তেজগাঁওয়ে ক্রেনের ধাক্কায় ট্রেনের ইঞ্জিন ও বগি লাইনচ্যুত হওয়ার প্রায় সাত ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হলেও কাটেনি শিডিউল বিপর্যয়। বেশির ভাগ ট্রেন কমলাপুর স্টেশন থেকে বিলম্বে ছেড়েছে। এতে স্টেশনে আসা শত শত যাত্রী পড়েন চরম ভোগান্তিতে। কেউ কেউ ঢাকা ছাড়েন বিকল্প পদ্ধতিতে। বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ দুর্ঘটনায় পড়া ক্রেনটি সরিয়ে নিলে রাত ১টার দিকে ট্রেন চলাচল শুরু হয়। কিন্তু গতকাল পর্যন্ত শিডিউল বিপর্যয় দেখা গেছে প্রায় সব ট্রেনে। কমলাপুর থেকে দেশের বিভিন্ন এলাকার উদ্দেশে যাওয়া আন্তনগর ট্রেনগুলো ছাড়ার নির্ধারিত সময় তিন থেকে চার ঘণ্টা পার হয়ে গেলেও সম্ভাব্য সময় জানাতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ। ফলে যাত্রীরাও বুঝতে পারেন না কখন ছাড়বে ট্রেনগুলো, আর কখনই বা তারা গন্তব্যে পৌঁছাতে পারবেন। যদিও সকাল থেকে ধূমকেতু, এগারোসিন্দুর, তিস্তা ও সুন্দরবনসহ বেশ কয়েকটি ট্রেন ছেড়ে যায়। সবগুলো ট্রেনই নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা পর স্টেশন ছাড়ে। চিলাহাটি অভিমুখী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ৬ ঘণ্টা বিলম্ব করে সকাল ১১টায় কমলাপুর স্টেশন ছেড়ে যায়। একই সঙ্গে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি সাত ঘণ্টা বিলম্ব করে কমলাপুর থেকে ছেড়ে যায়। অস্বাভাবিক বিপর্যয়ের মুখে পড়ে জয়ন্তিকা ও পারাবত এক্সপ্রেস ট্রেন। বিলম্বসীমা অতিক্রম করায় যাত্রা বাতিল হয়েছে অনেক ট্রেনের। এমন অবস্থায় স্টেশনে আসা শত শত যাত্রী পড়েন চরম ভোগান্তিতে। যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা যায় কমলাপুর স্টেশনে। কেউ কেউ আবার ঢাকা ছাড়েন বিকল্প পদ্ধতিতে। কমলাপুরে কথা হয় নরসিংদীর যাত্রী জয়নাল আবেদীনের সঙ্গে। তিনি বলেন, সকাল সাড়ে ৮টায় স্টেশনে এসেছি। ৮.৪৫ মিনিটে ট্রেনটি ছাড়ার কথা। বেলা ১২টা বেজেছে কিন্তু ট্রেন এখনো আসেনি। কখন আসবে আর কখন ছাড়বে কেউ জানে না। এ রকম জানলে বাসেই চলে যেতাম। গত বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে রাজধানীর তেজগাঁও স্টেশন থেকে কমলাপুরে যাওয়ার পথে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত হয়। এতে কমলাপুর রেলওয়ে স্টেশনের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে রাত সাড়ে ৯টার দিকে তেজগাঁওয়ে রেললাইনের ওপর থেকে ক্রেন সরিয়ে নিলে একটি লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়।
শিরোনাম
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী
- ২০২৪ সালে যক্ষ্মায় মারা গেছে ১২ লাখ ৩০ হাজার মানুষ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- আটক ৬১৫ অভিবাসীকে মুক্তির নির্দেশ মার্কিন আদালতের
- বান্দরবানের লামায় মশাল মিছিল, গ্রেপ্তার ১
- সংবিধান সংশোধন করে সেনাপ্রধানের ক্ষমতা বাড়ালো পাকিস্তান
- নেত্রকোনায় হুমায়ূন আহমেদের জন্মদিনে হিমু উৎসব
- জকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসের সব ব্যানার-ফেস্টুন সরানোর নির্দেশ
- সিলেটে প্রভাব নেই লকডাউনের
- আইরিশদের বিপক্ষে ইনিংস জয়ের পথে টাইগাররা
- চিরিরবন্দরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৭৭ পরিবারের মাঝে ছাগল বিতরণ
- ফিলিস্তিনি ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ মোতায়েন জার্মানির
- মানুষ নেই, এআই দিয়ে লকডাউন পালন করছে আওয়ামী লীগ : এ্যানি
- রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৩ নেতা-কর্মী গ্রেপ্তার
- নরসিংদীতে লকডাউনে সাড়া নেই, স্বাভাবিক জীবনযাত্রা
- রবিবার আরও ১২ দলের সঙ্গে ইসির সংলাপ
ট্রেনের শিডিউলে বিপর্যয়
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর