খুলনা সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী শফিকুল ইসলাম মধু বলেছেন, নির্বাচিত হলে আমার কাছে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত সবাই নিরাপদে থাকবেন। আমার দরজা সব সময় সবার জন্য খোলা থাকবে। তিনি বলেন, প্রতিটি দলের একজন করে প্রতিনিধি, পেশাজীবী নেতৃবৃন্দ, সাংবাদিক সবাইকে নিয়ে উন্নয়ন কমিটি গঠন করব। আমার একার সিদ্ধান্তে নয়, সবার সঙ্গে আলোচনা করেই পরিকল্পিত উন্নত শহর গড়ে তুলব। জববাদিহিতা গড়ে তুলব। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে সাক্ষাৎকারে শফিকুল ইসলাম মধু এসব কথা বলেন। ভোটারদের প্রতি আহবান জানিয়ে মধু বলেন, আমাকে নির্বাচিত করুন, সুন্দর পরিকল্পিত নগরী বুঝে নেবেন; যেখানে দুর্নীতি থাকবে না, দুঃশাসন থাকবে না। তিনি আরও বলেন, এবার একটা পরিবর্তন আসতে পারে। দুই দফায় আওয়ামী লীগের প্রার্থী তালুকদার খালেক ১০ বছর সিটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। কিন্তু জনগণকে তেমন উন্নয়ন দেখাতে পারেননি, নাগরিক সেবা নিশ্চিত হয়নি। জলাবদ্ধতার সমস্যা রয়ে গেছে, পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। ২২টি খাল দখলমুক্ত হয়নি। ময়ূর নদ সংস্কার হয়নি। খালি প্রতিশ্রতি দিচ্ছেন কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। তিনি বলেন, অপরিকল্পিতভাবে রাস্তা-ড্রেন উঁচু করা হয়েছে। ৪, ৫ নম্বর ওয়ার্ডে রাস্তার তুলনায় বাড়িঘর, ঈদগাহ মাঠ দুই ফুট নিচে চলে গেছে। ঈদগাহ মাঠে পানি জমলে, বৃষ্টির দিনে কেউ মারা গেলে পানির মধ্যে দাঁড়িয়ে জানাজা পড়তে হবে। এ শহরের রাস্তাঘাট, ড্রেনের বেহালদশা, খেলাধুলার মাঠ নেই। পাবলিক হল নেই, সুইমিংপুল নেই। একটা করুণ দশা। আমি নির্বাচিত হলে রাজশাহী শহরের তুলনায় খুলনাকে আরও আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলব। জেলা জাপা সভাপতি শফিকুল ইসলাম মধু বলেন, জাতীয় পার্টির আমলে খুলনায় বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ২৫০ বেড হাসপাতাল, খুলনা সিটি করপোরেশন, জাদুঘর হয়েছে। এখন আধুনিক যুগ, ডিজিটাল যুগ। ডিজিটালের মতো শহর সাজাতে হবে। একটা স্বচ্ছ পরিকল্পনা থাকতে হবে। আমি নির্বাচিত হলে এ শহরে নাগরিক দুর্ভোগ থাকবে না। এখন বৃষ্টি হলেই খুলনা শহর তলিয়ে যাচ্ছে। এ দুর্ভোগ থেকে নগরবাসীকে বাঁচাতে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।
শিরোনাম
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
- রেমিট্যান্স প্রবাহে ২৮.৫ শতাংশ প্রবৃদ্ধি
- বিশ্ব বাণিজ্যে রূপান্তর ঘটাবে কৃত্রিম বুদ্ধিমত্তা : বিশ্ব বাণিজ্য সংস্থা
- আবারও রিজার্ভ ৩১ বিলিয়ন ডলার ছাড়াল
- দুর্গাপূজা ঘিরে স্বৈরাচারের অপচেষ্টার বিরুদ্ধে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে : তারেক রহমান
- র্যাংকিংয়েও আফগানদের টপকে গেল টাইগাররা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু
- ‘পিআর ইস্যুতে আলোচনার টেবিল রেখে রাজপথে যাওয়া স্ববিরোধিতা’
- শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না
- ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
- ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ এ উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন
- ‘পিআর পদ্ধতির দাবি জনগণের প্রত্যাশার প্রতি মুনাফেকি’
- ফেব্রুয়ারিতেই স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- দুর্গাপূজায় কোনো ধরনের হুমকি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা