শিরোনাম
রবিবার, ২৮ মে, ২০২৩ ০০:০০ টা

দুই বাসের রেষারেষিতে প্রাণ গেল কিশোরীর

প্রতিদিন ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কয়েকজন হতাহত হয়েছেন। এর মধ্যে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে দুই বাসের অবৈধ প্রতিযোগিতায় শিলা আক্তার নামে এক কিশোরী নিহত ও দুজন গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া হবিগঞ্জে পাথরবোঝাই ট্রাক-পিকআপ সংঘর্ষে তিন নারী, বগুড়ায় এসএসসি পরীক্ষার্থী, সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে একজন, সিলেটে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক, নরসিংদীতে অটোরিকশা-সাইকেল সংঘর্ষে নির্মাণশ্রমিক ও ময়মনসিংহের হালুয়াঘাটে ইজিবাইক চাপায় এক শিশু নিহত হয়েছেন। জাবি প্রতিনিধি জানায়, গতকাল দুপুর ২টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন ডেইরি গেটের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনায় মাথায় গুরুতর জখম হয়ে শিলা আক্তার নামে এক কিশোরী নিহত ও শিলার মামা হযরত আলী (৩৬) এবং তার মেয়ে সুমাইয়া আক্তার (৯) গুরুতর আহত হয়েছেন। শিলা গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার শিকরামপুর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে। প্রত্যক্ষদর্শী আনোয়ার হোসেন জানান, ডেইরি গেটের সামনে ফুটওভার ব্রিজের নিচে ঢাকাগামী সেলফি পরিবহনের বাস দাঁড়িয়ে যাত্রী তুলছিল। পেছনে থাকা আরেকটি সেলফি পরিবহনের বাস দ্রুতগতিতে ওভারটেক করার সময় দুই বাসের নিচে পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয় শিলা। এ সময় মোটরসাইকেল আরোহী হজরত আলী ও তার মেয়ে সুমাইয়া মাটিতে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিলাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে সাভার হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক বলেন, বাস দুটি আটক করা হয়েছে। হবিগঞ্জ প্রতিনিধি জানান, হবিগঞ্জের বাহুবলে পাথরবোঝাই ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিন নারী নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে মহাসড়কের মৌচাক মোহনা কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনায় নিহতরা হলেন মঞ্জিলা বেগম (৪৫), তানজিলা বেগম (৩৫) ও শাহিনুর বেগম (৪৫)। তারা কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। জানা যায়, গোবিন্দপুর গ্রাম থেকে ১৫ জন যাত্রী নিয়ে একটি পিকআপ ভ্যান সিলেটের হযরত শাহ জালাল (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশে যাচ্ছিল। ভ্যানটি মহাসড়কের মৌচাক মোহনা কমিউনিটি সেন্টারের সামনে এলে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে তিন নারী নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন। নিজস্ব প্রতিবেদক, বগুড়া জানায়, জেলার শেরপুরে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার রাত ৯টায় উপজেলার শেরপুর-ধুনট আঞ্চলিক সড়কের শুভগাছা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

সর্বশেষ খবর