স্ত্রী নির্যাতন ও যৌতুক দাবির মামলায় বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আল আমিন হোসেনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। গতকাল মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ চার্জশিট দাখিল করেন।
যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ার বিষয়টি চার্জশিটে উল্লেখ করা হয়েছে। মামলাসূত্রে জানা গেছে, ২০ লাখ টাকা যৌতুকের দাবিতে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগে গত বছর ২ সেপ্টেম্বর ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে তার স্ত্রী ইসরাত জাহান মিরপুর মডেল থানায় মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, ২০১২ সালের ২৬ ডিসেম্বর পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। এ দম্পতির দুই সন্তান রয়েছে। বিয়ের পর থেকে এ পর্যন্ত সংসারকালে পারিবারিক বিষয় নিয়ে আল আমিন স্ত্রী ইসরাতের কাছে ফ্ল্যাটের মূল্য পরিশোধ বাবদ ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন। এ ছাড়া ২৫ আগস্ট আল আমিন স্ত্রীর কাছে যৌতুকের দাবি করা টাকা নিয়ে বাগ্বিতণ্ডায় জড়ান। স্ত্রী টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে স্ত্রীকে চিকিৎসা করান। এদিকে একই বছর ৭ সেপ্টেম্বর আল আমিন হোসেনের স্ত্রী বাদী হয়ে পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০-এর অধীনে প্রতি মাসে ১ লাখ টাকা ভরণপোষণ দাবি করে আদালতে আরেকটি মামলা করেন।