পিরোজপুরের নাজিরপুরে নিখোঁজের চার মাস পর লামিয়া আক্তার (১৮) নামে এক কলেজছাত্রীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে পুলিশ একটি চিরকুটের তথ্যের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের সাতকাছিমা গ্রামের একটি বাড়ির বালুর ভিতর থেকে ওই যুবতীর হাড়গোড় উদ্ধার করে। নিহতের খালা সাবিনা ইয়াসমিন জানান, গত বছরের ৬ নভেম্বর তার বোনের মেয়ে লামিয়া আক্তার নিখোঁজ হয়। সে উপজেলার সদর ইউনিয়নের চিথলিয়া গ্রামের দিনমজুর মো. নজরুল ইসলামের কন্যা। নিখোঁজ ওই যুবতীর একই এলাকার মিজান খানের ছেলে তারিকুল ইসলামের সঙ্গে আট মাস আগে প্রেম করে বিয়ে হয়। কিন্তু পরিবার ওই বিয়েতে রাজি না হওয়ায় ওই দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত। হঠাৎ করে পাঁচ মাস আগে ওই যুবতী নিখোঁজ হয়। তখন নাজিরপুর থানায় অভিযোগ দেওয়া হয়েছিল। এরপর গত রবিবার রাতে তাদের ঘরের টিনের ওপর হঠাৎ কয়েকটি ইট নিক্ষেপের আওয়াজ পান তারা। পরে তারা ঘর থেকে বের হয়ে টর্চলাইটের মাধ্যমে দেখেন তাদের জামাতা তারিকুল বাড়ির সামনের খালের অপর পাড়ে রাস্তার ওপর দাঁড়িয়ে আছে। আর ঘরের সামনের সিঁড়ির ওপর একটি চিঠি পাওয়া যায়। ওই চিঠিতে লেখা ‘তোমার মাইয়ার লাশ মোজাহার মোল্লার বাড়ির পশ্চিম পাশে বালুর মাঠে। ইতি-মুমিন। সব জানে মেজো খালা’। বিষয়টি ওই রাতেই পরিবারের পক্ষ থেকে থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল বালুর মাঠে আসে। সেখানে তারা রাতভর পাহারা দিয়ে দুপুরে বালু খনন করে একটি কঙ্কাল উদ্ধার করে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নিখোঁজের অভিযোগ করে গত ২৫ ডিসেম্বর একটি অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ তখন দুজনকে আটক করে। তবে তারা জামিনে রয়েছেন। গত রবিবার রাতে ওই পরিবারের পক্ষ থেকে আমাদের একটি চিরকুট পাওয়ার তথ্য জানান। আমরা ওই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চলিয়ে ওই বালুর মাঠ খুঁড়ে সেখানে কিছু কঙ্কাল পাওয়া গেছে। ওই কঙ্কালটি নিখোঁজ যুবতীর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে ডিএনএ টেস্ট করার পর তা নিশ্চিত হওয়া যাবে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
সারা দেশে বাড়ছে বীভৎস খুনোখুনি
নিখোঁজের চার মাস পর কঙ্কাল কলেজছাত্রীর
পিরোজপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর