রবিবার, ২৮ মে, ২০২৩ ০০:০০ টা
অষ্টম কলাম

শিক্ষার্র্থী মারধরের প্রতিবাদে অবরোধ

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার সন্ধ্যায় মডার্ন মোড়ে বাস ভাড়া নিয়ে তর্কের জেরে পাঁচ শিক্ষার্থীকে মারপিট করেন বাসচালক ও সহকারীরা। আহতদের চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। পরে এ খবর জানাজানি হলে শুক্রবার রাত ১০টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে রাত ১১টার দিকে পুলিশ এসে অপরাধীদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়। অবরোধ চলাকালীন রাস্তার দুই পাশে যানবাহন আটকা পড়ে। আহত পাঁচ শিক্ষার্থী হলেন- বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আশিক ম ল, আলামিন, নয়ন, ফয়সাল ও নাহিদ। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বলেন, আহত শিক্ষার্থীদের রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। তারা বর্তমানে ভালো আছে। রংপুর তাজহাট মেট্রোপলিটন থানার পুলিশ কর্মকর্তা হোসেন আলী জানান, অভিযুক্তদের শাস্তির আওতায় আনা হবে।

সর্বশেষ খবর