১ নভেম্বর থেকে পদ্মা সেতু দিয়ে বাণিজ্যিকভাবে শুরু হবে ট্রেন চলাচল। বঙ্গবন্ধু সেতু দিয়ে চলাচলকারী খুলনা-ঢাকা-খুলনা রুটের আন্তনগর ট্রেন ‘সুন্দরবন এক্সপ্রেস’ রুট পরিবর্তন করে পদ্মা সেতু দিয়ে চলাচল শুরু করবে। রুট পরিবর্তনের কারণে আসন বণ্টন ও ভাড়ার তালিকাও প্রস্তুত করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ে, রাজশাহীর একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শিগগিরই বেনাপোল এক্সপ্রেসও পদ্মা সেতু দিয়ে চলাচল শুরু করবে বলে জানা গেছে। সূত্র জানায়, পদ্মা সেতু দিয়ে খুলনা-দৌলতপুর-নোয়াপাড়া-যশোর-মোবারকগঞ্জ-কোটচাঁদপুর-দর্শনা-চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা-পোড়াদহ-কুষ্টিয়া কোটরাজবাড়ী-ফরিদপুর-ভাঙ্গা-ঢাকা রুটে যাতায়াত করবে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা স্টেশন পর্যন্ত ৭৭ কিলোমিটার দূরত্বে ভাড়া নির্ধারণ করা হয়েছে মেইল ট্রেনে ৮০ টাকা, কমিউটার ট্রেনে ১০০ টাকা, শোভন চেয়ার ২৩৫ টাকা, এসি চেয়ার ৪৫৫ টাকা, এসি সিট ৫৪১ টাকা এবং এসি বার্থ ৭৯৪ টাকা। তথ্যমতে, ইতোমধ্যেই স্টেশনে ও অনলাইনে পদ্মা সেতু দিয়ে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। গত শনিবার রাত ১০টা থেকে অনলাইন ও অফলাইনে এ ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার গণমাধ্যমকে বলেন, শনিবার থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। ভাড়া কমানোর পর যেটি নির্ধারণ করা হয়েছে, সেই ভাড়ায়ই টিকিট বিক্রি হচ্ছে। রেলপথ মন্ত্রণালয় সূত্র জানায়, পদ্মা রেলসেতুর মাধ্যমে জাতীয় ও আন্তদেশীয় রেল যোগাযোগ উন্নয়ন হবে। এই রেল চালুর মধ্য দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের আরেকটি স্বপ্ন পূরণ হবে। এর আগে গত ১০ অক্টোবর পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাওয়া প্রান্তে সুইচ টিপে রেলযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে টিকিট কেটে যাত্রী হিসেবে মাওয়া থেকে ভাঙ্গা স্টেশনে যান তিনি।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
পদ্মায় বাণিজ্যিক ট্রেন ১ নভেম্বর
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর