কুমিল্লার চান্দিনায় বাস-লরি সংঘর্ষের পর মহাসড়কে ১০ ঘণ্টা যানজট ছিল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার গোবিন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চান্দিনা পালকি সিনেমা হলের সামনে থেকে নিমসার বাজার পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে যানজট ছড়িয়ে পড়ে।
জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস বুধবার দিবাগত রাতে চান্দিনার গোবিন্দপুর এলাকায় পণ্যবাহী লরিকে অতিক্রম করার সময় দুটি গাড়ির মধ্যে ধাক্কা লাগে। এ সময় লরি মহাসড়কের পাশে পড়ে যায় এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিভাজনের ওপর ওঠে। চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও হাইওয়ে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করেন। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে নিতে সময় লাগে কয়েক ঘণ্টা। এতে তীব্র যানজট সৃষ্টি হয়। গতকাল সকালে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে নিলেও দুপুর পর্যন্ত যানজট ছিল। হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, দুর্ঘটনার কারণে যানজট সৃষ্টি হয়েছে। এ ছাড়া বৃহস্পতিবার সাধারণত মহাসড়কে যানবাহনের চাপ অনেক বেশি থাকে। যে কারণে যানজট নিয়ন্ত্রণে সময় লেগেছে।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        