খুলনা সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী শফিকুল ইসলাম মধু বলেছেন, নির্বাচিত হলে আমার কাছে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত সবাই নিরাপদে থাকবেন। আমার দরজা সব সময় সবার জন্য খোলা থাকবে। তিনি বলেন, প্রতিটি দলের একজন করে প্রতিনিধি, পেশাজীবী নেতৃবৃন্দ, সাংবাদিক সবাইকে নিয়ে উন্নয়ন কমিটি গঠন করব। আমার একার সিদ্ধান্তে নয়, সবার সঙ্গে আলোচনা করেই পরিকল্পিত উন্নত শহর গড়ে তুলব। জববাদিহিতা গড়ে তুলব। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে সাক্ষাৎকারে শফিকুল ইসলাম মধু এসব কথা বলেন। ভোটারদের প্রতি আহবান জানিয়ে মধু বলেন, আমাকে নির্বাচিত করুন, সুন্দর পরিকল্পিত নগরী বুঝে নেবেন; যেখানে দুর্নীতি থাকবে না, দুঃশাসন থাকবে না। তিনি আরও বলেন, এবার একটা পরিবর্তন আসতে পারে। দুই দফায় আওয়ামী লীগের প্রার্থী তালুকদার খালেক ১০ বছর সিটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। কিন্তু জনগণকে তেমন উন্নয়ন দেখাতে পারেননি, নাগরিক সেবা নিশ্চিত হয়নি। জলাবদ্ধতার সমস্যা রয়ে গেছে, পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। ২২টি খাল দখলমুক্ত হয়নি। ময়ূর নদ সংস্কার হয়নি। খালি প্রতিশ্রতি দিচ্ছেন কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। তিনি বলেন, অপরিকল্পিতভাবে রাস্তা-ড্রেন উঁচু করা হয়েছে। ৪, ৫ নম্বর ওয়ার্ডে রাস্তার তুলনায় বাড়িঘর, ঈদগাহ মাঠ দুই ফুট নিচে চলে গেছে। ঈদগাহ মাঠে পানি জমলে, বৃষ্টির দিনে কেউ মারা গেলে পানির মধ্যে দাঁড়িয়ে জানাজা পড়তে হবে। এ শহরের রাস্তাঘাট, ড্রেনের বেহালদশা, খেলাধুলার মাঠ নেই। পাবলিক হল নেই, সুইমিংপুল নেই। একটা করুণ দশা। আমি নির্বাচিত হলে রাজশাহী শহরের তুলনায় খুলনাকে আরও আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলব। জেলা জাপা সভাপতি শফিকুল ইসলাম মধু বলেন, জাতীয় পার্টির আমলে খুলনায় বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ২৫০ বেড হাসপাতাল, খুলনা সিটি করপোরেশন, জাদুঘর হয়েছে। এখন আধুনিক যুগ, ডিজিটাল যুগ। ডিজিটালের মতো শহর সাজাতে হবে। একটা স্বচ্ছ পরিকল্পনা থাকতে হবে। আমি নির্বাচিত হলে এ শহরে নাগরিক দুর্ভোগ থাকবে না। এখন বৃষ্টি হলেই খুলনা শহর তলিয়ে যাচ্ছে। এ দুর্ভোগ থেকে নগরবাসীকে বাঁচাতে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।
শিরোনাম
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে বিএনপি নেতাকে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, ১০ বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ