খুলনা সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী শফিকুল ইসলাম মধু বলেছেন, নির্বাচিত হলে আমার কাছে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত সবাই নিরাপদে থাকবেন। আমার দরজা সব সময় সবার জন্য খোলা থাকবে। তিনি বলেন, প্রতিটি দলের একজন করে প্রতিনিধি, পেশাজীবী নেতৃবৃন্দ, সাংবাদিক সবাইকে নিয়ে উন্নয়ন কমিটি গঠন করব। আমার একার সিদ্ধান্তে নয়, সবার সঙ্গে আলোচনা করেই পরিকল্পিত উন্নত শহর গড়ে তুলব। জববাদিহিতা গড়ে তুলব। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে সাক্ষাৎকারে শফিকুল ইসলাম মধু এসব কথা বলেন। ভোটারদের প্রতি আহবান জানিয়ে মধু বলেন, আমাকে নির্বাচিত করুন, সুন্দর পরিকল্পিত নগরী বুঝে নেবেন; যেখানে দুর্নীতি থাকবে না, দুঃশাসন থাকবে না। তিনি আরও বলেন, এবার একটা পরিবর্তন আসতে পারে। দুই দফায় আওয়ামী লীগের প্রার্থী তালুকদার খালেক ১০ বছর সিটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। কিন্তু জনগণকে তেমন উন্নয়ন দেখাতে পারেননি, নাগরিক সেবা নিশ্চিত হয়নি। জলাবদ্ধতার সমস্যা রয়ে গেছে, পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। ২২টি খাল দখলমুক্ত হয়নি। ময়ূর নদ সংস্কার হয়নি। খালি প্রতিশ্রতি দিচ্ছেন কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। তিনি বলেন, অপরিকল্পিতভাবে রাস্তা-ড্রেন উঁচু করা হয়েছে। ৪, ৫ নম্বর ওয়ার্ডে রাস্তার তুলনায় বাড়িঘর, ঈদগাহ মাঠ দুই ফুট নিচে চলে গেছে। ঈদগাহ মাঠে পানি জমলে, বৃষ্টির দিনে কেউ মারা গেলে পানির মধ্যে দাঁড়িয়ে জানাজা পড়তে হবে। এ শহরের রাস্তাঘাট, ড্রেনের বেহালদশা, খেলাধুলার মাঠ নেই। পাবলিক হল নেই, সুইমিংপুল নেই। একটা করুণ দশা। আমি নির্বাচিত হলে রাজশাহী শহরের তুলনায় খুলনাকে আরও আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলব। জেলা জাপা সভাপতি শফিকুল ইসলাম মধু বলেন, জাতীয় পার্টির আমলে খুলনায় বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ২৫০ বেড হাসপাতাল, খুলনা সিটি করপোরেশন, জাদুঘর হয়েছে। এখন আধুনিক যুগ, ডিজিটাল যুগ। ডিজিটালের মতো শহর সাজাতে হবে। একটা স্বচ্ছ পরিকল্পনা থাকতে হবে। আমি নির্বাচিত হলে এ শহরে নাগরিক দুর্ভোগ থাকবে না। এখন বৃষ্টি হলেই খুলনা শহর তলিয়ে যাচ্ছে। এ দুর্ভোগ থেকে নগরবাসীকে বাঁচাতে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।
শিরোনাম
- পুতিন আনলেন নতুন পারমাণবিক টর্পেডো ‘পসাইডন’, আতঙ্কে ইউরোপ
- ল্যুভরের পর এবার ফ্রান্সে সোনার কারখানায় দুঃসাহসিক চুরি
- শান্তই থাকছেন টেস্ট অধিনায়ক
- সিদ্ধিরগঞ্জে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
- রাজধানীতে ৬ ঘণ্টায় ৩২ মিলিমিটার বৃষ্টি
- মিডিয়া ও তৃণমূলের সঙ্গে সম্পর্ক বাড়াতে বিএনপির ৭ টিম গঠন
- অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে গ্রেফতার ৪৫ বাংলাদেশি
- ‘ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে নির্বাচনী প্রচারণায় ঝাঁপিয়ে পড়তে হবে’
- এমআরআই করতে হবে সোহান-শরিফুলের
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৭০৯ মামলা
- ৭২-এর সংবিধান বাতিল করতে হবে : মামুনুল হক
- গাজীপুরে নদীপথে ব্যারিস্টার ইশরাক সিদ্দিকীর শোভাযাত্রা ও গণসংযোগ
- একটি দল সুকৌশলে নির্বাচন পেছানোর পাঁয়তারা করছে : দুলু
- স্তন ক্যান্সার প্রতিরোধে পুরুষের দৃষ্টিভঙ্গি গুরুত্বপূর্ণ: চসিক মেয়র
- বগুড়ায় খোকন হত্যায় ২৫ জনের বিরুদ্ধে মামলা
- জুলাই সনদ জনগণের নয়, উপদেষ্টাদের ভবিষ্যৎ সুবিধার জন্য: হাফিজ
- ১৫ নভেম্বরের মধ্যে দাবি না মানলে প্রাথমিক শিক্ষকদের আন্দোলন ঘোষণা
- নির্বাচনের আগে ইসলামকে রাজনৈতিক ফায়দা লাভে ব্যবহারের চেষ্টা : সালাহউদ্দিন
- রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ১৩
- গাইবান্ধায় বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ