের দিন দিন তাদের জনগণ প্রত্যাখ্যান করছে। বর্ণবাদ ও উগ্রবাদ মানুষ, মানবতার শত্রু।
শিরোনাম
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
উদ্দেশ্য সরকারকে বেকায়দায় ফেলা
মিছবাহুর রহমান চৌধুরী
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর