বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়লেন মা, পা হারাল ছেলে

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে আছিরন নেছা (২৮) নামে মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সময় কোলে থাকা তার তিন বছরের শিশু ছেলে আরিয়ান মৃধা হারিয়েছে পা। আছিরন বোয়ালমারী পৌরসভার উত্তর শিবপুর গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের অবসরপ্রাপ্ত রেল কর্মচারী মো. নাজিমউদ্দীন শেখের মেয়ে। আছিরন নেছার বিয়ে হয়েছে পার্শ্ববর্তী গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের কাগদী গ্রামের নসিমন চালক                মো. টুটুল মৃধার সঙ্গে। গতকাল সকাল সোয়া ৮টায় পৌরসভার শিবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে গোপালগঞ্জের গোবরা থেকে রাজশাহী যাচ্ছিল ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’। সোয়া ৮টার দিকে বোয়ালমারী রেলস্টেশন ত্যাগ করে। রেলস্টেশন থেকে মাত্র ২০০ ফুট দূরে পৌরসভার শিবপুর এলাকায় দাসের বাড়ির রেলগেটের কাছে আইউব মীরের বাড়ির সামনে রেললাইনের ওপর বসেছিলেন মানসিক ভারসাম্যহীন আছিরন নেছা। এ সময় তার কোলে তিন বছরের শিশু আরিয়ান ছিল। টুঙ্গিপাড়া এক্সপ্রেসের চালক বারবার হুইসেল দিলেও আছিরন নেছা রেললাইনের ওপর থেকে না ওঠায় দ্রুতগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় তার কোলে থাকা আরিয়ানের পা এবং মাথা আঘাতপ্রাপ্ত হয়। আরিয়ানকে স্থানীয়রা সঙ্গে সঙ্গে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. তারিকুল ইসলাম নাদিম প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আছিরন নেছা মানসিক ভারসাম্যহীন হওয়ায় মাস দেড়েক আগে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি এসে কবিরাজি চিকিৎসা নিচ্ছিলেন।

সর্বশেষ খবর