ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত চার লেন মহাসড়ক প্রকল্প এলাকার ১৪ স্থান থেকে ৬ কোটি টাকার মালামাল চুরির অভিযোগে মামলা হয়েছে। গত রবিবার ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের পক্ষে করা মামলায় বলা হয়েছে, ৫ থেকে ১২ আগস্ট পর্যন্ত এ চুরির ঘটনা ঘটে। জানা যায়, আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত চার লেন মহাসড়ক প্রকল্পের উন্নীতকরণের কাজ করছে ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড। সদর উপজেলার রামরাইল এলাকায় প্রকল্পের কার্যালয় অবস্থিত। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে ৫ আগস্ট এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড কোম্পানিতে কর্মরত ভারতীয় কর্মকর্তারা নিজ দেশে চলে যান। কোম্পানির কাজে নিযুক্ত বাংলাদেশি শ্রমিকরা নিজ নিজ বাড়ি চলে যান। এ সুযোগে গত বছরের ৫ আগস্ট বেলা ২টা থেকে ১২ আগস্ট রাত সাড়ে ১১টা পর্যন্ত সময়ের মধ্যে অজ্ঞাতনামা চোর বা চোরেরা প্রকল্প এলাকার সদর উপজেলার উজানিসার তিতাস সেতু, সুলতানপুর, রাধিকা, রামরাইল ক্যাম্প (প্রকল্পের কার্যালয়), রামরাইল বাজার, নয়নপুর, পুনিয়াউট, পৈরতলা, বিরাসার, ঘাটুরা, সুহিলপুর, নন্দনপুর, বিশ্বরোড খাঁটিহাতা, আশুগঞ্জ থেকে আখাউড়া নির্মাণাধীন চার লেন সড়ক এবং চলমান কাজের বিভিন্ন স্থান থেকে নির্মাণকাজের জন্য রাখা মালামাল চুরি করে গাড়িতে করে নিয়ে গেছে। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাফফর হোসেন বলেন, এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের প্রকল্পের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের প্রধান সুধীর কুমার বাদী হয়ে মামলাটি করেন। এতে আসামি হিসেবে অজ্ঞাতনামা চোরদের উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের জুনে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা।