সোমবার, ২০ মার্চ, ২০২৩ ০০:০০ টা

ভাইয়ের নিথর দেহ নিয়ে ফিরলেন ইশরাকুজ্জামান

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা থেকে ঢাকায় যাওয়ার জন্য দুই ভাই বাড়ি থেকে বেরিয়েছিলেন একসঙ্গে। ইমাদ পরিবহনের ২০৩ নম্বর বাসে গোপালগঞ্জ বাসস্ট্যান্ডে নেমে ছোট ভাই বিংসাম ট্রেনে করে রাজবাড়ীর উদ্দেশে চলে যান। কিছুক্ষণ পর জানতে পারেন ইমাদ পরিবহনের ওই বাসটি মাদারীপুরের শিবচরে দুর্ঘটনার শিকার হয়েছে। সেখানে দুর্ঘটনায় নিহতদের তালিকায় তার ভাইয়ের নামও রয়েছে। ভাইয়ের লাশ নিয়েই তিনি রাতে খুলনায় ফেরেন।

ইশরাকুজ্জামান বিংসাম রাজবাড়ীতে মার্কেন্টাইল ব্যাংকের ম্যানেজার হিসেবে কর্মরত। সপ্তাহের শেষদিনে তিনি খুলনার টুটপাড়া আমতলা বাড়িতে চলে আসেন। তার ভাই আশফাকুজ্জামান লিংকন পেশায় প্রথম শ্রেণির ঠিকাদার। ঢাকা ও খুলনায় তার কাজ চলছে। বিংসাম কর্মস্থল রাজবাড়ী এবং তার ভাই ঢাকার উদ্দেশে যাওয়ার জন্য গতকাল খুব ভোরে বাড়ি থেকে বের হন। দুর্ঘটনার খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমেছে। বিংসাম বলেন, শুরু থেকে বাসটির গতিবেগ বেশিই ছিল। প্রথমদিকে চালককে দ্রুত চালানোর জন্য নিষেধ করা হয়েছিল। কিন্তু চালক তা কর্ণপাত করেননি। ভোর ৬টার দিকে গাড়িটি গোপালগঞ্জে পৌঁছায়। সেখানে নামার পূর্বে তাকে উদ্দেশ করে ভাই বলেন, ‘আমার ভাই ভালো থাকিস’।  এরপর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি।

সর্বশেষ খবর