শিরোনাম
শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

শাহজালালে বিঘ্ন বিমান ওঠানামায়

নিজস্ব প্রতিবেদক

ধুলা মেশানো ঘন কুয়াশার কারণে গতকাল সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চারটি ফ্লাইট অবতরণ করতে পারেনি। কয়েক ঘণ্টা আকাশে ঘোরাঘুরির পর একটি ফ্লাইট চট্টগ্রামে এবং তিনটি ফ্লাইট ভারতের কলকাতা বিমানবন্দরে স্থানান্তর করা হয়। একই কারণে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে প্রায় ডজনখানেক ফ্লাইট নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি। বেশকিছু ফ্লাইট বিলম্বে অবতরণ করে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টা থেকে ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত হয়। কুয়াশার কারণে ফ্লাইটের পাইলটরা রানওয়ে দেখতে পাননি। ফলে দোহা ও শারজাহ থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের দুটি ফ্লাইট এবং আবুধাবি থেকে ঢাকায় এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট অবতরণ করতে ব্যর্থ হয় এবং কলকাতা বিমানবন্দরের দিকে ডাইভার্ট করা হয়। পরে ফ্লাইটগুলো নিরাপদে সেখানে অবতরণ করে। এ ছাড়া দুবাই থেকে ঢাকাগামী ফ্লাই দুবাইয়ের ফ্লাইট ঢাকার পরিবর্তে চট্টগ্রামে ডাইভার্ট করা হয়। কুয়াশা কমলে সকাল ১১টা থেকে রানওয়ের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়। ঘন কুয়াশার কারণে ইউএস-বাংলা এয়ারলাইনস, ভিস্তারা এয়ারলাইনস, গালফ এয়ারসহ কয়েকটি ফ্লাইটও শাহজালালে দেরিতে অবতরণ করে।

 দীর্ঘ সময় আকাশে ওড়ার পর কুয়াশা কেটে গেলে ফ্লাইটগুলো অবতরণ করে বলে জানা গেছে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, যে ফ্লাইটগুলো আকাশে উড়ছিল কুয়াশা কেটে যাওয়ার পর তাদের প্রথমে অবতরণের সুযোগ দেওয়া হয়। এদিকে গত কয়েকদিন ধরে ধূলিদূষণে ধূসর হয়ে আছে ঢাকার আকাশ। বুধবার বিশ্বের মধ্যে একমাত্র বিপজ্জনক মাত্রায় দূষিত শহর ছিল ঢাকা। ধুলার কারণে গতকালও দিনের অধিকাংশ সময় সূর্যের দেখা মেলেনি। সংশ্লিষ্টরা বলছেন, ধূলিদূষণের কারণেও কুয়াশা বাড়ছে। বাতাসে ভাসমান ধুলা জলীয় বাষ্পের সঙ্গে মিশে কুয়াশা হয়ে মাঝরাত থেকে নিচের দিকে নামতে থাকে। ফলে ভোররাত থেকে কুয়াশা বাড়তে থাকে।

সর্বশেষ খবর