১ নভেম্বর থেকে পদ্মা সেতু দিয়ে বাণিজ্যিকভাবে শুরু হবে ট্রেন চলাচল। বঙ্গবন্ধু সেতু দিয়ে চলাচলকারী খুলনা-ঢাকা-খুলনা রুটের আন্তনগর ট্রেন ‘সুন্দরবন এক্সপ্রেস’ রুট পরিবর্তন করে পদ্মা সেতু দিয়ে চলাচল শুরু করবে। রুট পরিবর্তনের কারণে আসন বণ্টন ও ভাড়ার তালিকাও প্রস্তুত করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ে, রাজশাহীর একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শিগগিরই বেনাপোল এক্সপ্রেসও পদ্মা সেতু দিয়ে চলাচল শুরু করবে বলে জানা গেছে। সূত্র জানায়, পদ্মা সেতু দিয়ে খুলনা-দৌলতপুর-নোয়াপাড়া-যশোর-মোবারকগঞ্জ-কোটচাঁদপুর-দর্শনা-চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা-পোড়াদহ-কুষ্টিয়া কোটরাজবাড়ী-ফরিদপুর-ভাঙ্গা-ঢাকা রুটে যাতায়াত করবে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা স্টেশন পর্যন্ত ৭৭ কিলোমিটার দূরত্বে ভাড়া নির্ধারণ করা হয়েছে মেইল ট্রেনে ৮০ টাকা, কমিউটার ট্রেনে ১০০ টাকা, শোভন চেয়ার ২৩৫ টাকা, এসি চেয়ার ৪৫৫ টাকা, এসি সিট ৫৪১ টাকা এবং এসি বার্থ ৭৯৪ টাকা। তথ্যমতে, ইতোমধ্যেই স্টেশনে ও অনলাইনে পদ্মা সেতু দিয়ে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। গত শনিবার রাত ১০টা থেকে অনলাইন ও অফলাইনে এ ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার গণমাধ্যমকে বলেন, শনিবার থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। ভাড়া কমানোর পর যেটি নির্ধারণ করা হয়েছে, সেই ভাড়ায়ই টিকিট বিক্রি হচ্ছে। রেলপথ মন্ত্রণালয় সূত্র জানায়, পদ্মা রেলসেতুর মাধ্যমে জাতীয় ও আন্তদেশীয় রেল যোগাযোগ উন্নয়ন হবে। এই রেল চালুর মধ্য দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের আরেকটি স্বপ্ন পূরণ হবে। এর আগে গত ১০ অক্টোবর পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাওয়া প্রান্তে সুইচ টিপে রেলযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে টিকিট কেটে যাত্রী হিসেবে মাওয়া থেকে ভাঙ্গা স্টেশনে যান তিনি।
শিরোনাম
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
পদ্মায় বাণিজ্যিক ট্রেন ১ নভেম্বর
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর