খুলনা সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী শফিকুল ইসলাম মধু বলেছেন, নির্বাচিত হলে আমার কাছে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত সবাই নিরাপদে থাকবেন। আমার দরজা সব সময় সবার জন্য খোলা থাকবে। তিনি বলেন, প্রতিটি দলের একজন করে প্রতিনিধি, পেশাজীবী নেতৃবৃন্দ, সাংবাদিক সবাইকে নিয়ে উন্নয়ন কমিটি গঠন করব। আমার একার সিদ্ধান্তে নয়, সবার সঙ্গে আলোচনা করেই পরিকল্পিত উন্নত শহর গড়ে তুলব। জববাদিহিতা গড়ে তুলব। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে সাক্ষাৎকারে শফিকুল ইসলাম মধু এসব কথা বলেন। ভোটারদের প্রতি আহবান জানিয়ে মধু বলেন, আমাকে নির্বাচিত করুন, সুন্দর পরিকল্পিত নগরী বুঝে নেবেন; যেখানে দুর্নীতি থাকবে না, দুঃশাসন থাকবে না। তিনি আরও বলেন, এবার একটা পরিবর্তন আসতে পারে। দুই দফায় আওয়ামী লীগের প্রার্থী তালুকদার খালেক ১০ বছর সিটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। কিন্তু জনগণকে তেমন উন্নয়ন দেখাতে পারেননি, নাগরিক সেবা নিশ্চিত হয়নি। জলাবদ্ধতার সমস্যা রয়ে গেছে, পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। ২২টি খাল দখলমুক্ত হয়নি। ময়ূর নদ সংস্কার হয়নি। খালি প্রতিশ্রতি দিচ্ছেন কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। তিনি বলেন, অপরিকল্পিতভাবে রাস্তা-ড্রেন উঁচু করা হয়েছে। ৪, ৫ নম্বর ওয়ার্ডে রাস্তার তুলনায় বাড়িঘর, ঈদগাহ মাঠ দুই ফুট নিচে চলে গেছে। ঈদগাহ মাঠে পানি জমলে, বৃষ্টির দিনে কেউ মারা গেলে পানির মধ্যে দাঁড়িয়ে জানাজা পড়তে হবে। এ শহরের রাস্তাঘাট, ড্রেনের বেহালদশা, খেলাধুলার মাঠ নেই। পাবলিক হল নেই, সুইমিংপুল নেই। একটা করুণ দশা। আমি নির্বাচিত হলে রাজশাহী শহরের তুলনায় খুলনাকে আরও আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলব। জেলা জাপা সভাপতি শফিকুল ইসলাম মধু বলেন, জাতীয় পার্টির আমলে খুলনায় বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ২৫০ বেড হাসপাতাল, খুলনা সিটি করপোরেশন, জাদুঘর হয়েছে। এখন আধুনিক যুগ, ডিজিটাল যুগ। ডিজিটালের মতো শহর সাজাতে হবে। একটা স্বচ্ছ পরিকল্পনা থাকতে হবে। আমি নির্বাচিত হলে এ শহরে নাগরিক দুর্ভোগ থাকবে না। এখন বৃষ্টি হলেই খুলনা শহর তলিয়ে যাচ্ছে। এ দুর্ভোগ থেকে নগরবাসীকে বাঁচাতে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
আমার দরজা সবার জন্য খোলা থাকবে
শফিকুল ইসলাম মধু
Not defined
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর