শুক্রবার, ১৯ মে, ২০২৩ ০০:০০ টা
সরগরম সিটি নির্বাচনের মাঠ

জাপার ইশতেহার হাতপাখার সমর্থনে পথসভা

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী (লাঙ্গল) সাবেক সচিব এম এম নিয়াজ উদ্দিন সেবক হিসেবে নগরবাসীর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি গাজীপুরকে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলতে চান। এ লক্ষ্যে সবার সহযোগিতা চেয়ে জাপা প্রার্থী নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। গাজীপুর শহরের সেন্ট্রাল পাবলিক কলেজ সভাকক্ষে গতকাল সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। মেয়র নির্বাচিত হলে গাজীপুরকে একটি সন্ত্রাস ও মাদকমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে ও নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে ওয়ার্ডভিত্তিক কমিউনিটি পুলিশের ব্যবস্থা করার অঙ্গীকার করেন এম এম নিয়াজ উদ্দিন। জাতীয় পার্টির প্রার্থী বলেন, মেধাভিত্তিক সমাজ, সৃজনশীল, আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলা হবে। বিশ্বমানের শিক্ষাপ্রতিষ্ঠান, (স্কুল, কলেজ ও মাদরাসা), পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রতি থানায় ১টি করে কারিগরি শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। তার ইশতেহারে আরও রয়েছে, গাজীপুরকে আধুনিক স্থাপত্যবিদ ও নগর পরিকল্পনাকারীদের পরামর্শে পরিকল্পিত ও আধুনিক নগর গড়ে তোলা। নাগরিকদের সহযোগিতায় পেশীশক্তি, টেন্ডারবাজিসহ সব অনৈতিক প্রভাব থেকে সিটিকে মুক্ত করা। প্রতিটি ওয়ার্ডে কমিউনিটি হেলথ সেন্টার স্থাপন। জয়দেবপুর রেলক্রসিংসহ বিভিন্ন স্থানে ফ্লাইওভার নির্মাণ। উন্নত মানের বাস টার্মিনাল ও বাস স্টপেজ নির্মাণসহ চক্রাকার সিটিবাস ও রাজধানী পর্যন্ত বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার মিয়া, কেন্দ্রীয় সদস্য হারুন অর রশিদ, অ্যাড. মনোয়ার হোসেন, শেখ মাসুদুল আলম টিটু, জাকির হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। পরে এম এম নিয়াজ উদ্দিন সিটির গাছা থানা এলাকা, টঙ্গীর এরশাদ নগর এলাকায় গণসংযোগ করেন। এদিকে রেলস্টেশন-সংলগ্ন জয়দেবপুর কেন্দ্রীয় মসজিদের সামনে হাতপাখা মার্কার সমর্থনে এক পথসভা হয়। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির, চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম প্রধান অতিথি ছিলেন। গাজীপুরকে দুর্নীতি দুঃশাসন মুক্ত, শ্রমিকবান্ধব ও পরিকল্পিত বসবাস উপযোগী আদর্শ নগরী গড়ে তুলতে ইসলামী আন্দোলন প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমানকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

মেয়র প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমানসহ দলের কেন্দ্রীয় নেতারা এ সময় বক্তব্য রাখেন। চরমোনাই পীর বলেন, দুর্নীতি দুঃশাসনমুক্ত পরিকল্পিত নগরী গড়তে দ্বীনদার আল্লাহভীরু মানুষকে নির্বাচিত করা সব শান্তিকামী নাগরিকের কর্তব্য। ২৫ মের নির্বাচনে কারচুপির আশ্রয় নেওয়া হলে গাজীপুর থেকে ভোট চুরির হোতাদের বিরুদ্ধে একযোগে আন্দোলন গড়ে তোলা হবে। স্বতন্ত্র প্রার্থী সরকার শাহনূর ইসলাম রনি চেরাগ আলী ট্রাক টার্মিনাল ও স্কুইব রোডে গণসংযোগ করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা ২৫ তারিখ পর্যন্ত নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখতে চাই।’

সর্বশেষ খবর