শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সবার আগে মানুষের মানসিকতার পরিবর্তন প্রয়োজন

---- শহীদুল হক

সবার আগে মানুষের মানসিকতার পরিবর্তন প্রয়োজন

সাবেক পররাষ্ট্র সচিব শহীদুল হকের মতে মানবপাচার বন্ধ করতে সবার আগে মানুষের মানসিকতার পরিবর্তন প্রয়োজন। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।

শহীদুল হক বলেন, বাংলাদেশে সবাই বিদেশে যেতে চায়। তাও সেটা যেকোনো উপায়েই হোক। তাহলে তো হবে না। সবার তো বিদেশে যাওয়ার কোনো প্রয়োজনও নেই। এই মানসিকতার পরিবর্তন না হলে মানবপাচার পরিস্থিতির পরিবর্তন খুব কঠিন। তিনি বলেন, মানবপাচার শুধু আইন দিয়ে সমাধান করা সম্ভব নয়। বা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমেও সম্ভব নয়। মানবপাচার বন্ধের জন্য অন্য সব বিষয়ের আগে যেকোনো ভাবে বিদেশ যাওয়ার মানসিকতার পরিবর্তন করা প্রয়োজন। এর পরিবর্তন হলেই মানবপাচার অনেকাংশেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। এর আগে, বৃহস্পতিবার জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক কার্যালয় ইউএনওডিসির এক গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশ থেকে মানবপাচার হওয়ার মোট আটটি ঝুঁকির মধ্যে সবচেয়ে বড় কারণ অর্থনৈতিক অনিশ্চয়তা। আয়ের জন্য কাজে যোগ দিতে মরিয়া মানুষ। বাংলাদেশে আয়ের সুযোগ কম থাকায় বিদেশে ভালো আয় ও কাজের নিশ্চয়তার প্রতিশ্রুতিতে মানুষ উত্তর আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্র্যাচ্যের দেশগুলোতে পাড়ি জমাচ্ছে। আর দেশগুলোতে বৈধভাবে পাঠানোর পর পাচারকারীরা তাঁদের প্রতিশ্রুতি রক্ষা করছেন না। সেখানে পৌঁছানোর পর পাচারকারী চক্রের মাধ্যমে অন্য দেশে পাচারের ঝুঁকি তৈরি হয়ে থাকে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর