বুধবার, ৬ জুলাই, ২০২২ ০০:০০ টা
নড়াইলে অধ্যক্ষ লাঞ্ছিত

আসামিকে পাঁচ দিনের রিমান্ড আবেদন

নড়াইল প্রতিনিধি

নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জুতার মালা পরিয়ে লাঞ্ছনার ও সহিংসতার ঘটনায় অভিযুক্ত নূর নবীকে (৩৭) পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। গতকাল এ মামলায় সর্বশেষ গ্রেফতার নূর নবীকে নড়াইল সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান। নড়াইল সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আজ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে রবিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে যশোরের মনিহার সিনেমা হলের সামনে থেকে তাকে গ্রেফতার করে। নূর নবী সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের গোবরা গ্রামের কারিগরপাড়ার মৃত ফয়েজ চৌকিদারের ছেলে। এর আগে গ্রেফতার হওয়া এ মামলার চার আসামির প্রত্যেকের তিন দিন করে রিমান্ড সোমবার শুরু হয়েছে। ১৭ জুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তুলে পুলিশ পাহারায় তাকে দাঁড় করিয়ে গলায় জুতার মালা পরিয়ে দেয় এক দল ব্যক্তি। মুঠোফোনে ধারণ করা এ ঘটনার ভিডিও ফুটেজ ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পুলিশের সামনে অধ্যক্ষের এমন অপদস্থ হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে সারা দেশে। জুতার মালা পরানোর ঘটনার নয় দিন পর ২৭ জুন মির্জাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মোরছালিন বাদী হয়ে ১৭০ থেকে ১৮০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা করেন। ওই দিন রাতেই ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে এবং পরে আরও দুজনকে গ্রেফতার করে পুলিশ। এদিকে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছনার ঘটনার ১৭ দিন পর তার পরিবারকে সান্ত্বনা দিলেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসসহ দলটির কয়েকজন নেতা ও জেলার সুধীজনেরা। সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে অধ্যক্ষ স্বপন কুমারের বাড়িতে সোমবার সন্ধ্যায় যান তারা। এ সময় অধ্যক্ষের স্ত্রী সোনালী দাস, বাবা সীমান্ত বিশ্বাস, মা বনলতা বিশ্বাসসহ পরিবারের সদস্যদের তারা সান্ত্বনা দেন। বিশেষ করে দীর্ঘদিন আত্মগোপনে থাকা অধ্যক্ষের সার্বিক বিষয় নিয়ে স্ত্রী সোনালী দাসের সঙ্গে কথা বলেন তারা। এ সময় অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা রেড ক্রিসেন্টের সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস এ মতিন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও কলেজশিক্ষক মলয় নন্দী প্রমুখ।

 

 

সর্বশেষ খবর