রবিবার, ৯ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

বেতন ভাতার দাবিতে বিক্ষোভ অবরোধ

টঙ্গী প্রতিনিধি

বেতন ভাতার দাবিতে বিক্ষোভ অবরোধ

গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতন ভাতার দাবিতে বিক্ষোভ করেছে পোশাক কারখানার শ্রমিকরা। গতকাল সকাল পৌনে ১০টার দিকে জিভি জিন্স ফ্যাশন নামক কারখানার ওই শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কলেজগেট এলাকায় অবরোধ করে রাখে। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়।

কারখানা সূত্রে জানা যায়, পূর্ব নির্ধারিত দিন অনুযায়ী গতকাল কারখানার শ্রমিকদের গত ফেব্রুয়ারি, মার্চ মাসের বেতন ও ঈদুল ফিতরের বোনাস পরিশোধের কথা ছিল। পরে বেতন পরিশোধে বিষয়টি কারখানা কর্তৃপক্ষকে জানালে বেতন পরিশোধের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেননি। এতে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে কারখানা উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ শুরু করে। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কলেজগেট এলাকায় গিয়ে সড়ক অবরোধ করে। এতে ঢাকা থেকে গাজীপুরগামী সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশের দেওয়া আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় শ্রমিকরা। গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) মোহাম্মদ ওসমান গনি বলেন, বিক্ষুব্ধ শ্রমিকরা সড়কে অবস্থান নিয়েছিল। আমরা শ্রমিকদের বেতন পাইয়ে দিতে আশ্বাস দিলে তারা সড়ক ছেড়ে কারখানায় ফিরে যায়।

সর্বশেষ খবর