শিরোনাম
সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

তিন জেলায় বিএনপি-জামায়াতের ৪৬ জন গ্রেফতার

প্রতিদিন ডেস্ক

দিনাজপুর, নওগাঁ ও ঝালকাঠিতে বিভিন্ন মামলায় বিএনপি-জামায়াতের ৪৬ নেতা-কর্মীকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-

দিনাজপুর : দিনাজপুরে নাশকতা পরিকল্পনার অভিযোগে জামায়াতের ৩১ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে আছেন বীরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম, চিরিরবন্দর উপজেলা জামায়াত নেতা মকবুল মুন্সী প্রমুখ। গতকাল সকাল সাড়ে ৭টার দিকে দিনাজপুর শহরের রেলওয়ে স্টেশন এলাকা ও জিলা স্কুলের সামনে থেকে তাদের আটক করা হয়। এর আগে তারা শহরে ঝটিকা মিছিল বের করেছিলেন। পুলিশ জানায়, সকাল ৭টার  দিকে নাশকতার চেষ্টায় দিনাজপুর রেলস্টেশন, বাহাদুর বাজার ও জিলা স্কুল এলাকায় বিভিন্ন উপজেলা থেকে জামায়াত ও শিবিরের নেতা-কর্মীরা জড়ো হন। তারা ঝটিকা মিছিল বের করেন। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে তারা ছত্রভঙ্গ হয়ে পড়েন। পরে দিনাজপুর পৌরসভার সামনে প্রমোদা পরিবহন নামের বাসে ওঠার সময় পুলিশ ৩১ নেতা-কর্মীকে আটক করে। কোতোয়ালি থানার ওসি তানভিরুল ইসলাম জানান, জামায়াত-শিবিরের এসব নেতা-কর্মী জেলার বিভিন্ন স্থান থেকে শহরে এসে নাশকতা ও অরাজকতা সৃষ্টির লক্ষ্যে সমবেত হচ্ছিল। নওগাঁ : নওগাঁর আত্রাই উপজেলায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের ১০ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এ উপস্থিত হয়ে জামিনের জন্য তারা আবেদন করেছিলেন। তবে বিচারক এ বি এম গোলাম রসুল তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে যাওয়া নেতা-কর্মীরা হলেন- আত্রাই থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলমগীর হোসেন, উপজেলার ভোপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাজ্জাদ হোসেন, আত্রাই থানা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান আকন্দ, সদস্য মোহাম্মদ সাবু ও জাকির হোসেন, থানা কৃষক দলের আহ্বায়ক আসাদুজ্জামান (বুলেট) ও যুগ্ম আহ্বায়ক আজাদুর রহমান (রিপন), থানা ছাত্রদলের সদস্য সচিব সাব্বির হোসেন, উপজেলার পাঁচুপুর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক রফিকুল ইসলাম এবং আত্রাই থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওয়াহাব খামারু। ঝালকাঠি : ঝালকাঠিতে বিস্ফোরক আইনের পৃথক দুই মামলায় বিএনপি ও যুবদলের পাঁচ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল সকালে উচ্চ আদালতের দেওয়া জামিনের মেয়াদ শেষে তারা নিম্ন আদালতে হাজির হলে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবদুল মান্নান রসুল জানান, ২৮ নভেম্বর জেলার রাজাপুর উপজেলায় আওয়ামী লীগ নেতা-কর্মীদের ওপর বোমা হামলার অভিযোগে বিএনপির অঙ্গসংগঠনের নামধারী ২৬ নেতা-কর্মীসহ মোট ১০৬ জনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় রাজাপুর উপজেলা যুবদলের সভাপতি জাকারিয়া সুমন ও সাধারণ সম্পাদক আল মামুন অভিকে কারাগারে পাঠানো হয়েছে। অপরদিকে ৭ ডিসেম্বর রাতে ঝালকাঠি জেলা ছাত্রলীগের নেতা-কর্মীদের বহনকারী বাসে বোমা বিস্ফোরণের অভিযোগে অপর মামলায় ঝালকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু, জেলা যুবদল আহ্বায়ক শামীম তালুকদার ও যুবদল নেতা সাদ্দাম হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে। এ মামলায় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ১৪ নামধারী নেতা-কর্মীসহ মোট ৪৪ জনকে আসামি করা হয়। ঝালকাঠি জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলাম দুই মামলায় মোট পাঁচজনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

সর্বশেষ খবর