নগরীর ফয়’স লেক এলাকায় পরিবার নিয়ে বেড়াতে গিয়ে আনসার সদস্যদের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি নাজিম উদ্দীন। ২৬ ডিসেম্বর ঘটা এ ঘটনায় তিন আনসার সদস্যকে ক্লোজড করা হয়েছে। ওসি নাজিম উদ্দীনকে রেলওয়ে থানা থেকে পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ক্লোজড করা তিন আনসার সদস্য হলেন- সোহেল রানা, মুহিন আহম্মেদ ও সাইদুর রহমান। ফয়’স লেক-৩১ আনসার ব্যাটালিয়নের পরিচালক নাজমুল হক নুরনবী জানান, অনাকাক্সিক্ষত এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযুক্ত তিন আনসার সদস্যকে সাময়িক ক্লোজড করা হয়েছে। তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন করা হবে। জানা যায়, ২৬ ডিসেম্বর বিকালে রেলওয়ে থানার ওসি নাজিম উদ্দীন ও বান্দরবান সদর থানার ওসি শহিদুল ইসলাম সপরিবারে নগরীর ফয়েজলেক এলাকায় বেড়াতে যান। তাদের বহনকারী মাইক্রোবাসটি ফয়েজলেকের আনসার ব্যাটালিয়নের রেঞ্জ অফিসের প্রধান ফটকে পার্কিং করাকে কেন্দ্র করে ওসি নাজিম উদ্দীনের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে আনসার সদস্য সোহেল রানা, মুহিন আহম্মেদসহ কয়েকজন মিলে ওসি নাজিমকে আনসার ব্যাটালিয়নের গেটের ভিতরে নিয়ে গিয়ে মারধর করেন। এ সময় নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিলেও আটকে রাখেন আনসার সদস্যরা। পরে খবর পেয়ে আকবর শাহ থানা পুলিশ তাকে উদ্ধার করে। এ ঘটনায় আনসার সদস্য সোহেল রানা ও মুহিন আহম্মেদকে থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনার দিন রাতে থানায় তিন বিভাগের মধ্যে বৈঠক হয় এবং বৈঠকে মামলা না করে আনসার সদস্যদের বিভাগীয় শাস্তির আশ্বাস দিয়ে ছাড়িয়ে নেওয়া হয়। এ ঘটনার চার দিন পর গতকাল তিন আনসারকে ক্লোজড ও রেলওয়ে থানার ওসিকে লাইনে প্রত্যাহার করে দেওয়া হয়েছে।
শিরোনাম
- জিটুজি চুক্তির মাধ্যমে পরিশোধিত জ্বালানি তেল আমদানি করবে সরকার
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৬
- বিএনপির যুগ্ম-মহাসচিব হলেন হুমায়ুন কবির
- অস্তিত্বের প্রশ্নে হিম্মতের সঙ্গে কাজ করতে হবে : ইউএনওদের প্রতি ইসি
- এক লাখ টন সেদ্ধ ও আতপ চাল কিনবে সরকার
- বিইউএফটির সেন্ট্রাল লাইব্রেরিতে ১০১ বই উপহার
- আইইউবিতে অনুষ্ঠিত হলো নরওয়েজিয়ান চলচ্চিত্র উৎসব
- হামাস নির্মূলে গাজায় সেনা পাঠাতে প্রস্তুত মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ, দাবি ট্রাম্পের
- সিঙ্গাপুরে ফিলিস্তিনপন্থী মিছিল করা তিন তরুণী খালাস পেলেন
- ল্যুভর মিউজিয়ামে চুরি হওয়া গয়নার দাম জানাল ফ্রান্স
- বাংলাদেশি টাকায় আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
- নির্বাচনে কোনো চাপের কাছে নতি স্বীকার না করার নির্দেশ সিইসির
- ক্যালিফোর্নিয়ায় ফুটবল মাঠে বিমান বিধ্বস্ত
- ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১
- হাসিনাসহ পলাতকদের হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
- টরন্টোতে বিভিন্ন দাবিতে সিলেট প্রবাসীদের মানববন্ধন
- আজ থেকে ইবতেদায়ি ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষার আবেদন শুরু
- ঢাকার বাতাসের মান আজ অস্বাস্থ্যকর
- ডাকাতি-ছিনতাই, নদীতে লাশ বেড়েছে
- জামায়াতের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
ওসিকে মারধরের অভিযোগ, ক্লোজড তিন আনসার
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর