কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে নির্বাচনের আগের দিন ভোট বর্জনের ভুয়া লিফলেট ছড়ানোর অভিযোগ উঠেছে। এ ছাড়া বগুড়া-৬ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কবির আহম্মেদ মিঠুর ফেসবুক হ্যাক করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। এ জাতীয় গুজবে ভোটারদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী প্রার্থীরা। কুমিল্লা প্রতিনিধি জানান, নির্বাচন বর্জনের ভুয়া লিফলেট ছড়ানোর অভিযোগ তুলেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কালাম আজাদ। গতকাল সংবাদ সম্মেলনে ঈগল প্রতীকের এই প্রার্থী বলেন, ‘দুই দিন ধরে দেবিদ্বারের বিভিন্ন এলাকায় একটি পক্ষ ভুয়া লিফলেট ছড়িয়েছে। এসব লিফলেটে লেখা আছে আমি নাকি শেখ হাসিনার নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। নির্বাচন বর্জন করেছি। আমি নাকি রাজী ফখরুলকে সমর্থন দিয়েছি। কিন্তু এমন কোনো সম্ভাবনাও নেই। এগুলো মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত খবর। আমার বিজয় নিশ্চিত জেনে এসব কাজ করছে নৌকার প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল।’ এ বিষয়ে নৌকার প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুলের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তার সমর্থক দেবিদ্বার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম ওমানী বলেন, ‘আবুল কালাম আজাদের এসব অভিযোগ মিথ্যা। কোনো লিফলেট আমাদের লোকজন ছড়ায়নি। এগুলো ভুয়া তথ্য।’ নিজস্ব প্রতিবেদক, বগুড়া জানান, বগুড়া-৬ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কবির আহম্মেদ মিঠুর ফেসবুক হ্যাক করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। এ ঘটনায় ঈগল মার্কার ওই প্রার্থী গতকাল দুপুরে সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পরে তিনি বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কবির আহম্মেদ মিঠু বলেন, ‘দুপুর ১২টার দিকে আমার ফেসবুক হ্যাক করে ছবি ও নাম দিয়ে নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারের গুজব রটানো হয়। আমার বিজয় নিশ্চিত জেনে একটি মহল এ অপপ্রচার চালাচ্ছে। এ জন্য সদর থানায় জিডিও করা হয়েছে। আশা করি প্রশাসন দ্রুত অপ্রপচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তাছাড়া ওই মহল আবারও আমার বিরুদ্ধে গুজব রটাতে পারে। যাতে নির্বাচন প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে। আমি নির্বাচনে মাঠে আছি এবং থাকব।’
শিরোনাম
- তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর বিষয়ে আপিলের চূড়ান্ত রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা