তেজগাঁওয়ে ক্রেনের ধাক্কায় ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত হওয়ার প্রায় সাত ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হলেও কাটেনি শিডিউল বিপর্যয়। বেশির ভাগ ট্রেন কমলাপুর স্টেশন থেকে বিলম্বে ছেড়েছে। এতে স্টেশনে আসা শত শত যাত্রী পড়েন চরম ভোগান্তিতে। কেউ কেউ ঢাকা ছাড়েন বিকল্প পদ্ধতিতে। বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ দুর্ঘটনায় পড়া ক্রেনটি সরিয়ে নিলে রাত ১টার দিকে ট্রেন চলাচল শুরু হয়। কিন্তু গতকাল পর্যন্ত শিডিউল বিপর্যয় দেখা গেছে প্রায় সব ট্রেনে। কমলাপুর থেকে দেশের বিভিন্ন এলাকার উদ্দেশে যাওয়া আন্তনগর ট্রেনগুলো ছাড়ার নির্ধারিত সময় তিন থেকে চার ঘণ্টা পার হয়ে গেলেও সম্ভাব্য সময় জানাতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ। ফলে যাত্রীরাও বুঝতে পারেন না কখন ছাড়বে ট্রেনগুলো, আর কখনই বা তারা গন্তব্যে পৌঁছাতে পারবেন। যদিও সকাল থেকে ধূমকেতু, এগারোসিন্দুর, তিস্তা ও সুন্দরবনসহ বেশ কয়েকটি ট্রেন ছেড়ে যায়। সবগুলো ট্রেনই নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা পর স্টেশন ছাড়ে। চিলাহাটি অভিমুখী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ৬ ঘণ্টা বিলম্ব করে সকাল ১১টায় কমলাপুর স্টেশন ছেড়ে যায়। একই সঙ্গে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি সাত ঘণ্টা বিলম্ব করে কমলাপুর থেকে ছেড়ে যায়। অস্বাভাবিক বিপর্যয়ের মুখে পড়ে জয়ন্তিকা ও পারাবত এক্সপ্রেস ট্রেন। বিলম্বসীমা অতিক্রম করায় যাত্রা বাতিল হয়েছে অনেক ট্রেনের। এমন অবস্থায় স্টেশনে আসা শত শত যাত্রী পড়েন চরম ভোগান্তিতে। যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা যায় কমলাপুর স্টেশনে। কেউ কেউ আবার ঢাকা ছাড়েন বিকল্প পদ্ধতিতে। কমলাপুরে কথা হয় নরসিংদীর যাত্রী জয়নাল আবেদীনের সঙ্গে। তিনি বলেন, সকাল সাড়ে ৮টায় স্টেশনে এসেছি। ৮.৪৫ মিনিটে ট্রেনটি ছাড়ার কথা। বেলা ১২টা বেজেছে কিন্তু ট্রেন এখনো আসেনি। কখন আসবে আর কখন ছাড়বে কেউ জানে না। এ রকম জানলে বাসেই চলে যেতাম। গত বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে রাজধানীর তেজগাঁও স্টেশন থেকে কমলাপুরে যাওয়ার পথে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত হয়। এতে কমলাপুর রেলওয়ে স্টেশনের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে রাত সাড়ে ৯টার দিকে তেজগাঁওয়ে রেললাইনের ওপর থেকে ক্রেন সরিয়ে নিলে একটি লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়।
শিরোনাম
- গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব
- শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
- সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ল
- গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই : আমীর খসরু
- চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু
- নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটির ১০ বছর পূর্তি উদযাপন
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে আগ্রহী কানাডা
- শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে : গণশিক্ষা উপদেষ্টা
- রাজনীতিতে সহনশীলতা না থাকায় সমাজে অসহিষ্ণুতা বাড়ছে : রিজভী
- শেরপুরের চরাঞ্চলে ব্রিজের অভাবে চরম ভোগান্তি
- মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে হবে: এ্যানি
- রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
- নিয়ন্ত্রণ হারিয়ে শপিং কমপ্লেক্সে অটোরিকশা, আহত ২
- চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় নারীর মৃত্যু, আহত ২
- পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, গ্রেপ্তার ১১
- ভূমিকম্প আতঙ্কে ৬ দিনের জন্য বন্ধ জবি
- বিশ্বের বিভিন্ন স্থানে ২৪ ঘণ্টায় ৯৪ ভূমিকম্প
- বিশাল জয়ে মুশফিকের শততম টেস্ট রাঙালো বাংলাদেশ
- ঢাবির প্রভোস্ট কমিটির জরুরি সভায় তিন সিদ্ধান্ত
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮
ট্রেনের শিডিউলে বিপর্যয়
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
‘সিইও অব দ্য ইয়ার–২০২৫’ পুরস্কারে ভূষিত সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন
২৩ মিনিট আগে | কর্পোরেট কর্নার
খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও শান্তিকালীন পদকপ্রাপ্ত সেনাসদস্যদের সংবর্ধনা ও পদক প্রদান
৩২ মিনিট আগে | জাতীয়