খুলনা সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী শফিকুল ইসলাম মধু বলেছেন, নির্বাচিত হলে আমার কাছে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত সবাই নিরাপদে থাকবেন। আমার দরজা সব সময় সবার জন্য খোলা থাকবে। তিনি বলেন, প্রতিটি দলের একজন করে প্রতিনিধি, পেশাজীবী নেতৃবৃন্দ, সাংবাদিক সবাইকে নিয়ে উন্নয়ন কমিটি গঠন করব। আমার একার সিদ্ধান্তে নয়, সবার সঙ্গে আলোচনা করেই পরিকল্পিত উন্নত শহর গড়ে তুলব। জববাদিহিতা গড়ে তুলব। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে সাক্ষাৎকারে শফিকুল ইসলাম মধু এসব কথা বলেন। ভোটারদের প্রতি আহবান জানিয়ে মধু বলেন, আমাকে নির্বাচিত করুন, সুন্দর পরিকল্পিত নগরী বুঝে নেবেন; যেখানে দুর্নীতি থাকবে না, দুঃশাসন থাকবে না। তিনি আরও বলেন, এবার একটা পরিবর্তন আসতে পারে। দুই দফায় আওয়ামী লীগের প্রার্থী তালুকদার খালেক ১০ বছর সিটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। কিন্তু জনগণকে তেমন উন্নয়ন দেখাতে পারেননি, নাগরিক সেবা নিশ্চিত হয়নি। জলাবদ্ধতার সমস্যা রয়ে গেছে, পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। ২২টি খাল দখলমুক্ত হয়নি। ময়ূর নদ সংস্কার হয়নি। খালি প্রতিশ্রতি দিচ্ছেন কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। তিনি বলেন, অপরিকল্পিতভাবে রাস্তা-ড্রেন উঁচু করা হয়েছে। ৪, ৫ নম্বর ওয়ার্ডে রাস্তার তুলনায় বাড়িঘর, ঈদগাহ মাঠ দুই ফুট নিচে চলে গেছে। ঈদগাহ মাঠে পানি জমলে, বৃষ্টির দিনে কেউ মারা গেলে পানির মধ্যে দাঁড়িয়ে জানাজা পড়তে হবে। এ শহরের রাস্তাঘাট, ড্রেনের বেহালদশা, খেলাধুলার মাঠ নেই। পাবলিক হল নেই, সুইমিংপুল নেই। একটা করুণ দশা। আমি নির্বাচিত হলে রাজশাহী শহরের তুলনায় খুলনাকে আরও আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলব। জেলা জাপা সভাপতি শফিকুল ইসলাম মধু বলেন, জাতীয় পার্টির আমলে খুলনায় বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ২৫০ বেড হাসপাতাল, খুলনা সিটি করপোরেশন, জাদুঘর হয়েছে। এখন আধুনিক যুগ, ডিজিটাল যুগ। ডিজিটালের মতো শহর সাজাতে হবে। একটা স্বচ্ছ পরিকল্পনা থাকতে হবে। আমি নির্বাচিত হলে এ শহরে নাগরিক দুর্ভোগ থাকবে না। এখন বৃষ্টি হলেই খুলনা শহর তলিয়ে যাচ্ছে। এ দুর্ভোগ থেকে নগরবাসীকে বাঁচাতে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।
শিরোনাম
- ছিটকে গেলেন মহারাজ, প্রোটিয়াদের নেতৃত্বে মুল্ডার
- কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা
- নতুন গানে কন্ঠ দিলেন সাবিনা ইয়াসমিন
- ওয়াটারলু উৎসবে বাংলাদেশের ‘আনটাং’
- অবশেষে পটিয়া থানার ওসিকে প্রত্যাহার
- নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
- বয়সের বাধা পেরিয়ে ধর্মীয় জ্ঞান আহরণ
- সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার
- ক্যান্সার থেকে সেরে ওঠা ‘রোলার কোস্টার যাত্রা’: প্রিন্সেস কেট
- শ্রীলঙ্কার কাছে হারল বাংলাদেশ
- মার্কিন সিনেটে ‘বিগ বিউটিফুল বিল’ পাস
- ‘হলি আর্টিজান নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপিত হয়েছে’
- জাতীয় ঐকমত্য গঠনে সর্বোচ্চ সহযোগিতা করছে বিএনপি : সালাহউদ্দিন
- আগামী ৫ দিনে দেশজুড়ে বৃষ্টির আভাস
- জাপানে দুই সপ্তাহে ৯১১ ভূমিকম্প
- জনতার ভয়ে ডোবায় কেশবপুর আওয়ামী লীগের সভাপতি
- বিশেষ অভিযানে আরও ১৩০৫ জন গ্রেফতার
- ইতিহাস গড়ে প্রথমবার এশিয়ান কাপে বাংলাদেশ
- সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু
আমার দরজা সবার জন্য খোলা থাকবে
শফিকুল ইসলাম মধু
Not defined
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর