রবিবার, ২৮ মে, ২০২৩ ০০:০০ টা

বৃষ্টি মাথায় নিয়ে জমজমাট গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণার শুরুতেই বিপত্তি ঘটিয়েছে অসময়ের বৃষ্টি। গতকাল সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে রয়েল চত্বর থেকে পিটিআই মোড় পর্যন্ত ব্যস্ততম সড়কে হাঁটুপানি জমে যায়। এর আগে শুক্রবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত মাঝারি বৃষ্টিপাত হয়। এই বৃষ্টি ও ভোগান্তি মাথায় নিয়েই জমজমাট প্রচারণা চালিয়েছেন মেয়র প্রার্থীরা।

গতকাল আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক নগরীর রূপসা বাজার এলাকায় গণসংযোগ এবং সাংবাদিক নেতৃবৃন্দ, সোনাডাঙ্গা আবাসিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ও মাগুরা জেলা কল্যাণ সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, নির্বাচনে আমি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার সামনে যারাই আসবেন (মেয়র প্রার্থী) তাদের কাউকেই আমি দুর্বল ভাবছি না। শেষ পর্যন্তই কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচারণার কাজ করব। ইনশাল্লাহ ভোট গণনা করলেই বোঝা যাবে কে দুর্বল আর কে সবল। ভোটপ্রাপ্তির হিসাব তুলে ধরে তিনি বলেন, বিএনপির ভোট তো আর নেই। এ জায়গায় ৪৫ পার্সেন্ট আওয়ামী লীগের ভোট আছে। এ ছাড়া সাধারণ ভোট আছে ২০ পার্সেন্ট। আমরা আশা করছি ৬০-৬৫ পার্সেন্ট ভোট প্রদান হবে। তিনি খুলনার উন্নয়নের স্বার্থে আবারও নৌকা প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান। অন্যদিকে জাতীয় পার্টির প্রার্থী শফিকুল ইসলাম মধু গতকাল নগরীর গল্লামারি বাজার, নিউমার্কেট বাজার, শেখপাড়া বাজার, লোহাপট্টিসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। তিনি বলেন, নির্বাচিত হলে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জলবদ্ধতা নিরসন করব। খুলনাবাসী পরিবর্তন চায়। তিনি ভোটারদের উদ্দেশে বলেন, আপনারাই পারেন একটি সুষ্ঠু ভোটের মাধ্যমে আমাকে সিটি মেয়র নির্বাচিত করে জলাবদ্ধতা, মশক ও দূষণমুক্ত নগরী গড়তে। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সৈয়দ দিদার বখ্ত, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভরায়, কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা এস এম আল জুবায়ের। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র পদপ্রার্থী মাওলানা আবদুল আউয়াল গতকাল নগরীর দৌলতপুর থানার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নেন। তিনি বলেন, আমি নির্বাচিত হলে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন ওয়ার্ডের অভ্যন্তরীণ সড়ক সংস্কারসহ প্রয়োজনীয় উন্নয়ন করা হবে। ফুটপাতবিহীন রাস্তায় ফুটপাত তৈরি ও প্রয়োজনীয় নিরিখে বিদ্যমান ফুটপাত প্রশস্ত করা হবে এবং ফুটপাত ব্যবহার নিশ্চিত করা হবে। তিনি বলেন, বিগত দিনে যারা মেয়র নির্বাচিত হয়েছেন তারা নগরীকে পরিকল্পিতভাবে সাজাতে ব্যর্থ হয়েছেন।

সর্বশেষ খবর