চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে রজিম আলী নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার দিবাগত রাতের কোনো এক সময় তিনি নিহত হন। নিহত রজিম আলী জেলার গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর গ্রামের আবুল কালামের ছেলে। বিয়ের সূত্রে তিনি সীমান্তবর্তী রোকনপুরে শ্বশুরবাড়িতে থাকতেন। বিজিবি ও স্থানীয়রা জানান, রাতে রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেন রজিম। এ সময় বিএসএফ সদস্যরা গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিএসএফ সদস্যরা তার লাশ নিয়ে যান। এ ব্যাপারে বিজিবির ১৬ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নোমান ফারুক জানান, সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের খবর তিনি শুনেছেন। কিন্তু নিহতের পরিবার বা অন্য কেউ কোনো অভিযোগ করেননি। স্থানীয়ভাবে নিহতের খবর শুনে বিএসএফকে পতাকা বৈঠকের জন্য আহ্বান জানানো হয়েছে। পতাকা বৈঠক শেষে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        