কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে নির্বাচনের আগের দিন ভোট বর্জনের ভুয়া লিফলেট ছড়ানোর অভিযোগ উঠেছে। এ ছাড়া বগুড়া-৬ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কবির আহম্মেদ মিঠুর ফেসবুক হ্যাক করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। এ জাতীয় গুজবে ভোটারদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী প্রার্থীরা। কুমিল্লা প্রতিনিধি জানান, নির্বাচন বর্জনের ভুয়া লিফলেট ছড়ানোর অভিযোগ তুলেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কালাম আজাদ। গতকাল সংবাদ সম্মেলনে ঈগল প্রতীকের এই প্রার্থী বলেন, ‘দুই দিন ধরে দেবিদ্বারের বিভিন্ন এলাকায় একটি পক্ষ ভুয়া লিফলেট ছড়িয়েছে। এসব লিফলেটে লেখা আছে আমি নাকি শেখ হাসিনার নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। নির্বাচন বর্জন করেছি। আমি নাকি রাজী ফখরুলকে সমর্থন দিয়েছি। কিন্তু এমন কোনো সম্ভাবনাও নেই। এগুলো মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত খবর। আমার বিজয় নিশ্চিত জেনে এসব কাজ করছে নৌকার প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল।’ এ বিষয়ে নৌকার প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুলের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তার সমর্থক দেবিদ্বার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম ওমানী বলেন, ‘আবুল কালাম আজাদের এসব অভিযোগ মিথ্যা। কোনো লিফলেট আমাদের লোকজন ছড়ায়নি। এগুলো ভুয়া তথ্য।’ নিজস্ব প্রতিবেদক, বগুড়া জানান, বগুড়া-৬ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কবির আহম্মেদ মিঠুর ফেসবুক হ্যাক করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। এ ঘটনায় ঈগল মার্কার ওই প্রার্থী গতকাল দুপুরে সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পরে তিনি বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কবির আহম্মেদ মিঠু বলেন, ‘দুপুর ১২টার দিকে আমার ফেসবুক হ্যাক করে ছবি ও নাম দিয়ে নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারের গুজব রটানো হয়। আমার বিজয় নিশ্চিত জেনে একটি মহল এ অপপ্রচার চালাচ্ছে। এ জন্য সদর থানায় জিডিও করা হয়েছে। আশা করি প্রশাসন দ্রুত অপ্রপচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তাছাড়া ওই মহল আবারও আমার বিরুদ্ধে গুজব রটাতে পারে। যাতে নির্বাচন প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে। আমি নির্বাচনে মাঠে আছি এবং থাকব।’
শিরোনাম
- কেনটাকিতে কার্গো বিমান বিধ্বস্তে জরুরি অবস্থা ঘোষণা
- রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
- ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
- ‘আমজনতার দল’ শীর্ষ দশে না থাকলে রাজনীতি ছাড়বেন তারেক
- ট্রাম্পের হুমকি ‘অনিবার্য’ : মামদানি
- বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহত
- বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
- ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
- এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
- স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
নির্বাচন বর্জনের অপপ্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর