নগরীর ফয়’স লেক এলাকায় পরিবার নিয়ে বেড়াতে গিয়ে আনসার সদস্যদের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি নাজিম উদ্দীন। ২৬ ডিসেম্বর ঘটা এ ঘটনায় তিন আনসার সদস্যকে ক্লোজড করা হয়েছে। ওসি নাজিম উদ্দীনকে রেলওয়ে থানা থেকে পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ক্লোজড করা তিন আনসার সদস্য হলেন- সোহেল রানা, মুহিন আহম্মেদ ও সাইদুর রহমান। ফয়’স লেক-৩১ আনসার ব্যাটালিয়নের পরিচালক নাজমুল হক নুরনবী জানান, অনাকাক্সিক্ষত এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযুক্ত তিন আনসার সদস্যকে সাময়িক ক্লোজড করা হয়েছে। তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন করা হবে। জানা যায়, ২৬ ডিসেম্বর বিকালে রেলওয়ে থানার ওসি নাজিম উদ্দীন ও বান্দরবান সদর থানার ওসি শহিদুল ইসলাম সপরিবারে নগরীর ফয়েজলেক এলাকায় বেড়াতে যান। তাদের বহনকারী মাইক্রোবাসটি ফয়েজলেকের আনসার ব্যাটালিয়নের রেঞ্জ অফিসের প্রধান ফটকে পার্কিং করাকে কেন্দ্র করে ওসি নাজিম উদ্দীনের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে আনসার সদস্য সোহেল রানা, মুহিন আহম্মেদসহ কয়েকজন মিলে ওসি নাজিমকে আনসার ব্যাটালিয়নের গেটের ভিতরে নিয়ে গিয়ে মারধর করেন। এ সময় নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিলেও আটকে রাখেন আনসার সদস্যরা। পরে খবর পেয়ে আকবর শাহ থানা পুলিশ তাকে উদ্ধার করে। এ ঘটনায় আনসার সদস্য সোহেল রানা ও মুহিন আহম্মেদকে থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনার দিন রাতে থানায় তিন বিভাগের মধ্যে বৈঠক হয় এবং বৈঠকে মামলা না করে আনসার সদস্যদের বিভাগীয় শাস্তির আশ্বাস দিয়ে ছাড়িয়ে নেওয়া হয়। এ ঘটনার চার দিন পর গতকাল তিন আনসারকে ক্লোজড ও রেলওয়ে থানার ওসিকে লাইনে প্রত্যাহার করে দেওয়া হয়েছে।
শিরোনাম
- জলবায়ু অর্থায়নে গতি আনতে চালু হচ্ছে বিডিসিপি পোর্টাল
- রাজধানীর চার হাসপাতালে র্যাবের অভিযান, ১৫ দালাল আটক
- চট্টগ্রামে সাবেক ইউপি চেয়ারম্যানকে আটকে পুলিশে সোপর্দ
- ৪৯৭৮ হাজি ফেরত পাবেন ৮ কোটি ২৯ লাখ টাকা
- লক্ষ্মীপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
- রংপুরে হত্যা মামলায় আইনজীবী কারাগারে
- ঐকমত্যে পৌঁছে ৩০ জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ : আলী রীয়াজ
- হবিগঞ্জে শিক্ষার মানোন্নয়নে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার মতবিনিময়
- শতবর্ষী মাহাথির ক্লান্তিজনিত কারণে হাসপাতালে ভর্তি
- পরশুরামে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে কোস্ট গার্ডের ত্রাণসামগ্রী বিতরণ
- ৭ মামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- ইতালির বিমানবন্দরে বিমানের ইঞ্জিনে ঝাঁপিয়ে মৃত্যু
- মানিকগঞ্জে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড
- ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যায় আরও দুই আসামি গ্রেফতার
- হবিগঞ্জে সংঘর্ষের ছয় দিন পর আহত রিমনের মৃত্যু
- মোদিকে আম উপহার পাঠাচ্ছেন প্রধান উপদেষ্টা
- কার্বন ডাই–অক্সাইড ও তাপমাত্রা বৃদ্ধিতে ফসলে পুষ্টিহানি
- মুকসুদপুরে সড়ক সংস্কারের দাবিতে স্থানীয়দের মানববন্ধন
- মহাবিশ্বের গহ্বরে আটকে আছে পৃথিবী? সম্প্রসারণ বাড়ছে দ্রুতগতিতে
- আজ থেকে সারা দেশে চিরুনি অভিযান