শনিবার, ২৫ মার্চ, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবে পাঁচজনের মৃত্যু

প্রতিদিন ডেস্ক

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার সময় আফ্রিকার অভিবাসন প্রত্যাশীদের বহনকারী চারটি নৌকা ডুবে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে এবং ৩৩ জন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার ও গতকাল তিউনিসিয়ার উপকূলে এ নৌকাডুবির ঘটনা ঘটে। সূত্র : রয়টার্স। কোস্ট গার্ড সূত্র জানায়, তিউনিসিয়ার সাফাক্স উপকূলে নৌকাগুলো ডুবে যায়। তারা এ পর্যন্ত ৮৪ জনকে উদ্ধার করেছে। এদিকে জাতিসংঘের নিবন্ধন অনুযায়ী, এভাবে সাগর পাড়ি দিতে গিয়ে ভূমধ্যসাগরের কেন্দ্রীয় অঞ্চলে ২০১৪ সাল থেকে এ পর্যন্ত ২০ হাজারেরও বেশি মৃত্যু ও নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। তুরস্কের ইজমির বন্দর থেকে রওনা হওয়া অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ২৬ ফেব্রুয়ারি ইতালির উপকূলীয় শহর ক্রোতোনের কাছে ভেঙে গিয়ে বহু মানুষের মৃত্যু হয়েছিল। এর আগে ১৪ ফেব্রুয়ারি লিবিয়ার কসর আল আখিয়ার উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী আরেকটি নৌকা ডুবে ১৮ জনের মৃত্যু, ৫৫ জন নিখোঁজ হয়েছিল। এ ঘটনার মাত্র সাতজন কোনোভাবে রক্ষা পায়।

সর্বশেষ খবর