বাংলাদেশ প্রতিদিনে সংবাদ প্রকাশের দুই দিনের মাথায় মঙ্গলবার আড়িয়াল বিলে অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময় ভ্রাম্যমাণ আদালত অবৈধ আবাসন প্রকল্পের সাতটি ড্রেজার বিনষ্ট এবং চার মামলায় ৫ লাখ টাকা জরিমানা করেন।
শ্রীনগর উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাফফাত আরা সাইদের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। প্রসঙ্গত, রবিবার ‘দখলদারদের কবলে আড়িয়াল বিল’ শিরোনামে বাংলাদেশ প্রতিদিনে খবর প্রকাশিত হয়। শ্রীনগর উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাফফাত আরা সাইদ বলেন, অভিযান অব্যাহত থাকবে।