বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

দর যা কমার কমেছে এখন ঘুরে দাঁড়াবে শেয়ারবাজার

------ শাকিল রিজভী

দর যা কমার কমেছে এখন ঘুরে দাঁড়াবে শেয়ারবাজার

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক সভাপতি শাকিল রিজভী বলেছেন, শেয়ারের দর যা কমার কমেছে। এখন বাজার ঘুরে দাঁড়াবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বাজারে সূচক ও লেনদেন বাড়বে। শেয়ারের দর বাড়বে। সবসময় দেখা গেছে যখন বাজার একেবারে কমে যায় তখনই ফের ঊর্ধ্বমুখী হয়ে ওঠে বাজার। সেই অবস্থা এখন বিরাজ করছে। বাংলাদেশ প্রতিদিনকে তিনি আরও বলেন, শেয়ারবাজারে এক ধরনের আতঙ্ক ছড়িয়েছে। এ আতঙ্কের বেশ কিছু কারণের মধ্যে একটি বড় কারণ হলো অর্থনৈতিক অস্থিতিশীলতা। বিশেষ করে ডলার বাজারে অস্থিরতা। আমাদের রেমিট্যান্স কমেছে। দেশের আমদানি যেভাবে বেড়েছে সেভাবে রপ্তানি ও রেমিট্যান্স বাড়েনি। ফলে ডলারে যে চাহিদা তৈরি হয়েছে সরবরাহ সে হারে বাড়েনি। তিনি বলেন, ডলারের দাম আরও বেড়ে যেতে পারে, সংকট হতে পারে- এমন গুজবে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে। এই আতঙ্কের প্রভাব শেয়ারবাজারে পড়েছে।

শাকিল রিজভী বলেন, তবে শেয়ারবাজারে বিনিয়োগ নিয়ে ভীত হওয়ার কিছু নেই। বিনিয়োগকারীদের মধ্যে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে তার কোনো বাস্তব ভিত্তি নেই। তিনি বলেন, কর্তৃপক্ষ ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। সুতরাং আতঙ্কিত হওয়ার কিছু নেই। বাজার দ্রুত ঘুরে দাঁড়াবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর