চাঁপাইনবাবগঞ্জ শহরে নিজ বাড়ি থেকে ময়নুল বারি জুয়েল (৪৮) নামে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত ময়নুল বারি জুয়েল হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ শহরের বালুবাগান মহল্লার মৃত ইউসুফ আলী বিশ্বাসের ছেলে। গতকাল দুপুরে বালুবাগান মহল্লায় বাড়ির দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়। সদর থানার ওসি মতিউর রহমান বলেন, সকালে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে দুর্গন্ধের উৎস খুঁজে বের করে জুয়েলের বাড়ির দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়। ওই বাড়িতে একাই থাকতেন জুয়েল। কয়েক দিন আগে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, জুয়েল কীভাবে মারা গেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়াও হত্যারহস্য নিশ্চিত হতে সিআইডির একটি দল আলামত সংগ্রহ করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।