বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

চিত্রাহরিণের বহরে আরও ১০ শাবক

রিয়াজুল ইসলাম, দিনাজপুর

চিত্রাহরিণের বহরে আরও ১০ শাবক

দিনাজপুরের মিনি চিড়িয়াখানার মায়াবী চিত্রাহরিণের বহরে গত তিন মাসে যুক্ত হয়েছে আরও ১০ শাবক। শাবকদের নিয়ে রোদের আলোয় বসে থাকে মা হরিণগুলো। এ দৃশ্য দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে। বাদাম বা খাওয়ার কিছু নিয়ে ডাকলে অনেক চিত্রাহরিণ বেষ্টনীর কাছে ছুটে আসে। কেউ শব্দ করলে তারা আবার ফিরে যায়। দিনাজপুর রামসাগর জাতীয় উদ্যানের তত্ত্বাবধায়ক ও বনবিট কর্মকর্তা কামরুল ইসলাম জানান, রামসাগর জাতীয় উদ্যানের মিনি চিড়িয়াখানায় সরকারিভাবে ছয়টি চিত্রাহরিণ আনা হয়। এর মধ্যে গত তিন মাসে ১০টি হরিণ শাবকের জন্ম হয়েছে। সব মিলিয়ে বর্তমানে হরিণের সংখ্যা ৮৩টি তে দাঁড়িয়েছে। আরও ৪/৫টি শাবক হতে পারে। দিন দিন এখানে হরিণের সংখ্যা বাড়ছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর