বুধবার, ৯ মার্চ, ২০২২ ০০:০০ টা

পরীমণির মাদক মামলা চলতে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক

পরীমণির মাদক মামলা চলতে বাধা নেই

চলচ্চিত্র নায়িকা পরীমণির বিরুদ্ধে মাদক আইনে করা মামলার কার্যক্রম স্থগিত করে হাই কোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছে চেম্বার জজ আদালত। গতকাল আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান এ আদেশ দেন। এ আদেশের ফলে পরীমণির বিরুদ্ধে মাদক  নিয়ন্ত্রণ আইনে মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে পরীমণির পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না ও সৈয়দা নাসরিন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। এর আগে গত ১ মার্চ চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করে হাই কোর্ট। পাশাপাশি তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠনের আদেশ কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে আদালত।

গত বছরের ৪ আগস্ট অভিযান চালিয়ে পরীমণিকে তার বনানীর বাসা থেকে আটক করে র‌্যাব। অভিযানে এলএসডি, মদ ও আইস উদ্ধার করা হয়। তার বাসা থেকে বিপুল মদের বোতলও উদ্ধার করা হয়। পরদিন ৫ আগস্ট র‌্যাব বাদী হয়ে রাজধানীর বনানী থানায় পরীমণি ও তার সহযোগী বিপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

সর্বশেষ খবর