রবিবার, ২১ মে, ২০২৩ ০০:০০ টা
রাতদিন প্রচারণায় প্রার্থীরা

প্রতিশ্রুতির ফুলঝুরি তিন মেয়র প্রার্থীর

বরিশাল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রতিশ্রুতির ফুলঝুরি তিন মেয়র প্রার্থীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়ন এবং নতুন বরিশাল গড়তে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নৌকায় ভোট চাইছেন আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাত। এদিকে ‘হুন্ডা আর গুন্ড বাহিনীর তান্ডব আর দুঃশাসন’ থেকে মুক্তি পেতে লাঙ্গলে ভোট চাইছেন জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস। বিগত দিনের অপকর্ম, দুঃশাসন, নিপীড়ন, অত্যাচার, অবিচার ও শোষণ থেকে মুক্তি পেতে হাতপাখায় ভোট চাইছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী। গতকাল বেলা ১১টায় নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের গাবতলায় নির্বাচনী কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাত দলীয় নেতা-কর্মীদের হিংসা-বিদ্বেষ পরিহার করে একই ছাতার নিচে নৌকার জয়ের জন্য কাজ করার নির্দেশনা দেন। তিনি বলেন, বরিশালের উন্নয়ন থমকে আছে। নির্বাচিত হতে পারলে উন্নয়ন ত্বরান্বিত করে প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী নতুন বরিশাল গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন খোকন সেরনিয়াবাত। পরে তিনি নগরীর সাগরদী বাজার এলাকায় সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং গণসংযোগ করেন বলে জানান প্রার্থীর ব্যক্তিগত একান্ত সহকারী মো. রুবেল হাওলাদার। জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস গতকাল সকালে নগরীর অক্সফোর্ড মিশন রোডের প্রধান নির্বাচনী কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় বলেন, দখলবাজির নগ্ন উৎসব চলছে। আগে ভাতিজার (বর্তমান মেয়র) আমলের মাছ বাজার, লঞ্চ ঘাট, স্পিডবোট ঘাট ও বাসস্ট্যান্ড চাচা নমিনেশন পাওয়ার পর তার বাহিনী দখল করে নিয়েছে। তারা নির্বাচন করতে আসেনি, দখল করতে এসেছে। বিগত ৫ বছর তারা দিনের অফিস রাতে বাসায় করেছেন। আগামীতে কোথায় অফিস করবেন তা সময় বলে দেবে। এদিকে গতকাল বিকালে নগরীর চাঁদমারী এলাকায় ইসলামী ছাত্র আন্দোলনের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মুফতি ফয়জুল করিম বরিশালে মানুষের সার্বিক নিরাপত্তা ও উন্নয়নে ইসলামী আন্দোলনের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে ছাত্র আন্দোলন নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। এদিকে স্বতন্ত্র প্রার্থী হয়েও বিএনপির দলীয় সম্ভাব্য খড়গের দুশ্চিন্তায় আছেন সাবেক মেয়র আহসান হাবিব কামালের ছেলে কামরুল আহসান রূপন। এ কারণে গত তিন দিন ধরে রূপন ঢাকায় অবস্থান করে বিএনপির নীতিনির্ধারকদের কাছ থেকে সহানুভূতি পাওয়ার চেষ্টা করছেন বলে জানান তার ঘনিষ্ঠজনরা। যদিও নির্বাচনের মাঠে শেষ পর্যন্ত থাকবেন বলে জানিয়েছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী রূপন।

তাপসের লিখিত অভিযোগ গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা : বরিশাল সিটি নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস অভিযোগ করেছেন, একজন বিশেষ প্রার্থীর পক্ষে সদর আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক ফারুক বেপরোয়া প্রচার প্রচারণা চালাচ্ছেন। তাপসের প্রধান নির্বাচন সমন্বয়কারী ও মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল গতকাল লিখিত এই অভিযোগ জমা দিতে গিয়েছিলেন রিটার্নিং কর্মকর্তার কাছে। তবে রিটার্নিং কর্মকর্তা এই অভিযোগ রাখেননি বলে অভিযোগ করেন জাপা প্রার্থী তাপস। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, এক ব্যক্তি সাধারণ কাগজে লেখা অভিযোগ নিয়ে এসেছিলেন। অভিযোগ করলে প্রার্থীর স্বাক্ষরে করতে হবে। কিছু প্রমাণও দিতে হবে। তাদের এসব বুঝিয়ে বলা হয়েছে। তারা নির্বাচনী এজেন্ট নিয়োগের ফরম নিয়ে চলে গেছেন।

 

 

সর্বশেষ খবর