মহানবী (সা.)-এর ইন্তেকাল-পরবর্তী সময়ের নানা ঘটনা নিয়ে নাটকের দল বহর মঞ্চায়ন করল দলটির দর্শকনন্দিত প্রযোজনার মিউজিক্যাল ড্রামা ‘নিদান- এ-কারবালা’। এটি দলের প্রযোজনার উদ্বোধনী মঞ্চায়ন। সুফি গানের সুরের সঙ্গে সংলাপের শৈল্পিক সংমিশ্রণে প্রযোজনাটিতে বৈচিত্র্য তুলে ধরেছেন শিল্পী ও কলাকুশলীরা। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় ব্যতিক্রমী এ প্রযোজনা। রচনা ও নির্দেশনায় ছিলেন কামরুল হাসান ফেরদৌস। মীর মশাররফ হোসেনের ‘বিষাদসিন্ধু’ থেকে অনুপ্রাণিত হয়ে এর সঙ্গে ইতিহাস ও বিভিন্নজনের লেখা কারবালার নিদারুণ কাহিনিকে বিশ্লেষণ করে, পদ্য আকারে নতুন করে লেখা হয়েছে এই নিদান-এ-কারবালা নাট্যটি। বহর বরাবরের মতো থিয়েট্রিক্যাল আঙ্গিক অভিনয়ের মাধ্যমে এটি উপস্থাপন করেছে। মহানবীর ইন্তেকালের পর কে হবেন খলিফা তা নিয়ে শুরু হয় দ্বন্দ্ব। যা থেকে আরবি ৩৮ হিজরি ১ সফর বুধবার হজরত আলী ও মুয়াবিয়ার মাঝে যুদ্ধ শুরু হয়, যেটা সিফফিন যুদ্ধ নামে ইতিহাসে বর্ণিত। এতে আলী জয়ী হলেও একটি সন্ধি করা হয়, আলীর পরে মুয়াবিয়া হবেন খলিফা এবং পরবর্তীতে নবী পরিবারেই চলতে থাকবে এই ধারাবাহিকতা। কিন্তু মুয়াবিয়া ক্ষমতা পেয়েই ভেঙে দেন সন্ধি। এতে ইয়াজিদ হন খলিফা। আর এটি ধরে রাখতেই ইয়াজিদ বিভিন্ন সময়ে বিভিন্ন কৌশলে মহানবী (সা.)-এর পুরো পরিবারকে ধ্বংস করার চক্রান্তে মেতে ওঠেন। মহানবী (সা.)-এর ইন্তেকালের পরবর্তী সময়ে ঘটে যাওয়া নানা ঘটনাবলিই এই নাটকের আখ্যান। যেখানে প্রতি পরতে পরতে ছিল ক্ষমতা দখল ও তা টিকিয়ে রাখার অসুস্থ প্রতিযোগিতা। হীন রাজনীতির কূটচাল, আস্থাহীনতা, বিশ্বাস-অবিশ্বাসের দোদুল্যমানতা, প্রাসাদ ষড়যন্ত্রের মতো জটিল কুটিল বিষয়গুলো। নির্দেশক কামরুল হাসান ফেরদৌস বলেন, পৃথিবীতে সংঘাত, লড়াই, দ্বন্দ্বের শুরু কবে কখন কোথা থেকে কীভাবে আমরা কেউ জানি না। ধারণা করা হয়, পৃথিবীর শুরু থেকে চলে আসছে এটি। বিভিন্ন গুহাচিত্র, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ইতিহাস তাই প্রমাণ করে। শুরুতে কখনো খাদ্যের জন্য তো কখনো বাসস্থান কিংবা দৈনন্দিন কোনো চাহিদার জন্য। পরবর্তীতে সংঘাতের কারণ হয়ে উঠে ধর্ম, জাতি, বর্ণ, গোষ্ঠীর বিভেদ। নিছক আধিপত্য বিস্তার, ক্ষমতা দখলও সংঘাতের মূল একটি কারণ হয়ে ওঠে। মিউজিক্যাল ড্রামা ‘নিদান-এ-কারবালা’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- শামীমা আক্তার মুক্তা, চন্দ্রা, সারিকা, রোজা, রাকা রাত্রী, অরুন্ধতী, সামিয়া, সোহেল ও সঞ্জীব প্রমুখ। আবহ সংগীতে ছিলেন আলাউদ্দিন। আলোক পরিকল্পনায় হেন্ড্রি সেন।
শিরোনাম
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর বিষয়ে আপিলের চূড়ান্ত রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল