মহানবী (সা.)-এর ইন্তেকাল-পরবর্তী সময়ের নানা ঘটনা নিয়ে নাটকের দল বহর মঞ্চায়ন করল দলটির দর্শকনন্দিত প্রযোজনার মিউজিক্যাল ড্রামা ‘নিদান- এ-কারবালা’। এটি দলের প্রযোজনার উদ্বোধনী মঞ্চায়ন। সুফি গানের সুরের সঙ্গে সংলাপের শৈল্পিক সংমিশ্রণে প্রযোজনাটিতে বৈচিত্র্য তুলে ধরেছেন শিল্পী ও কলাকুশলীরা। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় ব্যতিক্রমী এ প্রযোজনা। রচনা ও নির্দেশনায় ছিলেন কামরুল হাসান ফেরদৌস। মীর মশাররফ হোসেনের ‘বিষাদসিন্ধু’ থেকে অনুপ্রাণিত হয়ে এর সঙ্গে ইতিহাস ও বিভিন্নজনের লেখা কারবালার নিদারুণ কাহিনিকে বিশ্লেষণ করে, পদ্য আকারে নতুন করে লেখা হয়েছে এই নিদান-এ-কারবালা নাট্যটি। বহর বরাবরের মতো থিয়েট্রিক্যাল আঙ্গিক অভিনয়ের মাধ্যমে এটি উপস্থাপন করেছে। মহানবীর ইন্তেকালের পর কে হবেন খলিফা তা নিয়ে শুরু হয় দ্বন্দ্ব। যা থেকে আরবি ৩৮ হিজরি ১ সফর বুধবার হজরত আলী ও মুয়াবিয়ার মাঝে যুদ্ধ শুরু হয়, যেটা সিফফিন যুদ্ধ নামে ইতিহাসে বর্ণিত। এতে আলী জয়ী হলেও একটি সন্ধি করা হয়, আলীর পরে মুয়াবিয়া হবেন খলিফা এবং পরবর্তীতে নবী পরিবারেই চলতে থাকবে এই ধারাবাহিকতা। কিন্তু মুয়াবিয়া ক্ষমতা পেয়েই ভেঙে দেন সন্ধি। এতে ইয়াজিদ হন খলিফা। আর এটি ধরে রাখতেই ইয়াজিদ বিভিন্ন সময়ে বিভিন্ন কৌশলে মহানবী (সা.)-এর পুরো পরিবারকে ধ্বংস করার চক্রান্তে মেতে ওঠেন। মহানবী (সা.)-এর ইন্তেকালের পরবর্তী সময়ে ঘটে যাওয়া নানা ঘটনাবলিই এই নাটকের আখ্যান। যেখানে প্রতি পরতে পরতে ছিল ক্ষমতা দখল ও তা টিকিয়ে রাখার অসুস্থ প্রতিযোগিতা। হীন রাজনীতির কূটচাল, আস্থাহীনতা, বিশ্বাস-অবিশ্বাসের দোদুল্যমানতা, প্রাসাদ ষড়যন্ত্রের মতো জটিল কুটিল বিষয়গুলো। নির্দেশক কামরুল হাসান ফেরদৌস বলেন, পৃথিবীতে সংঘাত, লড়াই, দ্বন্দ্বের শুরু কবে কখন কোথা থেকে কীভাবে আমরা কেউ জানি না। ধারণা করা হয়, পৃথিবীর শুরু থেকে চলে আসছে এটি। বিভিন্ন গুহাচিত্র, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ইতিহাস তাই প্রমাণ করে। শুরুতে কখনো খাদ্যের জন্য তো কখনো বাসস্থান কিংবা দৈনন্দিন কোনো চাহিদার জন্য। পরবর্তীতে সংঘাতের কারণ হয়ে উঠে ধর্ম, জাতি, বর্ণ, গোষ্ঠীর বিভেদ। নিছক আধিপত্য বিস্তার, ক্ষমতা দখলও সংঘাতের মূল একটি কারণ হয়ে ওঠে। মিউজিক্যাল ড্রামা ‘নিদান-এ-কারবালা’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- শামীমা আক্তার মুক্তা, চন্দ্রা, সারিকা, রোজা, রাকা রাত্রী, অরুন্ধতী, সামিয়া, সোহেল ও সঞ্জীব প্রমুখ। আবহ সংগীতে ছিলেন আলাউদ্দিন। আলোক পরিকল্পনায় হেন্ড্রি সেন।
শিরোনাম
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতির তথ্য চেয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে চিঠি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
- সিডনিতে সাবেক এআইইউবিয়ানদের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
- জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন
- বাউফলে জাল দলিল তৈরির দায়ে যুবকের কারাদণ্ড
- ৪৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
- অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে: পরিবেশ উপদেষ্টা
- কানাডা সহজ করেছে নাগরিকত্ব পাওয়ার নিয়ম
- বাংলাদেশি চিকিৎসক-নার্স নিয়োগে জিটুজি ফ্রেমওয়ার্ক প্রস্তাব সৌদির
- জাতীয় নির্বাচনে ভোট দিতে ২০ হাজার ৮৬২ প্রবাসীর নিবন্ধন
- মাত্র ১৬ বাসে ঠাঁই মিলল না জবির অধিকাংশ শিক্ষার্থীর
- অল্প সময়ের মধ্যে চার ভূমিকম্প কী ইঙ্গিত দিচ্ছে
- মুন্সীগঞ্জে ৩৯ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
- ই-পারিবারিক আদালত দুর্নীতি কমাবে, সময়ও বাঁচাবে: আইন উপদেষ্টা
- পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা, নিহত ৬
- কাক দিয়ে শহর পরিষ্কার? সুইডিশ প্রকল্পের ভবিষ্যৎ কী?
- ফকির-বাউলদের ওপর জুলুম বন্ধের আহ্বান তথ্য উপদেষ্টার
- শ্রবণ সমস্যা সমাধানে ইয়ারবাডের ব্যবহার বাড়ছে বিশ্বজুড়ে
শিল্পকলায় নিদান এ-কারবালা
সাংস্কৃতিক প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর