রবিবার, ২৮ মে, ২০২৩ ০০:০০ টা

ভোটারের দ্বারে দ্বারে প্রার্থীরা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ভোটারের দ্বারে দ্বারে প্রার্থীরা

বরিশাল সিটি নির্বাচন জমে উঠেছে। পোস্টারে ছেয়ে গেছে নগরী। মেয়র প্রার্থীরা প্রতিশ্রুতির ফুলঝুরি ছড়াচ্ছেন। হন্যে হয়ে ভোটারের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। করছেন উঠান বৈঠক-সভা-সমাবেশ। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের আশা ব্যক্ত করছেন তারা। মেয়র প্রার্থীদের পক্ষে নেমেছেন বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।

নৌকার মেয়র প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাত গতকাল দিনের প্রথমভাগে দলীয় বিভিন্ন সভায় যোগদান করেন। নৌকা বিজয়ী করতে সর্বশক্তি নিয়োগের নির্দেশনা দেন তিনি। দুপুরে নগরীর সদর রোডে নৌকার পক্ষে মিছিল করেন ছাত্রলীগ নেতা-কর্মীরা। জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস বেলা সাড়ে ১১টায় নগরীর ২১ নম্বর ওয়ার্ডের অক্সফোর্ড মিশন রোডে গণসংযোগ করেন। এ সময় তাপস গণমাধ্যমকে বলেন, সিটি ভোটের দিকে সারা বিশ্ব তাকিয়ে আছে। তিনি সুষ্ঠু ভোট নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানান। ইসলামী আন্দোলন প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম নগরীর বাংলাবাজার এলাকায় বেলা ১১টায় গণসংযোগ করেন। তিনি বলেন, আমি কোনো দলমত চিনি না। আমি সব ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছি। নির্বাচিত হলে আধুনিক বরিশাল নগরী বিনির্মাণের অঙ্গীকার করেন তিনি।

বিএনপি ঘরানার স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল আহসান রূপণ গতকাল নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের গড়িয়ারপাড়, কলাডেমা এবং কাশীপুর চৌমাথা এলাকায় গণসংযোগ করেন। তবে অন্য তিন মেয়র প্রার্থীর নির্বাচনী তৎপরতা দৃশ্যমান নয়। ১২ জুন বরিশাল সিটিতে ১২৬টি কেন্দ্রের ৮৯৪টি বুথে ভোট হবে ইভিএমে।

সর্বশেষ খবর