বুধবার, ২০ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

সার্চ কমিটির ওপর মানুষ ভরসা রাখতে পারেনি

----- এম সাখাওয়াত হোসেন

সার্চ কমিটির ওপর মানুষ ভরসা রাখতে পারেনি

সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, বিগত দিনে সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন নিয়োগ হয়েছে। কিন্তু মানুষ সার্চ কমিটির ওপর ভরসা রাখতে পারেনি। তাদের নিয়োগ দেওয়া নির্বাচন কমিশনও ভরসাযোগ্য হয়নি। আইনি কাঠামো তৈরি করেই নির্বাচন কমিশন গঠন করা উচিত বলে মনে করেন তিনি। গতকাল নতুন নির্বাচন কমিশন গঠনের বিষয়ে একান্ত আলাপকালে তিনি বাংলাদেশ প্রতিদিনকে এসব কথা বলেন। সার্চ কমিটির মাধ্যমে আগামী নির্বাচন কমিশন নিয়োগ হলে নিরপেক্ষ কমিশন পাওয়া যাবে কি না প্রশ্নে এম. সাখাওয়াত হোসেন বলেন, অতীত তো অন্যরকম বলে। ভবিষ্যতে এর চেয়ে ভালো হবে, সেরকম কোনো আলামত নেই। সার্চ কমিটির মাধ্যমে নিয়োগকৃত বিগত দুটি ইসি তাহলে ভালো করেনি বলে মনে করছেন প্রশ্নে তিনি বলেন, ‘না’। তিনি বলেন, সার্চ কমিটির ওপর মানুষ    ভরসা রাখতে পারেনি। এখন কী করবে, সেটা সার্চ কমিটি জানে, সরকার জানে। আগামীতে কেমন ইসি হবে প্রশ্নে তিনি বলেন, এটা আমি বলতে পারব না। সার্চ কমিটি যারা গঠন করছেন, তারা কী ধরনের লোক চান, সেটার ওপর নির্ভর করবে। তথা সরকারের ওপর নির্ভর করছে কেমন ইসি হবে।

সরকার বলছে সার্চ কমিটির মাধ্যমে আগামী কমিশন গঠন হবে, সেক্ষেত্রে কোনো পরামর্শ আছে কি না প্রশ্নে তিনি বলেন, আমাদের পরামর্শ একটাই আইনি কাঠামো তৈরি করে নির্বাচন কমিশন নিয়োগ দেওয়া উচিত। তিনি বলেন, আইনের কাঠামো তৈরি করতে বেশি সময় লাগে না। সরকার চাইলে আইন হবে, না চাইলে হবে না। সাবেক এই নির্বাচন কমিশনার বলেন, সার্চ কমিটি এ পর্যন্ত যা করেছে তার ওপর মানুষ ভরসা রাখতে পারেনি। এবং নির্বাচন কমিশনে ভরসাযোগ্য হয়নি। আগামীতে কী হবে জানি না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর