বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩ ০০:০০ টা
উচ্ছেদ অভিযান

তুরাগের ৫ একর জায়গা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

অবৈধভাবে ভরাট করে দখলে রাখা তুরাগ নদের প্রায় ৫ একর জায়গা উদ্ধার করেছে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

গতকাল ঢাকার সাভারে বিরুরিয়ায় মিরপুর-আশুলিয়া বেড়িবাঁধের পাশে তুরাগ নদে সদ্য গড়ে ওঠা স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ। বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বলছে, নদ দখল ও দূষণ রোধে এ অভিযান চলমান থাকবে।

এ অভিযানের বিষয়ে বিআইডব্লিউটিএর এস্টেট ও আইন বিভাগের পরিচালক এ কে এম আরিফ উদ্দিন বলেন, অবৈধ ভরাটের মাধ্যমে তুরাগ নদের সাড়ে ৩ একর জায়গা দখল করে মেট্রো কুরিয়ার সার্ভিস। সেখানে তারা তাদের অফিস, গোডাউন ও ওয়্যার হাউস নির্মাণ করে। পাশে আরও ভরাট করে প্রায় দেড় একর জায়গা দখল করে কারখানা গড়ে তোলে মালিহা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। তাদের নামে আমরা সাভার থানায় একটি মামলা করেছিলাম। মাসখানেক আগে নদী দখলমুক্ত করতে নোটিসও দেওয়া হয়। কিন্তু তারা সে নোটিসের বিরুদ্ধে হাই কোর্টে রিট করে একটি স্থগিতাদেশ নিয়ে আসে। পরে রবিবার হাই কোর্ট তাদের রিট খারিজ করে দেন। এরপরই আমরা উচ্ছেদ অভিযান শুরু করি। তিনি জানান, ভরাট করা মাটি কিংবা বালু অপসারণে নিলাম হয়েছে ৪১ লাখ ২৫ হাজার টাকা।

সর্বশেষ খবর