১ নভেম্বর থেকে পদ্মা সেতু দিয়ে বাণিজ্যিকভাবে শুরু হবে ট্রেন চলাচল। বঙ্গবন্ধু সেতু দিয়ে চলাচলকারী খুলনা-ঢাকা-খুলনা রুটের আন্তনগর ট্রেন ‘সুন্দরবন এক্সপ্রেস’ রুট পরিবর্তন করে পদ্মা সেতু দিয়ে চলাচল শুরু করবে। রুট পরিবর্তনের কারণে আসন বণ্টন ও ভাড়ার তালিকাও প্রস্তুত করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ে, রাজশাহীর একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শিগগিরই বেনাপোল এক্সপ্রেসও পদ্মা সেতু দিয়ে চলাচল শুরু করবে বলে জানা গেছে। সূত্র জানায়, পদ্মা সেতু দিয়ে খুলনা-দৌলতপুর-নোয়াপাড়া-যশোর-মোবারকগঞ্জ-কোটচাঁদপুর-দর্শনা-চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা-পোড়াদহ-কুষ্টিয়া কোটরাজবাড়ী-ফরিদপুর-ভাঙ্গা-ঢাকা রুটে যাতায়াত করবে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা স্টেশন পর্যন্ত ৭৭ কিলোমিটার দূরত্বে ভাড়া নির্ধারণ করা হয়েছে মেইল ট্রেনে ৮০ টাকা, কমিউটার ট্রেনে ১০০ টাকা, শোভন চেয়ার ২৩৫ টাকা, এসি চেয়ার ৪৫৫ টাকা, এসি সিট ৫৪১ টাকা এবং এসি বার্থ ৭৯৪ টাকা। তথ্যমতে, ইতোমধ্যেই স্টেশনে ও অনলাইনে পদ্মা সেতু দিয়ে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। গত শনিবার রাত ১০টা থেকে অনলাইন ও অফলাইনে এ ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার গণমাধ্যমকে বলেন, শনিবার থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। ভাড়া কমানোর পর যেটি নির্ধারণ করা হয়েছে, সেই ভাড়ায়ই টিকিট বিক্রি হচ্ছে। রেলপথ মন্ত্রণালয় সূত্র জানায়, পদ্মা রেলসেতুর মাধ্যমে জাতীয় ও আন্তদেশীয় রেল যোগাযোগ উন্নয়ন হবে। এই রেল চালুর মধ্য দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের আরেকটি স্বপ্ন পূরণ হবে। এর আগে গত ১০ অক্টোবর পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাওয়া প্রান্তে সুইচ টিপে রেলযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে টিকিট কেটে যাত্রী হিসেবে মাওয়া থেকে ভাঙ্গা স্টেশনে যান তিনি।
শিরোনাম
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- বন্দর রক্ষায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’