রবিবার, ২৮ মে, ২০২৩ ০০:০০ টা

তিন প্রার্থীর দিনভর প্রচারণা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

তিন প্রার্থীর দিনভর প্রচারণা

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষে প্রচারণায় নেমেছেন তার স্ত্রী হলি চৌধুরী। ভোটারদের কাছে গিয়ে তিনি স্বামীর পক্ষে ভোট প্রার্থনা করছেন। এ ছাড়া ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করে দিনভর ব্যস্ত সময় পার করেছেন জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল। আর কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে আয়োজিত সমাবেশে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা মাহমুদুল হাসান। গতকাল সকালে সিলেট নগরীর রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন আনোয়ারুজ্জামান চৌধুরীর সহধর্মিণী হলি চৌধুরী। এ সময় একটি স্মার্ট ও বাসযোগ্য নগরী বিনির্মাণে সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর জন্য দোয়া ও সমর্থন কামনা করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন রাগীব রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আবেদ হোসেন, অধ্যাপক ডা. এ কে এম দাউদ, অধ্যাপক ডা. মো তারেক আজাদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রণজিত সরকার, হাসপাতালের উপপরিচালক ডা. আরমান আহমদ শিপলু। এদিকে দুপুরে নগরীর কালিঘাটে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল। এ সময় তিনি বলেন, ‘আমি নির্বাচিত হলে নগর ভবন হবে ব্যবসায়ীবান্ধব। ব্যবসায়ীদের কল্যাণে বাধা সৃষ্টি হয় এমন কোনো কার্যক্রম নগর ভবন থেকে পরিচালিত হবে না। বরং ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সব সময় সচেষ্ট থাকব।’ অপরদিকে দুপুরে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে নগরীর রেজিস্ট্রি মাঠে ওলামা পরিষদ আয়োজিত সমাবেশে অংশ নেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান। এ সময় তিনি বলেন, ‘দেশের সব ওলামা একমত যে, কাদিয়ানীরা কাফের। কিন্তু সরকার তাদের আনুষ্ঠানিকভাবে কাফের ঘোষণায় গড়িমসি করছে। অনতিবিলম্বে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে হবে।’ এ ছাড়া তিনি সকালে পুলিশ লাইনসের সামনে থেকে চৌহাট্টা পর্যন্ত মাইক্রোবাস স্ট্যান্ডের শ্রমিকদের সঙ্গে গণসংযোগ এবং বিকালে ৮ নম্বর ওয়ার্ডে মহিলা তালিমে যোগদান করেন। পরে বিকাল থেকে রাত পর্যন্ত ৮ নম্বর ওয়ার্ডের গোয়াবাড়ী, কালিবাড়ী, করেরপাড়া ও কুমারগাঁও বাসস্ট্যান্ড এলাকায় গণসংযোগ করেন তিনি।

সর্বশেষ খবর