সোমবার, ১ মে, ২০২৩ ০০:০০ টা

ট্রলারডুবিতে বরসহ চার লাশ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনায় তেঁতুলিয়া নদীর মোহনায় ঝড়ের কবলে পড়ে বরযাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ বর ও তার মাসহ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১০টার মধ্যে তেঁতুলিয়া ও বদনাতলী নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ভাসমান অবস্থায় নিখোঁজদের  লাশ উদ্ধার করা হয়। তারা হলেন- বর রাব্বি হাওলাদার (২০) ও তার মা সেলিনা আক্তার (৪০), শিশু খাদিজা (৫) ও মানসুরা (৮)। গলাচিপা উপজেলার বদনাতলী লঞ্চঘাট-সংলগ্ন নদী থেকে মা-ছেলেকে ভাসমান অবস্থায় ও শিশু খাদিজা ও মানসুরাকে উদ্ধার করা হয় সকাল সাড়ে ১০টায় তেঁতুলিয়া নদীর পাতার চর পয়েন্ট এলাকা থেকে। এর আগে ট্রলারডুবির ঘটনার পরপরই বরের ফুফু লিপি বেগমের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় মোট পাঁচজনের লাশ উদ্ধারের পর উদ্ধার কার্যক্রম সমাপ্ত করা হয়েছে। উদ্ধারকারী দলের নেতা ও পটুয়াখালী নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রেজওয়ান জানান, দুজনের লাশ গলাচিপার বদনাতলী-সংলগ্ন নদী থেকে উদ্ধার করা হয়েছে। বাকি দুই শিশুর লাশ তেঁতুলিয়া নদীর পাতারচর পয়েন্ট থেকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সবার লাশ উদ্ধার হওয়ায় কার্যক্রম স্থগিত করা হয়েছে। দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা নাজ নীরা বলেন, নিখোঁজ মোট চারজনসহ পাঁচজনের লাশ উদ্ধারের পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকালে বিয়ের অনুষ্ঠান শেষে দশমিনা উপজেলার চর বোরহান থেকে আত্মীয়-স্বজনদের নিয়ে দশমিনার নিজ বাড়িতে ফিরছিলেন বর রাব্বি হাওলাদার। এ সময় রণগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর লঞ্চঘাট সংলগ্ন তেঁতুলিয়া নদীতে ঝড়ের কবলে পড়ে তাদের ট্রলার ডুবে যায়।

সর্বশেষ খবর