১ নভেম্বর থেকে পদ্মা সেতু দিয়ে বাণিজ্যিকভাবে শুরু হবে ট্রেন চলাচল। বঙ্গবন্ধু সেতু দিয়ে চলাচলকারী খুলনা-ঢাকা-খুলনা রুটের আন্তনগর ট্রেন ‘সুন্দরবন এক্সপ্রেস’ রুট পরিবর্তন করে পদ্মা সেতু দিয়ে চলাচল শুরু করবে। রুট পরিবর্তনের কারণে আসন বণ্টন ও ভাড়ার তালিকাও প্রস্তুত করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ে, রাজশাহীর একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শিগগিরই বেনাপোল এক্সপ্রেসও পদ্মা সেতু দিয়ে চলাচল শুরু করবে বলে জানা গেছে। সূত্র জানায়, পদ্মা সেতু দিয়ে খুলনা-দৌলতপুর-নোয়াপাড়া-যশোর-মোবারকগঞ্জ-কোটচাঁদপুর-দর্শনা-চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা-পোড়াদহ-কুষ্টিয়া কোটরাজবাড়ী-ফরিদপুর-ভাঙ্গা-ঢাকা রুটে যাতায়াত করবে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা স্টেশন পর্যন্ত ৭৭ কিলোমিটার দূরত্বে ভাড়া নির্ধারণ করা হয়েছে মেইল ট্রেনে ৮০ টাকা, কমিউটার ট্রেনে ১০০ টাকা, শোভন চেয়ার ২৩৫ টাকা, এসি চেয়ার ৪৫৫ টাকা, এসি সিট ৫৪১ টাকা এবং এসি বার্থ ৭৯৪ টাকা। তথ্যমতে, ইতোমধ্যেই স্টেশনে ও অনলাইনে পদ্মা সেতু দিয়ে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। গত শনিবার রাত ১০টা থেকে অনলাইন ও অফলাইনে এ ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার গণমাধ্যমকে বলেন, শনিবার থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। ভাড়া কমানোর পর যেটি নির্ধারণ করা হয়েছে, সেই ভাড়ায়ই টিকিট বিক্রি হচ্ছে। রেলপথ মন্ত্রণালয় সূত্র জানায়, পদ্মা রেলসেতুর মাধ্যমে জাতীয় ও আন্তদেশীয় রেল যোগাযোগ উন্নয়ন হবে। এই রেল চালুর মধ্য দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের আরেকটি স্বপ্ন পূরণ হবে। এর আগে গত ১০ অক্টোবর পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাওয়া প্রান্তে সুইচ টিপে রেলযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে টিকিট কেটে যাত্রী হিসেবে মাওয়া থেকে ভাঙ্গা স্টেশনে যান তিনি।
শিরোনাম
- জামায়াত-এনসিপিসহ ৬ দলের সঙ্গে সংলাপে বসেছে ইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের শেষ দিন আজ
- টরন্টোয় শিরীন চৌধুরীর ‘পরান যাহা চায়’ সঙ্গীত সন্ধ্যা
- সৌদিকে ন্যাটোর বাইরে প্রধান মিত্র ঘোষণা ট্রাম্পের
- 'ব্যানফ ফেস্টিভালে' এভারেস্টজয়ী নিশাতকে নিয়ে তথ্যচিত্র
- সুষ্ঠু নির্বাচন করতে ইসি ওয়াদাবদ্ধ: সিইসি
- সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ
- নতুন বছরের পাঠ্যবই সরবরাহ শুরু করেছে এনসিটিবি
- ভিসা আবেদন নিয়ে জার্মান দূতাবাসের সতর্কবার্তা
- কাউখালীতে নাশকতার অভিযোগে আটক ৫
- কুমিল্লায় ৪ ডিসেম্বর আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন
- সামরিক হস্তক্ষেপ চালালে ট্রাম্পের রাজনৈতিক জীবনের ইতি ঘটবে, মাদুরোর হুঁশিয়ারি
- মধ্যরাতে বাসা থেকে সাংবাদিককে তুলে নিল গোয়েন্দা পুলিশ
- জাতিসংঘ রাষ্ট্রের স্বীকৃতি দিলে ফিলিস্তিনি কর্মকর্তাদের হত্যার হুমকি ইসরায়েলি মন্ত্রীর
- জাপানে ১৭০ ভবনে অগ্নিকাণ্ড
- শেখ হাসিনার পোর্ট্রেটে ফ্যাসিবাদের কালিমা
- ঘরে বসেই করা যাবে মেট্রোরেলের কার্ড রিচার্জ
- কানাডায় ‘দেওয়ান গাজীর কিসসা’ মঞ্চায়নের ঘোষণা
- পোনা চাষে মাসে লাখ টাকা আয় বিশ্বনাথের দিলদারের
- যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি যুবরাজের
পদ্মায় বাণিজ্যিক ট্রেন ১ নভেম্বর
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর