শিরোনাম
শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

কোথায় গেল সোনা ভর্তি কনটেইনার

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

উধাও হওয়ার পাঁচ দিন পরও কানাডার টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৫ মিলিয়ন ডলারের (দেড় শ কোটি টাকা) সোনাসহ মূল্যবান সামগ্রী ভর্তি কার্গো কনটেইনারের সন্ধান পায়নি কানাডা পুলিশ। ২১ এপ্রিল এটি উধাও হয়েছে বলে পুলিশে রিপোর্ট করা হয়। তবে এ সোনা ও অন্যান্য মূল্যবান সামগ্রীর কার্গো কনটেইনারটি কোথা থেকে এসেছিল, তা জানায়নি কানাডার পুলিশ। অভিযোগ পাওয়ার পরই এয়ারপোর্টে এক সংবাদ সম্মেলন করে পিল আঞ্চলিক পুলিশের ইন্সপেক্টর স্টিফেন ডুইভেস্টাইন জানান, স্বাভাবিক নিয়মেই একটি বিমান এয়ারপোর্টে অবতরণের পর তার মালামাল আনলোড করা হয়। তারপর মূল্যবান সামগ্রী ভর্তি সেই কার্গো কনটেইনারটি কী পরিস্থিতির শিকার হয়ে উধাও হয়ে গেছে, এ নিয়ে রহস্য তৈরি হয়েছে। মনে হচ্ছে বেআইনি প্রক্রিয়ায় কেউ তা সরিয়ে ফেলেছে। স্টিফেন ডুইভেস্টাইন আরও উল্লেখ করেন, কার্গোয় প্রকৃত অর্থে কত দামের সোনা বা অন্যান্য সামগ্রী ছিল তা স্পষ্ট করে জানা সম্ভব হচ্ছে না। তবে কানাডিয়ান মুদ্রায় তা ২০ মিলিয়নের (মার্কিন ডলারে ১৫ মিলিয়ন) বেশি হবে। এতে শুধু সোনা ছিল না, অন্যান্য মূল্যবান সামগ্রীও ছিল। বিমানটি কোথা থেকে টরন্টো পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসেছিল তাও প্রকাশ করতে অপারগতার কথা জানান পুলিশের এই ইন্সপেক্টর। বুধবার রাত পর্যন্ত কোনো হদিস পাওয়া যায়নি, কিংবা জড়িত কাউকে শনাক্তও করতে পারেনি কানাডার পুলিশ। এ নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন।

 

সর্বশেষ খবর