মহানবী (সা.)-এর ইন্তেকাল-পরবর্তী সময়ের নানা ঘটনা নিয়ে নাটকের দল বহর মঞ্চায়ন করল দলটির দর্শকনন্দিত প্রযোজনার মিউজিক্যাল ড্রামা ‘নিদান- এ-কারবালা’। এটি দলের প্রযোজনার উদ্বোধনী মঞ্চায়ন। সুফি গানের সুরের সঙ্গে সংলাপের শৈল্পিক সংমিশ্রণে প্রযোজনাটিতে বৈচিত্র্য তুলে ধরেছেন শিল্পী ও কলাকুশলীরা। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় ব্যতিক্রমী এ প্রযোজনা। রচনা ও নির্দেশনায় ছিলেন কামরুল হাসান ফেরদৌস। মীর মশাররফ হোসেনের ‘বিষাদসিন্ধু’ থেকে অনুপ্রাণিত হয়ে এর সঙ্গে ইতিহাস ও বিভিন্নজনের লেখা কারবালার নিদারুণ কাহিনিকে বিশ্লেষণ করে, পদ্য আকারে নতুন করে লেখা হয়েছে এই নিদান-এ-কারবালা নাট্যটি। বহর বরাবরের মতো থিয়েট্রিক্যাল আঙ্গিক অভিনয়ের মাধ্যমে এটি উপস্থাপন করেছে। মহানবীর ইন্তেকালের পর কে হবেন খলিফা তা নিয়ে শুরু হয় দ্বন্দ্ব। যা থেকে আরবি ৩৮ হিজরি ১ সফর বুধবার হজরত আলী ও মুয়াবিয়ার মাঝে যুদ্ধ শুরু হয়, যেটা সিফফিন যুদ্ধ নামে ইতিহাসে বর্ণিত। এতে আলী জয়ী হলেও একটি সন্ধি করা হয়, আলীর পরে মুয়াবিয়া হবেন খলিফা এবং পরবর্তীতে নবী পরিবারেই চলতে থাকবে এই ধারাবাহিকতা। কিন্তু মুয়াবিয়া ক্ষমতা পেয়েই ভেঙে দেন সন্ধি। এতে ইয়াজিদ হন খলিফা। আর এটি ধরে রাখতেই ইয়াজিদ বিভিন্ন সময়ে বিভিন্ন কৌশলে মহানবী (সা.)-এর পুরো পরিবারকে ধ্বংস করার চক্রান্তে মেতে ওঠেন। মহানবী (সা.)-এর ইন্তেকালের পরবর্তী সময়ে ঘটে যাওয়া নানা ঘটনাবলিই এই নাটকের আখ্যান। যেখানে প্রতি পরতে পরতে ছিল ক্ষমতা দখল ও তা টিকিয়ে রাখার অসুস্থ প্রতিযোগিতা। হীন রাজনীতির কূটচাল, আস্থাহীনতা, বিশ্বাস-অবিশ্বাসের দোদুল্যমানতা, প্রাসাদ ষড়যন্ত্রের মতো জটিল কুটিল বিষয়গুলো। নির্দেশক কামরুল হাসান ফেরদৌস বলেন, পৃথিবীতে সংঘাত, লড়াই, দ্বন্দ্বের শুরু কবে কখন কোথা থেকে কীভাবে আমরা কেউ জানি না। ধারণা করা হয়, পৃথিবীর শুরু থেকে চলে আসছে এটি। বিভিন্ন গুহাচিত্র, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ইতিহাস তাই প্রমাণ করে। শুরুতে কখনো খাদ্যের জন্য তো কখনো বাসস্থান কিংবা দৈনন্দিন কোনো চাহিদার জন্য। পরবর্তীতে সংঘাতের কারণ হয়ে উঠে ধর্ম, জাতি, বর্ণ, গোষ্ঠীর বিভেদ। নিছক আধিপত্য বিস্তার, ক্ষমতা দখলও সংঘাতের মূল একটি কারণ হয়ে ওঠে। মিউজিক্যাল ড্রামা ‘নিদান-এ-কারবালা’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- শামীমা আক্তার মুক্তা, চন্দ্রা, সারিকা, রোজা, রাকা রাত্রী, অরুন্ধতী, সামিয়া, সোহেল ও সঞ্জীব প্রমুখ। আবহ সংগীতে ছিলেন আলাউদ্দিন। আলোক পরিকল্পনায় হেন্ড্রি সেন।
শিরোনাম
- রাজধানীতে বাসায় ঝুলছিল যুবকের মরদেহ
- হজ পালন শেষে ফিরেছেন ৬৩ হাজার ১৮৮ হাজি
- জুলাই আন্দোলনে ৬ বছরের শিশুর মৃত্যু, ২০০ জনের বিরুদ্ধে মামলা
- বৃহস্পতিবার যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না
- ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ১০৯
- ব্রহ্মপুত্রে নৌকা ডুবি: ২২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার
- ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
- পরকীয়া প্রেমিকা ও তার স্বামীর হাতে খুন হলেন প্রেমিক!
- ঢামেকের সামনের ফুটপাতে মিলল বৃদ্ধার মরদেহ
- হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, স্ক্যান করে পাঠানো যাবে নথিপত্র
- যাত্রাবাড়ী থেকে হত্যা মামলার দুই আসামি গ্রেফতার
- ২ ঘণ্টা পর টিকাটুলির ভবনের আগুন নিয়ন্ত্রণে
- দাঁড়িয়ে থাকা বোয়িং বিমানে আঘাত করলো লাগেজ ট্রলি
- শরীরে ‘ইসলামিক’ ট্যাটু করা কি জায়েজ
- খেলাধুলার মানোন্নয়নে ক্রীড়া সাংবাদিকতার ভূমিকা
- পর্যটনের স্বপ্ন ফাইলেই বন্দি
- স্বস্তির জয়ে ক্লাব বিশ্বকাপের শেষ আটের মঞ্চে রিয়াল
- উড্ডয়নের ৭ মিনিট পরই বিধ্বস্ত বিমান, নিহত ৬
- ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা
- ভরপেট খেলেও মোটা হবেন না, জানুন কোন খাবারগুলো নিরাপদ