নগরীর ফয়’স লেক এলাকায় পরিবার নিয়ে বেড়াতে গিয়ে আনসার সদস্যদের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি নাজিম উদ্দীন। ২৬ ডিসেম্বর ঘটা এ ঘটনায় তিন আনসার সদস্যকে ক্লোজড করা হয়েছে। ওসি নাজিম উদ্দীনকে রেলওয়ে থানা থেকে পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ক্লোজড করা তিন আনসার সদস্য হলেন- সোহেল রানা, মুহিন আহম্মেদ ও সাইদুর রহমান। ফয়’স লেক-৩১ আনসার ব্যাটালিয়নের পরিচালক নাজমুল হক নুরনবী জানান, অনাকাক্সিক্ষত এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযুক্ত তিন আনসার সদস্যকে সাময়িক ক্লোজড করা হয়েছে। তদন্ত কমিটির সুপারিশ বাস্তবায়ন করা হবে। জানা যায়, ২৬ ডিসেম্বর বিকালে রেলওয়ে থানার ওসি নাজিম উদ্দীন ও বান্দরবান সদর থানার ওসি শহিদুল ইসলাম সপরিবারে নগরীর ফয়েজলেক এলাকায় বেড়াতে যান। তাদের বহনকারী মাইক্রোবাসটি ফয়েজলেকের আনসার ব্যাটালিয়নের রেঞ্জ অফিসের প্রধান ফটকে পার্কিং করাকে কেন্দ্র করে ওসি নাজিম উদ্দীনের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে আনসার সদস্য সোহেল রানা, মুহিন আহম্মেদসহ কয়েকজন মিলে ওসি নাজিমকে আনসার ব্যাটালিয়নের গেটের ভিতরে নিয়ে গিয়ে মারধর করেন। এ সময় নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিলেও আটকে রাখেন আনসার সদস্যরা। পরে খবর পেয়ে আকবর শাহ থানা পুলিশ তাকে উদ্ধার করে। এ ঘটনায় আনসার সদস্য সোহেল রানা ও মুহিন আহম্মেদকে থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনার দিন রাতে থানায় তিন বিভাগের মধ্যে বৈঠক হয় এবং বৈঠকে মামলা না করে আনসার সদস্যদের বিভাগীয় শাস্তির আশ্বাস দিয়ে ছাড়িয়ে নেওয়া হয়। এ ঘটনার চার দিন পর গতকাল তিন আনসারকে ক্লোজড ও রেলওয়ে থানার ওসিকে লাইনে প্রত্যাহার করে দেওয়া হয়েছে।
শিরোনাম
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
- হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ
- আখাউড়ায় ‘অপারেশন ডেভিল হান্টে’ আটক ২
- ‘হাসিনার রায়ের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচিত হয়েছে’
- শেকৃবিতে পুনর্জন্ম কৃষি নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত
- মাটিরাঙ্গায় ইমাম–ওলামাদের নিয়ে বিএনপির মতবিনিময় সভা
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকের শাখা থেকে ৩ ককটেল উদ্ধার
- তারুণ্যের উৎসবে বারি’র প্রযুক্তি প্রদর্শনী ও কর্মশালা
- রংপুর বিভাগের ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল
- সাগরপথে মানবপাচারের প্রস্তুতিকালে আটক ৪
- হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
ওসিকে মারধরের অভিযোগ, ক্লোজড তিন আনসার
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর