কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে নির্বাচনের আগের দিন ভোট বর্জনের ভুয়া লিফলেট ছড়ানোর অভিযোগ উঠেছে। এ ছাড়া বগুড়া-৬ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কবির আহম্মেদ মিঠুর ফেসবুক হ্যাক করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। এ জাতীয় গুজবে ভোটারদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী প্রার্থীরা। কুমিল্লা প্রতিনিধি জানান, নির্বাচন বর্জনের ভুয়া লিফলেট ছড়ানোর অভিযোগ তুলেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কালাম আজাদ। গতকাল সংবাদ সম্মেলনে ঈগল প্রতীকের এই প্রার্থী বলেন, ‘দুই দিন ধরে দেবিদ্বারের বিভিন্ন এলাকায় একটি পক্ষ ভুয়া লিফলেট ছড়িয়েছে। এসব লিফলেটে লেখা আছে আমি নাকি শেখ হাসিনার নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। নির্বাচন বর্জন করেছি। আমি নাকি রাজী ফখরুলকে সমর্থন দিয়েছি। কিন্তু এমন কোনো সম্ভাবনাও নেই। এগুলো মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত খবর। আমার বিজয় নিশ্চিত জেনে এসব কাজ করছে নৌকার প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল।’ এ বিষয়ে নৌকার প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুলের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তার সমর্থক দেবিদ্বার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম ওমানী বলেন, ‘আবুল কালাম আজাদের এসব অভিযোগ মিথ্যা। কোনো লিফলেট আমাদের লোকজন ছড়ায়নি। এগুলো ভুয়া তথ্য।’ নিজস্ব প্রতিবেদক, বগুড়া জানান, বগুড়া-৬ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কবির আহম্মেদ মিঠুর ফেসবুক হ্যাক করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। এ ঘটনায় ঈগল মার্কার ওই প্রার্থী গতকাল দুপুরে সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পরে তিনি বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কবির আহম্মেদ মিঠু বলেন, ‘দুপুর ১২টার দিকে আমার ফেসবুক হ্যাক করে ছবি ও নাম দিয়ে নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারের গুজব রটানো হয়। আমার বিজয় নিশ্চিত জেনে একটি মহল এ অপপ্রচার চালাচ্ছে। এ জন্য সদর থানায় জিডিও করা হয়েছে। আশা করি প্রশাসন দ্রুত অপ্রপচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তাছাড়া ওই মহল আবারও আমার বিরুদ্ধে গুজব রটাতে পারে। যাতে নির্বাচন প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে। আমি নির্বাচনে মাঠে আছি এবং থাকব।’
শিরোনাম
- শিক্ষার্থীদের ইন্টারনেট আসক্তি ও বই পড়ার আগ্রহ বিষয়ে ফকিরহাটে শুভসংঘের আলোচনা সভা
- স্ন্যাপচ্যাটে নতুন দুই ফিচার চালু
- সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা
- যশোরে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
- বাজারে এলো সাশ্রয়ী মূল্যের ‘আকিজ ড্রিংকিং ওয়াটার’
- ৫ দিনের রিমান্ডে স্বাস্থ্যের ঠিকাদার মিঠু
- লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৬ বাংলাদেশি
- উখিয়ায় বন্যহাতির রহস্যজনক মৃত্যু
- যুক্তরাষ্ট্রে দ্বীপে চীনের ‘গুয়াম কিলার’ আতঙ্ক
- বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে নতুন বাহিনী ‘এয়ার গার্ড’
- মোংলায় ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
- হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে বদলাবে গ্রুপ চ্যাটের ধরণ
- বাংলাদেশি সমর্থকরা শ্রীলঙ্কার জয়ের অপেক্ষায় রয়েছে : শানাকা
- গাজায় ইসরায়েলি বর্বরতা, নিহত ছাড়াল ৬৫ হাজার
- বয়স্কদের সুষম খাদ্য
- কর্মক্ষেত্রে হেনস্থার জেরে আত্মহত্যা, ৯০ কোটি টাকা ক্ষতিপূরণ
- কঙ্গোতে ইবোলার নতুন প্রাদুর্ভাব, আতঙ্কে সাধারণ মানুষ
- পুঁজিবাজার: সূচকের ওঠানামায় চলছে লেনদেন
- ট্র্যাপিস্ট-ওয়ানই গ্রহ নিয়ে নতুন আশা জ্যোতির্বিজ্ঞানীদের
- ২০ কোটি বছরের পুরনো কোয়েলাক্যন্থ জীবাশ্ম শনাক্ত