সোমবার, ২৮ মার্চ, ২০২২ ০০:০০ টা

বরিশালে পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের শাওড়া সৈয়দখালী পুলিশ তদন্ত কেন্দ্রে ঢুকে এক কনস্টেবল এবং উপপরিদর্শককে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় ক্ষমতাসীনদের বিরুদ্ধে। এ সময় তদন্ত কেন্দ্রের মালামাল ভাঙচুর ও তছনছ করে তারা। আহত কনস্টেবলকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশের করা মামলায় সাতজনকে গ্রেফতার করা হয়। গতকাল বিকালে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্বেচ্ছাসেবক লীগের কর্মসূচির জন্য ডেকোরেটরের মালামাল নিয়ে একটি ভ্যান হরিনাথপুরে যাচ্ছিল। শাওড়া পুলিশ তদন্ত এলাকা অতিক্রমকালে ভ্যানটি পথচারী কনস্টেবল মেহেদী হাসানকে ধাক্কা দেয়। এতে তিনি আঘাত পেলে ভ্যানচালককে বকাবকি করেন। ভ্যানচালক বিষয়টি স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের জানান। এ সময় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাদল সিকদার ও যুবলীগ সভাপতি খন্দকার বিপ্লবের নেতৃত্বে দুই শতাধিক নেতা-কর্মী দায়িত্বরত পুলিশ সদস্যকে ঠেলে অতর্কিতে তদন্ত কেন্দ্রে ঢুকে পড়েন। একপর্যায়ে নেতা-কর্মীরা ভ্যানচালককে গালাগাল করার অভিযোগে কনস্টেবল মেহেদী হাসানকে বেদম মারধর ও তার শরীরের জামাকাপড় ছিঁড়ে ফেলেন। এ সময় কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান বাধা দিলে তাকেও মারধর করেন তারা। এ সময় হামলাকারীরা কেন্দ্রের যাবতীয় মালামাল ভাঙচুর ও তছনছ করেছে। তারা চলে যাওয়ার পর আহত কনস্টেবলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কনস্টেবল মেহেদী হাসান জানান, শনিবার মাগরিবের পরে বাজার থেকে ফাঁড়ির দিকে ফিরছিলেন। হঠাৎ একটি ভ্যান তার সদ্য শরীরে অপারেশনের জায়গায় ধাক্কা দেয়। এ নিয়ে চালককে বকাবকি করেন তিনি। বিষয়টি ভ্যানচালক স্থানীয় নেতা-কর্মীদের জানালে তারা ফাঁড়ির মধ্যে ঢুকে তাকে মারধর করেন। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানান, হরিনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রে ঢুকে কনস্টেবলকে মারধরের ঘটনায় সাতজনকে গ্রেফতার করে পুলিশ। গতকাল বিকালে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

সর্বশেষ খবর