কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে নির্বাচনের আগের দিন ভোট বর্জনের ভুয়া লিফলেট ছড়ানোর অভিযোগ উঠেছে। এ ছাড়া বগুড়া-৬ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কবির আহম্মেদ মিঠুর ফেসবুক হ্যাক করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। এ জাতীয় গুজবে ভোটারদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী প্রার্থীরা। কুমিল্লা প্রতিনিধি জানান, নির্বাচন বর্জনের ভুয়া লিফলেট ছড়ানোর অভিযোগ তুলেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কালাম আজাদ। গতকাল সংবাদ সম্মেলনে ঈগল প্রতীকের এই প্রার্থী বলেন, ‘দুই দিন ধরে দেবিদ্বারের বিভিন্ন এলাকায় একটি পক্ষ ভুয়া লিফলেট ছড়িয়েছে। এসব লিফলেটে লেখা আছে আমি নাকি শেখ হাসিনার নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। নির্বাচন বর্জন করেছি। আমি নাকি রাজী ফখরুলকে সমর্থন দিয়েছি। কিন্তু এমন কোনো সম্ভাবনাও নেই। এগুলো মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত খবর। আমার বিজয় নিশ্চিত জেনে এসব কাজ করছে নৌকার প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল।’ এ বিষয়ে নৌকার প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুলের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তার সমর্থক দেবিদ্বার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম ওমানী বলেন, ‘আবুল কালাম আজাদের এসব অভিযোগ মিথ্যা। কোনো লিফলেট আমাদের লোকজন ছড়ায়নি। এগুলো ভুয়া তথ্য।’ নিজস্ব প্রতিবেদক, বগুড়া জানান, বগুড়া-৬ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কবির আহম্মেদ মিঠুর ফেসবুক হ্যাক করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। এ ঘটনায় ঈগল মার্কার ওই প্রার্থী গতকাল দুপুরে সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পরে তিনি বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কবির আহম্মেদ মিঠু বলেন, ‘দুপুর ১২টার দিকে আমার ফেসবুক হ্যাক করে ছবি ও নাম দিয়ে নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারের গুজব রটানো হয়। আমার বিজয় নিশ্চিত জেনে একটি মহল এ অপপ্রচার চালাচ্ছে। এ জন্য সদর থানায় জিডিও করা হয়েছে। আশা করি প্রশাসন দ্রুত অপ্রপচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। তাছাড়া ওই মহল আবারও আমার বিরুদ্ধে গুজব রটাতে পারে। যাতে নির্বাচন প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে। আমি নির্বাচনে মাঠে আছি এবং থাকব।’
শিরোনাম
- শেষ মুহূর্তের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
- টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৭
- নয়জনের দল নিয়েই বায়ার্নকে হারিয়ে সেমিফাইনালে পিএসজি
- মিশরে দুই মিনিবাসের সংঘর্ষে ৯ জন নিহত, আহত ১১
- তানভীরের জবাব: ক্যাপ্টেনের ভরসাই আত্মবিশ্বাসের চাবিকাঠি
- করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
- সকালের মধ্যে সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা
- ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল
- ইমন-হৃদয়-তানভীরের ত্রয়ী দাপট কলম্বোতে
- শ্রীলঙ্কাকে হারিয়ে সমতা ফেরাল বাংলাদেশ
- মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড: জাহিদ হাসান
- জ্ঞানীরা পিআর সিস্টেমে নির্বাচন চায় : ফয়জুল করিম
- পাহাড়ি ফল ঐতিহ্যের অংশ : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
- পল্লী বিদ্যুতের সাব-যোনাল অফিস স্থানান্তরের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
- প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের
- নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- বিচার ও সংস্কারের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে : নাহিদ
- চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
- উত্তাল বঙ্গোপসাগরে আশ্রয় নিল শত শত ট্রলার, চার বন্দরে সতর্কতা
- বিএনপি নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই : গয়েশ্বর
নির্বাচন বর্জনের অপপ্রচার, বিভ্রান্ত না হওয়ার আহ্বান
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর