শিরোনাম
সোমবার, ২৮ মার্চ, ২০২২ ০০:০০ টা

রূপপুরে কাজাখস্তানের নাগরিক খুন

বেলারুশের তিনজন আটক

পাবনা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে কর্মরত কাজাখস্তানের নাগরিক ভøাদিমেস সেভটস (৫২) ছুরিকাঘাতে নিহত হয়েছেন। তিনি প্রকল্পের নিকিমথ নামের একটি রাশিয়ার সাব-ঠিকাদারি প্রতিষ্ঠানে কাজ করতেন। এ ঘটনায় বেলারুশের তিন নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, সাহাপুর নতুনহাট মোড়ে রূপপুর আবাসিক প্রকল্প  গ্রিনসিটির ৬ নম্বর ভবনের একটি কক্ষে শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তিনি বলেন, প্রাথমিক তথ্যে জানা গেছে, আর্থিক লেনদেন নিয়ে বেলারুশ নাগরিকদের সঙ্গে ভøাদিমেসের দ্বন্দ্ব ছিল। এর জেরে ছুরিকাঘাতে তাকে হত্যা করা হয়। তার পিঠে ছুরিকাঘাতের চার থেকে পাঁচটি দাগ রয়েছে। এ ঘটনায় কাজাখস্তানের বেরনেজয় অ্যান্ডে আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বেলারুশের তিন নাগরিককে। ভাষাগত সমস্যার কারণে পুরো ঘটনা বুঝতে সমস্যা হচ্ছে। আরও তদন্ত করে বিস্তারিত জানানো যাবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস জানান, গ্রিনসিটি আবাসিক এলাকায় বিভিন্ন ভবনে প্রায় ৫ হাজার বিদেশি নাগরিক থাকেন। এদের মধ্যে রাশিয়া, বেলারুশ, কাজাখস্তান, ইউক্রেনসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। শনিবার রাতে বেলারুশের নাগরিকদের সঙ্গে মারামারিতে কাজাখস্তানের ভøাদিমেস সেভটস নিহত হওয়ার ঘটনা পুলিশ ও প্রকল্পের নিরপত্তার দায়িত্বে থাকা সব বাহিনী তদন্ত করছে। ভাষাগত প্রতিবন্ধকতায় মারামারির কারণ স্পষ্ট হতে সময় লাগছে। ধারণা করা হচ্ছে, আর্থিক লেনদেন কিংবা পারিবারিক বিরোধের কারণে এ ঘটনা ঘটেছে। রুহুল কুদ্দুস আরও বলেন, এটি একটি সম্পূর্ণ বিচ্ছিন্ন ঘটনা। এতে প্রকল্পের সার্বিক নিরপত্তায় কোনো প্রভাব পড়েনি। গ্রিনসিটির পরিবেশও স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ খবর