তেজগাঁওয়ে ক্রেনের ধাক্কায় ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত হওয়ার প্রায় সাত ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হলেও কাটেনি শিডিউল বিপর্যয়। বেশির ভাগ ট্রেন কমলাপুর স্টেশন থেকে বিলম্বে ছেড়েছে। এতে স্টেশনে আসা শত শত যাত্রী পড়েন চরম ভোগান্তিতে। কেউ কেউ ঢাকা ছাড়েন বিকল্প পদ্ধতিতে। বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ দুর্ঘটনায় পড়া ক্রেনটি সরিয়ে নিলে রাত ১টার দিকে ট্রেন চলাচল শুরু হয়। কিন্তু গতকাল পর্যন্ত শিডিউল বিপর্যয় দেখা গেছে প্রায় সব ট্রেনে। কমলাপুর থেকে দেশের বিভিন্ন এলাকার উদ্দেশে যাওয়া আন্তনগর ট্রেনগুলো ছাড়ার নির্ধারিত সময় তিন থেকে চার ঘণ্টা পার হয়ে গেলেও সম্ভাব্য সময় জানাতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ। ফলে যাত্রীরাও বুঝতে পারেন না কখন ছাড়বে ট্রেনগুলো, আর কখনই বা তারা গন্তব্যে পৌঁছাতে পারবেন। যদিও সকাল থেকে ধূমকেতু, এগারোসিন্দুর, তিস্তা ও সুন্দরবনসহ বেশ কয়েকটি ট্রেন ছেড়ে যায়। সবগুলো ট্রেনই নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা পর স্টেশন ছাড়ে। চিলাহাটি অভিমুখী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ৬ ঘণ্টা বিলম্ব করে সকাল ১১টায় কমলাপুর স্টেশন ছেড়ে যায়। একই সঙ্গে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি সাত ঘণ্টা বিলম্ব করে কমলাপুর থেকে ছেড়ে যায়। অস্বাভাবিক বিপর্যয়ের মুখে পড়ে জয়ন্তিকা ও পারাবত এক্সপ্রেস ট্রেন। বিলম্বসীমা অতিক্রম করায় যাত্রা বাতিল হয়েছে অনেক ট্রেনের। এমন অবস্থায় স্টেশনে আসা শত শত যাত্রী পড়েন চরম ভোগান্তিতে। যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা যায় কমলাপুর স্টেশনে। কেউ কেউ আবার ঢাকা ছাড়েন বিকল্প পদ্ধতিতে। কমলাপুরে কথা হয় নরসিংদীর যাত্রী জয়নাল আবেদীনের সঙ্গে। তিনি বলেন, সকাল সাড়ে ৮টায় স্টেশনে এসেছি। ৮.৪৫ মিনিটে ট্রেনটি ছাড়ার কথা। বেলা ১২টা বেজেছে কিন্তু ট্রেন এখনো আসেনি। কখন আসবে আর কখন ছাড়বে কেউ জানে না। এ রকম জানলে বাসেই চলে যেতাম। গত বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে রাজধানীর তেজগাঁও স্টেশন থেকে কমলাপুরে যাওয়ার পথে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত হয়। এতে কমলাপুর রেলওয়ে স্টেশনের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে রাত সাড়ে ৯টার দিকে তেজগাঁওয়ে রেললাইনের ওপর থেকে ক্রেন সরিয়ে নিলে একটি লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়।
শিরোনাম
- চাকসু নির্বাচন: ছাত্রদলের আবেদনে মনোনয়নের সময় একদিন বাড়াল কমিশন
- ইউক্রেনে প্রথমবারের মতো অস্ত্র বিক্রির অনুমোদন দিলেন ট্রাম্প
- নতুন মামলায় আনিসুল-আমুসহ ৮ জন গ্রেফতার
- দিনাজপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের রেলপথ ও সড়ক অবরোধ
- বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বিল গেটসের কেন অদম্য কৌতূহল
- পরিবহন পুলের ৪০৬ জন গাড়ি চালকের নিয়োগ কার্যক্রম স্থগিত
- গাজায় তীব্র হামলা চালাচ্ছে ইসরায়েল, নিহত আরও ৭৮
- টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
- সৌর ব্যতিচারের কারণে টানা ৮ দিন স্যাটেলাইট সম্প্রচারে বিঘ্নের শঙ্কা
- শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির নতুন নির্দেশনা
- তিন দফা দাবিতে ২১ ঘণ্টা ধরে অনশনে জবির পাঁচ শিক্ষার্থী
- চার দফা দাবিতে সাতরাস্তা মোড় অবরোধ, যান চলাচল বন্ধ
- ৪৭তম বিসিএস প্রিলিমিনারি; ঢাকায় দায়িত্বে থাকবেন ১২০ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- নোভা স্কোশিয়ায় বাংলাদেশ কমিউনিটির আয়োজনে রবীন্দ্র-নজরুল সন্ধ্যা
- খুলনায় বিএনপি নেতার বাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ আজ
- রমজানের আগেই নির্বাচন হবে : প্রধান উপদেষ্টা
- ফেনীতে ইউনিফর্ম পরিবর্তনের উদ্যোগে কলেজ শিক্ষার্থীদের প্রতিবাদ
- পিসিবির দাবি প্রত্যাখ্যান করলো আইসিসি
- শাবিপ্রবির র্যাঙ্কিং বাড়াতে চার পদক্ষেপ নিল প্রশাসন
- টাঙ্গাইলে বিএনপি নেতার স্ত্রীকে কুপিয়ে হত্যা