শুক্রবার, ৯ জুন, ২০২৩ ০০:০০ টা

বগুড়ায় ঝড়ে লন্ডভন্ড ৩০ গ্রাম

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় ঝড়ে অন্তত ৩০টি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসব গ্রামের সিংহভাগ কাঁচা ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে গেছে। সেই সঙ্গে উপড়ে গেছে অসংখ্য গাছপালা। এ ছাড়া ঝড়ো বাতাসে আম, লিচু, ভুট্টা ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ের কারণে ওইসব এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে। বুধবার সন্ধ্যায় উপজেলার শাহবন্দেগী, মির্জাপুর ও খানপুর ইউনিয়নের ওপর দিয়ে এই ঝড় বয়ে যায়। তবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শাহবন্দেগী ইউনিয়নে। রাতে ধ্বংসযজ্ঞের ভয়াবহতার তেমন খবর পাওয়া না গেলেও গতকাল সকাল হতেই তা স্পষ্ট হয়ে ওঠে। ঝড়ে টিনের চালার নিচে চাপা পড়ে ধর্মকাম এলাকায় আরজু মিয়া (২৫) গুরুতর আহত হন। তিনি স্থানীয় একটি ওয়েল্ডিং কারখানার শ্রমিক। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন তিনি। বেশ কয়েক দিন ধরে প্রচ- দাবদাহ চলছে। এরই মধ্যে বুধবার বিকালে হঠাৎ পুরো আকাশ মেঘে ঢেকে যায়। এরপর উপজেলার ওই তিন ইউনিয়নের ওপর দিয়ে শুরু হয় প্রচ- ঝড়বৃষ্টি। প্রায় পৌনে এক ঘণ্টার এই ঝড়ে শাহবন্দেগী ইউনিয়নের সাধুবাড়ী, মামুরশাহী, উচরং, ঘোলাগাড়ী, চকমুকন্দ, কানাইকান্দর, আন্দিকুমড়া, রহমতপুর, ফুলতলা, ধর্মকাম, শেরুয়াসহ অন্তত ২০টি গ্রাম এবং মির্জাপুর ও খানপুর ইউনিয়নের আরও ১০টি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এসব গ্রামের আধাপাকা ও টিনের ৩ শতাধিক বাড়িঘর লন্ডভন্ড হয়ে গেছে।

 

সর্বশেষ খবর