শুক্রবার, ২০ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

মাটি নিতে বাধা হামলায় জমির মালিক নিহত

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগরে মাটি নিতে বাধা দেওয়ায় হামলা চালিয়ে জমির মালিককে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম আবদুল বারেক ওরফে খোকন মিয়া (৬২)। উপজেলার নবীপুর ইউনিয়নের বকুলনগর গ্রামে বুধবার রাতে এ ঘটনা ঘটে। নিহত আবদুল বারেক বকুলনগর গ্রামের আবদুর রহমানের ছেলে।  স্থানীয় সূত্রে জানা গেছে, নবীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল উদ্দীন নিহত খোকনসহ কয়েকজনের কাছ থেকে জমি বর্গা নিয়ে ইটভাটা স্থাপন করেন। মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কিছুদিন আগে তিনি ইটভাটা ভেঙে ফেলেন। পরে স্থানীয় গিয়াসউদ্দিন নামে একজনের কাছে তিনি ভাটায় পড়ে থাকা খোয়া বিক্রি করেন। স্থানীয়দের অভিযোগ, গিয়াসউদ্দিন ও তার  ছেলেসহ কয়েকজনকে নিয়ে বুধবার রাতে ইটের খোয়ার সঙ্গে জমির মাটিও কেটে নিয়ে যাচ্ছিলেন। এতে বাধা দিতে যান খোকন মিয়া। তখন গিয়াসউদ্দিন ও তার ছেলেরা খোকন মিয়ার ওপর হামলা করে। এতে গুরুতর আহত হন খোকন মিয়া। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, শুনেছি ঝগড়ার এক পর্যায়ে গিয়াসউদ্দিন ও তার ছেলে খোকন মিয়ার স্পর্শকাতর অঙ্গে আঘাত করেন। তার লাশ ময়নাতদন্তের জন্য গতকাল কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর