বুধবার, ১৭ মে, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

আসামির সঙ্গে সেলফি তুলে এসআই ক্লোজড

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর তিন কর্মী মারধর ও অস্ত্র প্রদর্শন মামলায় গ্রেফতার মহানগর ছাত্রলীগের বিলুপ্ত কমিটির আহ্বায়ক রইজ আহমেদ মান্নার সঙ্গে সেলফি তুলে তুমুল বিতর্কে জড়িয়েছেন বিএমপির কাউনিয়া থানার উপ-পরিদর্শক সাইদুল ইসলাম। এ ঘটনায় তাকে থানা থেকে মেট্রো পুলিশ লাইনে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। গতকাল সন্ধ্যায় কাউনিয়া থানার ওসি আবদুর রহমান মুকুল বিষয়টি নিশ্চিত করেছেন।

গত রবিবার রাতে নগরীর কাউনিয়া মহাশ্মশান এলাকায় বিসিসি নির্বাচনে নৌকার প্রার্থীর তিন কর্মীকে মারধরের অভিযোগ ওঠে মহানগর ছাত্রলীগের (বিলুপ্ত) আহ্বায়ক রইজ আহমেদ মান্নাসহ তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় আহতদের একজন মনা আহমেদ বাদী হয়ে ওই রাতেই কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় তাদের মারধর, অস্ত্র প্রদর্শন এবং হুমকি প্রদানের অভিযোগ করা হয়। ওই রাতেই এ মামলার প্রধান আসামিসহ ১০ জনকে পুলিশ এবং পরদিন সোমবার তিনজনকে গ্রেফতার করে র‌্যাব। রবিবার রাতে মান্নাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়িতে থাকা অবস্থায় তার সঙ্গে সেলফি তোলেন ওই থানার উপ-পরিদর্শক সাইদুল ইসলাম। ওই থানা হাজতে ছাত্রলীগ নেতাদের একটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। অস্ত্র প্রদর্শন মামলার আসামি ছাত্রলীগ নেতার সঙ্গে পুলিশ কর্মকর্তার সেলফির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে টনক নড়ে কর্তৃপক্ষের। এ ঘটনায় সোমবার সাইদুলকে কাউনিয়া থানা থেকে মেট্রো পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়। কাউনিয়া থানার ওসি আবদুর রহমান মুকুল এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হচ্ছে। থানা হাজতে ছাত্রলীগ নেতাদের ছবি ভাইরালের বিষয়টিও তদন্ত করা হচ্ছে। উল্লেখ্য, নৌকার কর্মী মারধর ইস্যুতে সোমবার রাতে মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

 

 

সর্বশেষ খবর