তেজগাঁওয়ে ক্রেনের ধাক্কায় ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত হওয়ার প্রায় সাত ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হলেও কাটেনি শিডিউল বিপর্যয়। বেশির ভাগ ট্রেন কমলাপুর স্টেশন থেকে বিলম্বে ছেড়েছে। এতে স্টেশনে আসা শত শত যাত্রী পড়েন চরম ভোগান্তিতে। কেউ কেউ ঢাকা ছাড়েন বিকল্প পদ্ধতিতে। বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ দুর্ঘটনায় পড়া ক্রেনটি সরিয়ে নিলে রাত ১টার দিকে ট্রেন চলাচল শুরু হয়। কিন্তু গতকাল পর্যন্ত শিডিউল বিপর্যয় দেখা গেছে প্রায় সব ট্রেনে। কমলাপুর থেকে দেশের বিভিন্ন এলাকার উদ্দেশে যাওয়া আন্তনগর ট্রেনগুলো ছাড়ার নির্ধারিত সময় তিন থেকে চার ঘণ্টা পার হয়ে গেলেও সম্ভাব্য সময় জানাতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ। ফলে যাত্রীরাও বুঝতে পারেন না কখন ছাড়বে ট্রেনগুলো, আর কখনই বা তারা গন্তব্যে পৌঁছাতে পারবেন। যদিও সকাল থেকে ধূমকেতু, এগারোসিন্দুর, তিস্তা ও সুন্দরবনসহ বেশ কয়েকটি ট্রেন ছেড়ে যায়। সবগুলো ট্রেনই নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা পর স্টেশন ছাড়ে। চিলাহাটি অভিমুখী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ৬ ঘণ্টা বিলম্ব করে সকাল ১১টায় কমলাপুর স্টেশন ছেড়ে যায়। একই সঙ্গে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি সাত ঘণ্টা বিলম্ব করে কমলাপুর থেকে ছেড়ে যায়। অস্বাভাবিক বিপর্যয়ের মুখে পড়ে জয়ন্তিকা ও পারাবত এক্সপ্রেস ট্রেন। বিলম্বসীমা অতিক্রম করায় যাত্রা বাতিল হয়েছে অনেক ট্রেনের। এমন অবস্থায় স্টেশনে আসা শত শত যাত্রী পড়েন চরম ভোগান্তিতে। যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা যায় কমলাপুর স্টেশনে। কেউ কেউ আবার ঢাকা ছাড়েন বিকল্প পদ্ধতিতে। কমলাপুরে কথা হয় নরসিংদীর যাত্রী জয়নাল আবেদীনের সঙ্গে। তিনি বলেন, সকাল সাড়ে ৮টায় স্টেশনে এসেছি। ৮.৪৫ মিনিটে ট্রেনটি ছাড়ার কথা। বেলা ১২টা বেজেছে কিন্তু ট্রেন এখনো আসেনি। কখন আসবে আর কখন ছাড়বে কেউ জানে না। এ রকম জানলে বাসেই চলে যেতাম। গত বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে রাজধানীর তেজগাঁও স্টেশন থেকে কমলাপুরে যাওয়ার পথে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত হয়। এতে কমলাপুর রেলওয়ে স্টেশনের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে রাত সাড়ে ৯টার দিকে তেজগাঁওয়ে রেললাইনের ওপর থেকে ক্রেন সরিয়ে নিলে একটি লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়।
শিরোনাম
- লটারির মাধ্যমে ডিসি-এসপি বদলির দাবি গোলাম পরওয়ারের
- সাংবাদিক ও প্রশাসন একে অপরের পরিপূরক: মুন্সীগঞ্জ ডিসি
- টাঙ্গাইলে বিএফআরআই উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা
- ময়মনসিংহে ট্রেনে দুর্বৃত্তদের আগুন
- কেন এফ-৩৫ যুদ্ধবিমান কিনতে চায় সৌদি আরব?
- শেখ হাসিনার ফাঁসির রায়ে জনগণের ইচ্ছার প্রতিফলন হয়েছে : রুমিন ফারহানা
- ঢাবি এখনো ফ্যাসিবাদের প্রভাব থেকে পুরোপুরি মুক্ত নয়: রাশেদ খান
- প্রবাসী ভোটার নিবন্ধন শুরু, জানুন কোন দেশে কখন
- শেখ হাসিনার রায় ঘিরে দেশে কোনো অস্থিরতা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
- মালিতে সেনাবাহিনীর অভিযানে ৩১ গ্রামবাসী নিহত
- জামায়াত-এনসিপিসহ ৬ দলের সঙ্গে সংলাপে বসেছে ইসি
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের শেষ দিন আজ
- টরন্টোয় শিরীন চৌধুরীর ‘পরান যাহা চায়’ সঙ্গীত সন্ধ্যা
- সৌদিকে ন্যাটোর বাইরে প্রধান মিত্র ঘোষণা ট্রাম্পের
- 'ব্যানফ ফেস্টিভালে' এভারেস্টজয়ী নিশাতকে নিয়ে তথ্যচিত্র
- সুষ্ঠু নির্বাচন করতে ইসি ওয়াদাবদ্ধ: সিইসি
- সাবেক ডিএমপি কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ
- নতুন বছরের পাঠ্যবই সরবরাহ শুরু করেছে এনসিটিবি
- ভিসা আবেদন নিয়ে জার্মান দূতাবাসের সতর্কবার্তা
- কাউখালীতে নাশকতার অভিযোগে আটক ৫
ট্রেনের শিডিউলে বিপর্যয়
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর