১ নভেম্বর থেকে পদ্মা সেতু দিয়ে বাণিজ্যিকভাবে শুরু হবে ট্রেন চলাচল। বঙ্গবন্ধু সেতু দিয়ে চলাচলকারী খুলনা-ঢাকা-খুলনা রুটের আন্তনগর ট্রেন ‘সুন্দরবন এক্সপ্রেস’ রুট পরিবর্তন করে পদ্মা সেতু দিয়ে চলাচল শুরু করবে। রুট পরিবর্তনের কারণে আসন বণ্টন ও ভাড়ার তালিকাও প্রস্তুত করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ে, রাজশাহীর একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শিগগিরই বেনাপোল এক্সপ্রেসও পদ্মা সেতু দিয়ে চলাচল শুরু করবে বলে জানা গেছে। সূত্র জানায়, পদ্মা সেতু দিয়ে খুলনা-দৌলতপুর-নোয়াপাড়া-যশোর-মোবারকগঞ্জ-কোটচাঁদপুর-দর্শনা-চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা-পোড়াদহ-কুষ্টিয়া কোটরাজবাড়ী-ফরিদপুর-ভাঙ্গা-ঢাকা রুটে যাতায়াত করবে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা স্টেশন পর্যন্ত ৭৭ কিলোমিটার দূরত্বে ভাড়া নির্ধারণ করা হয়েছে মেইল ট্রেনে ৮০ টাকা, কমিউটার ট্রেনে ১০০ টাকা, শোভন চেয়ার ২৩৫ টাকা, এসি চেয়ার ৪৫৫ টাকা, এসি সিট ৫৪১ টাকা এবং এসি বার্থ ৭৯৪ টাকা। তথ্যমতে, ইতোমধ্যেই স্টেশনে ও অনলাইনে পদ্মা সেতু দিয়ে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। গত শনিবার রাত ১০টা থেকে অনলাইন ও অফলাইনে এ ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার গণমাধ্যমকে বলেন, শনিবার থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। ভাড়া কমানোর পর যেটি নির্ধারণ করা হয়েছে, সেই ভাড়ায়ই টিকিট বিক্রি হচ্ছে। রেলপথ মন্ত্রণালয় সূত্র জানায়, পদ্মা রেলসেতুর মাধ্যমে জাতীয় ও আন্তদেশীয় রেল যোগাযোগ উন্নয়ন হবে। এই রেল চালুর মধ্য দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের আরেকটি স্বপ্ন পূরণ হবে। এর আগে গত ১০ অক্টোবর পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাওয়া প্রান্তে সুইচ টিপে রেলযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে টিকিট কেটে যাত্রী হিসেবে মাওয়া থেকে ভাঙ্গা স্টেশনে যান তিনি।
শিরোনাম
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
- সিডনিতে সাবেক এআইইউবিয়ানদের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
- জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন
- বাউফলে জাল দলিল তৈরির দায়ে যুবকের কারাদণ্ড
- ৪৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
- অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে: পরিবেশ উপদেষ্টা
- কানাডা সহজ করেছে নাগরিকত্ব পাওয়ার নিয়ম
- বাংলাদেশি চিকিৎসক-নার্স নিয়োগে জিটুজি ফ্রেমওয়ার্ক প্রস্তাব সৌদির
- জাতীয় নির্বাচনে ভোট দিতে ২০ হাজার ৮৬২ প্রবাসীর নিবন্ধন
- মাত্র ১৬ বাসে ঠাঁই মিলল না জবির অধিকাংশ শিক্ষার্থীর
- অল্প সময়ের মধ্যে চার ভূমিকম্প কী ইঙ্গিত দিচ্ছে
- মুন্সীগঞ্জে ৩৯ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
- ই-পারিবারিক আদালত দুর্নীতি কমাবে, সময়ও বাঁচাবে: আইন উপদেষ্টা
- পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা, নিহত ৬
- কাক দিয়ে শহর পরিষ্কার? সুইডিশ প্রকল্পের ভবিষ্যৎ কী?
- ফকির-বাউলদের ওপর জুলুম বন্ধের আহ্বান তথ্য উপদেষ্টার
- শ্রবণ সমস্যা সমাধানে ইয়ারবাডের ব্যবহার বাড়ছে বিশ্বজুড়ে
- ৪০ বছর বয়সেও বাইসাইকেল কিকে রোনালদোর গোল, বড় জয় আল-নাসরের
পদ্মায় বাণিজ্যিক ট্রেন ১ নভেম্বর
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর