মঙ্গলবার, ৩০ মে, ২০২৩ ০০:০০ টা

আমীর-সুব্রতের নেতৃত্বে হচ্ছে আইনজীবীদের নতুন মোর্চা

নিজস্ব প্রতিবেদক

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন কেন্দ্র করে ঘটে যাওয়া নানা ঘটনার মধ্যে এবার ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম ও অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর নেতৃত্বে আইনজীবীদের নতুন মোর্চা গঠন করা হচ্ছে। এ মোর্চায় থাকছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীনও। সব ঠিক থাকলে দুয়েক দিনের মধ্যেই সংবাদ সম্মেলন করে মোর্চার ঘোষণা দেওয়া হবে। সংশ্লিষ্টরা জানান, প্রাথমিকভাবে দুটি নাম ঠিক করা হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে ‘ঐক্যবদ্ধ আইনজীবী মোর্চা, অন্যটি ‘আইনজীবী সংগ্রাম পরিষদ’। জানা গেছে, এ মোর্চায় বিএনপি সমর্থক বয়োজ্যেষ্ঠদের রাখা হচ্ছে না। তবে আন্দোলন জমাতে পারেন বিএনপি সমর্থক এমন নেতাদের গুরুত্ব দেওয়া হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ব্যারিস্টার এম আমীর-উল ইসলামকে নিয়ে আমরা আইনজীবীদের একটি নতুন মোর্চা গঠন করব। বিষয়টি এখন আলোচনার পর্যায়ে। চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

গত ১৫ ও ১৬ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন কেন্দ্র করে দুই পক্ষের উত্তেজনায় কয়েক আইনজীবী আহত হন। বিএনপিপন্থি আইনজীবীদের দাবি, সরকারি দলের সমর্থকরা পুলিশ ডেকে এনে তাদের ওপর হামলা চালিয়েছেন। ওই নির্বাচনে সমিতির ১৪ পদের মধ্যে সভাপতি, সম্পাদকসহ নিরঙ্কুশ জয়লাভ করে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। এরপর ৩০ মার্চ সংবিধানের অন্যতম প্রণেতা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার এম আমীর-উল ইসলামের সভাপতিত্বে তলবি সভা হয়। ওই সভা থেকে নতুন নির্বাচনের জন্য সিনিয়র আইনজীবী মহসিন রশিদকে আহ্বায়ক ও অ্যাডভোকেট শাহ আহমেদ বাদলকে সদস্যসচিব করে অ্যাডহক কমিটি গঠন করা হয়। আগামী ১৫ ও ১৬ জুন বারের নতুন নির্বাচনের জন্য তারিখ ঘোষণা দিয়ে দ্বিতীয় দফা আলোচনার জন্ম দেন। এরপর গত রমজানে ইফতার মাহফিলে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় উত্তেজনা ছড়ায়। বেশ কিছুদিন পরিস্থিতি শান্ত থাকার পর চলতি মাসে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ঘটে। এ সময় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদকের কক্ষ ভাঙচুরও ঘটে। এ ঘটনায় একে অন্যকে দায়ী করছেন দুই পক্ষের আইনজীবীরা। বার সম্পাদকের কক্ষ ভাঙচুরের ঘটনায় ২৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়েরের পর নাটকীয়তা নতুন দিকে মোড় নেয়। ওই মামলায় বিএনপিপন্থি আইনজীবীদের জামিন আবেদনের শুনানি করেন বঙ্গবন্ধু সরকারের মন্ত্রী ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম। এ ছাড়া ২১ মে আইনজীবীদের অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের বক্তব্যের বিষয়ে প্রধান বিচারপতির কাছে নালিশ করেছেন ব্যারিস্টার আমীর। এ ঘটনার পরপরই ঘোষণা এলো আইনজীবীদের নতুন মোর্চার।

 

সর্বশেষ খবর